কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর – Kolkata Police Constable Exam Question Answers: আপনি কি WB Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Gksolve.in আপনার জন্য নিয়ে এসেছে “কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর”। যা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Google News এ আমাদের ফলো করুন
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর – Kolkata Police Constable Exam Question Answers
1.‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ শঙ্খ ঘোষ
2.হুড্রু জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ঝাড়খন্ড
3.বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি ?
উঃ নেফ্রন
4.মার্স গ্যাস বলা হয় কোন গ্যাস কে ?
উঃ মিথেন
5.পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় ?
উঃ বীরভূম
6.খাদ্যে কয়টি উপাদান থাকে ?
উঃ ৬টি
7.শুকতারা বলা হয় কোন গ্রহকে ?
উঃ শুক্র গ্রহ
8.নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস কোনটি ?
উঃ রেডন
9.‘হুতুম পেঁচা’ কার ছদ্মনাম ?
উঃ কালীপ্রসন্ন সিংহ
10.সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
11.National Youth Day কবে পালন করা হয় ?
উঃ ১২ই জনুয়ারি
12.পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল ?
উঃ ১৮১৭ সালে
13.‘পঞ্চতন্ত্র’ কে রচনা করেছেন ?
উঃ বিষ্ণু শর্মা
14.গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?
উঃ শ্রীগুপ্ত
15.ভারতের কোন শহরকে Pink City বলা হয় ?
উঃ জয়পুর
16.প্রকৃতির লাঙ্গল কাকে বলা হয় ?
উঃ কেঁচোকে
17.সাতপুরা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
18.‘ছন্দের জাদুকর’ কাকে বলা হয় ?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত
19.কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ?
উঃ ইউরেনাসকে
20.কোষের শক্তিঘর কাকে বলা হয় ?
উঃ মাইট্রোকন্ডিয়া
21.ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
উঃ আর্যভট্ট
22.রবিকীর্তি কার সভাকবি ছিলেন ?
উঃ দ্বিতীয় পুলকেশী
23.বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি ?
উঃ নেফ্রন
24.সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ রাজস্থান
25.কোন ফসলকে ‘তৃষ্ণার্ত ফসল’ বলা হয় ?
উঃ ধান
26.বংশগতির একক কি ?
উঃ জিন
27.মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি ?
উঃ স্টেপিস
28.ডুয়ার্স শব্দের অর্থ কি ?
উঃ দরজা বা প্রবেশদ্বার
29.হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উঃ মহানদী
30.লিমকা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ দাবা
ডাউনলোড কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর
File Details:-
File Name:- Police Constable Practice Set
File Format:- PDF
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Download: Answer Key Click Here