কলকাতা পুলিশ কনস্টেবল জিকে – Kolkata Police Constable GK: আজ কলকাতা পুলিশ জিকে MCQ প্রশ্ন উত্তরটি উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর। Kolkata Police GK MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
কলকাতা পুলিশ কনস্টেবল জিকে – Kolkata Police Constable GK
০১) নাসিক শহর কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর. গোদাবরী
০২) অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর. সরযু
০৩) কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর. হুগলি
০৪) প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় লাভ করে কোন দেশ ?
উত্তর. ওয়েস্ট ইন্ডিজ
০৫) প্রথম ক্রিকেট বিশ্বকাপে আয়োজক দেশের নাম কি ?
উত্তর. ইংল্যান্ড
০৬) ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয় কত সালে ?
উত্তর. ১৯৭৮
০৭) সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত ?
উত্তর. সিমলা
০৮) ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর. হরিয়ানা
০৯) ইনপুট ডিভাইসের নাম কি ?
উত্তর. ওয়েবক্যাম
১০) ১৯৮২ সালে এশিয়ান গেমস হোস্ট করে কোন দেশ ?
উত্তর. ভারত
১১) ১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমসের আসর কোথায় বসে ?
উত্তর. নিউ দিল্লী
১২) Listen to Your Heart : The London Avengers বইটির রচয়িতা কে ?
উত্তর. রাস্কিন বন্ড
১৩) উত্তরপ্রদেশে কোন জাতীয় উদ্যান টি অবস্থিত ?
উত্তর. দুধওয়া
১৪) কত সালে সুন্দরবনকে ন্যাশনাল ইউনেস্কো হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ?
উত্তর. ১৯৮৭
১৫) পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি ?
উত্তর. ছাতিম
১৬) পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি ?
উত্তর. সাদা বুক মাছরাঙ্গা
১৭) নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত ?
উত্তর. পাটিয়ালা
১৮) SEBI এবং NABARD এর হেড কোয়াটার্স কোথায় অবস্থিত ?
উত্তর. মুম্বাই
১৯) ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর. ব্যাঙ্গালোর
২০) দারিংবাড়ি হিল স্টেশন ভারতের কোথায় অবস্থিত ?
উত্তর. উড়িষ্যা
২১) ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?
উত্তর. সুকুমার সেন
২২) ভারতের 25 তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন কে ?
উত্তর. রাজীব কুমার
২৩) The idea of India শীর্ষক পুস্তকটি রচয়িতা কে ?
উত্তর. সুনীল খিলনানি
২৪) Tomb of Sand উপন্যাসটির জন্য কে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে ?
উত্তর. গীতাঞ্জলি শ্রী
২৫) প্রতিবছর কত সালে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় ?
উত্তর. 29 শে আগস্ট
২৬) জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী এই দুই দল কবে বিভক্ত হয় ?
উত্তর. ১৯০৭
২৭) রাজা রামমোহন রায় কি প্রতিষ্ঠা করেন ?
উত্তর. ব্রাহ্মসমাজ
২৮) রাম চরিত গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর. সন্ধ্যাকর নন্দী
২৯) ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ ?
উত্তর. বৌদ্ধ
৩০) পাটলিপুত্র কে মগধের রাজধানী হিসেবে কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর. উদয়ী ভদ্র
৩১) হর্ষবর্ধনের আমলে কোন চীনা পন্ডিত ভারতে আসেন ?
উত্তর. হিউ এন সাং
৩২) চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কে ভারতে আসেন ?
উত্তর. মেগাস্থিনিস
৩৩) দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কার আমলে হয় ?
উত্তর. কালাশোক
৩৪) দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর. বল্লাল সেন
৩৫) পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন কে ?
উত্তর. যশোর বর্মন
৩৬) নিখিল ভারত হোমরুল লীগের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর. অ্যানি বেসান্ত
৩৭) ভারতের বিপ্লববাদের জননী নামে খ্যাত ছিলেন ?
উত্তর. মাদাম কামা
৩৮) বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
৩৯) পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?
উত্তর. কাইটিন
৪০) শ্বেত রক্তকণিকা কবে আবিষ্কৃত হয় ?
উত্তর. ১৯২২
৪১) রামমোহন রায় কে ‘ভারত পথিক’ বলে কে সম্মান জানিয়েছেন ?
উত্তর. রবীন্দ্রনাথ ঠাকুর
৪২) বাংলা গেজেট পএিকার সম্পাদক কে ?
উত্তর. গঙ্গাকিশোর ভট্টাচার্যের
৪৩) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর. লালা লাজপত রায়
৪৪) পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?
উত্তর. কাইটিন
৪৫) বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
উত্তর. ৭ ই এপ্রিল
৪৬) বীরাঙ্গনা কাব্যের রচয়িতা কে ?
উত্তর. মাইকেল মধুসূদন দত্ত
৪৭) ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক মহিলা কে ?
উত্তর. ভানু আথাইয়া
৪৮) থাইল্যান্ডের মুদ্রার নাম কি ?
উত্তর. Thai baht
৪৯) সিকিমের রাজধানীর নাম কি ?
উত্তর. গ্যাংটক
৫০) ‘বঙ্গবিভূষণ’ সম্মান কত সাল থেকে দেওয়া শুরু হয় ?
উত্তর. ২০১১