কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর – Kolkata Police Constable Questions Answers

Rate this post

কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর – Kolkata Police Constable Questions Answers: আপনি কি Kolkata Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Gksolve.in আপনার জন্য নিয়ে এসেছে “কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর”। যা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর – Kolkata Police Constable Questions Answers

০১) রাজস্থানের মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে কি বলে ?

উত্তর. ধান্দ

০২) কে ৫৬ তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন ?

উত্তর. নীলমণি ফুকন

০৩) কত সালে ভূমিকম্পে কচ্ছের রন অঞ্চল বসে গিয়ে জলাভূমি সৃষ্টি করেছে ?

উত্তর. ১৮১৯

০৪) কয়লার রূপান্তরিত রূপ কি ?

উত্তর. গ্রাফাইট

০৫) The Boy who wrote a constitution – বইটির লেখক কে ?

উত্তর. রাজেশ তলোয়ার

০৬) National science Day কবে পালন করা হয় ?

উত্তর. 28 ফেব্রুয়ারি

০৭) অয়েল অব ভিট্রিয়ল কি ?

উত্তর. সালফিউরিক অ্যাসিড

০৮) অনিলা দেবী কার ছদ্মনাম ?

উত্তর. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

০৯) সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে ?

উত্তর. ১৮৫৫ সালে

১০) নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে ?

উত্তর. ১৭৩৯ সালে

১১)আন্তর্জাতিক তারিখ রেখার মান কত ?

উত্তর. ১৮০⁰

১২) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের বনভূমি দেখা যায় ?

উত্তর. চিরহরিৎ

১৩) প্রতিবছর কত তারিখে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে পালন করা হয় ?

উত্তর. ১৮ ই এপ্রিল

১৪) পৃথিবীতে যেকোনো দুটি বিন্দুর মধ্যে সবথেকে কম দূরত্ব পরিমাপ করা হয় কিসের পরিপ্রেক্ষিতে ?

উত্তর. দ্রাঘিমা রেখা

১৫) সৌর দিবস ও নক্ষত্র দিবসের মধ্যে সম্পর্ক কি ?

উত্তর. সৌর দিবস, নক্ষত্র দিবস এর তুলনায় বেশি দীর্ঘ

১৬) ব্রিটিশদের লবণ আইন ভাঙ্গার জন্য গান্ধিজি ১৯৩০ সালে কোন আন্দোলন শুরু করেছিলেন ?

উত্তর. ডান্ডি অভিযান

১৭) কোন দুটি গ্রহের উপগ্রহ নেই ?

উত্তর. বুধ ও শুক্র

১৮) আইপিএলের ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে ১৫০ উইকেট নেওয়ার মাইলস্টোন স্থাপন করলেন কে ?

উত্তর. যুজবেন্দ্র চাহাল

১৯) ওহমের সূত্র কি ?

উত্তর. V = IR

২০) পরিবেশকে স্বচ্ছতা প্রদান করতে সাহায্য করে কোনটি ?

উত্তর. শৈবাল ও লাইকেন

২১) হেলমন্দ কোন দেশের দীর্ঘতম নদী ?

উত্তর.আফগানিস্থান

২২) ইংরেজরা দেওয়ানি লাভ করেন কত সালে ?

উত্তর. ১৭৬৫ সালে

২৩) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. গিয়াস উদ্দিন তুঘলক

২৪) সূর্যকে কোন দিন সবচেয়ে বড় দেখায় ?

উত্তর. ৩রা জুন

২৫) ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান কোন নদীতে ?

উত্তর. জাম্বেসি

২৬) ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত ?

উত্তর. ৫৬৪ কিমি

২৭) কোন রাজ্যের লিভিং রুট ব্রিজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ?

উত্তর. মেঘালয়

২৮) ইলতুৎমিসের পরবর্তী সম্রাট কে হন ?

উত্তর. রোকনউদ্দিন ফিরোজ

২৯) গিয়াসউদ্দিন বলবন কি কি উপাধি ধারণ করেন ?

উত্তর. নায়েব ই খুদাই, জিলিল্লাহ

৩০) প্রতিবছর কত তারিখে বিশ্ব যকৃত দিবস হিসেবে পালন করা হয় ?

উত্তর. ১৯ শে এপ্রিল

৩১) কুতুবউদ্দিন আইবক এর প্রথম রাজধানী কোথায় ছিল ?

উত্তর. লাহোর

৩২) ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি ?

উত্তর. যোগ জলপ্রপাত

৩৩)শৈলোৎক্ষেপ বৃষ্টি হয় পর্বতের কোন ঢালে ?

উত্তর. প্রতিবাত ঢাল

৩৪) লরিয়াস ওয়ার্ল্ড ব্রেকথ্রু অফ দা ইয়ার ২০২২ অ্যাওয়ার্ড পেলেন কে ?

উত্তর. এমা রাদুকানু

৩৫) প্রতি বছর বিশ্ব হিমোফিলিয়া দিবস কোন দিন পালন করা হয় ?

উত্তর. ১৭ ই এপ্রিল

৩৬) চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রচয়িতা কে ?

উত্তর. রবীন্দ্রনাথ ঠাকুর

৩৭) অলিম্পিক 2021 কুস্তিতে কে সিলভার মেডেল পেয়েছেন ?

উত্তর. রবি কুমার দাহিয়া

৩৮) পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম কি ?

উত্তর. টিটিকাকা

৩৯) AIDS এর পুরো নাম কি ?

উত্তর. Acquired immune deficiency syndrome

৪০) ভারতীয় পেসার হিসাবে আইপিএলের ইতিহাসে ১৫০ উইকেট এর রেকর্ড করলেন কে ?

উত্তর. ভুবনেশ্বর কুমার

৪১) তঙ্কা এবং জিতল মুদ্রা চালু করেন কে ?

উত্তর. ইলতুৎমিস

৪২) ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি ?

উত্তর. NH 7

৪৩) ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি ?

উত্তর. ৯ টি ( চীন,বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার শ্রীলঙ্কা, মালদ্বীপ,পাকিস্তান ও আফগানিস্তান )

৪৪) আদিত্য বিড়লা ক্যাপিটাল এর পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে ?

উত্তর. বিশাখা মূল্যে

৪৫) প্রতিবছর কত তারিখে সিভিল সার্ভিস দিবস হিসেবে পালন করা হয় ?

উত্তর. ২১ শে এপ্রিল

৪৬) কত সালে সিভি রামান নোবেল পুরস্কার পান ?

উত্তর. ১৯৩০ সালে

৪৭) ফটোগ্রাফিতে কোনটি ব্যবহার করা হয় ?

উত্তর. হাইড্রোজেন ও থোরিয়াম

৪৮) Milk of magnesia এর সংকেত কি ?

উত্তর. Mg (OH)2

৪৯) হামিশ বেনেট সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছে, তিনি কোন দেশের খেলোয়াড় ?

উত্তর. নিউজিল্যান্ড

৫০) পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি ?

উত্তর. আন্দিজ পর্বত

৫১) আইপিএলের ইতিহাসে দ্রুততম ভারতীয় খেলোয়াড় হিসেবে ১০০ ছক্কা করেছেন কে ?

উত্তর. হার্দিক পান্ডিয়া

৫২) ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি ?

উত্তর. রাজস্থান

৫৪) সবচেয়ে ছোট রাজ্যের নাম কি ?

উত্তর. গোয়া

৫৫) কত তারিখে পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয় ?

উত্তর. ২৪ শে এপ্রিল

৫৬) পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির মধ্যে ভারতে কত শতাংশ আছে ?

উত্তর. ১২.৫৩

৫৭) প্রতিপাদ স্থানের সময়ের ব্যবধান কত ঘন্টা ?

উত্তর. ১২ ঘণ্টা

৫৮) My Story of Experiments with Truth – এটি কার আত্মজীবনীমূলক বই ?

উত্তর. মহাত্মা গান্ধী

৫৯) পর্যায় সারণির প্রথম ও শেষ মৌল কোনটি ?

উত্তর. হাইড্রোজেন ও থোরিয়াম

৬০) এলাহাবাদ চুক্তি কবে ও কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর. ১৭৬৫ সালে, দ্বিতীয় শাহ আলম এবং ক্লাইভ এর মধ্যে

৬১) বিশ্বের দক্ষিণতম শহর এর নাম কি ?

উত্তর. পুন্টা এরেনাস

৬২) ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী চিফ অফ আর্মি স্টাফ হতে চলেছেন কে ?

উত্তর. মনোজ পান্ডে

৬৩) Wild Ass Sanctuary কোথায় অবস্থিত ?

উত্তর. কচ্ছ, গুজরাট

৬৪) ভারতের উচ্চতম বাঁধের নাম কি ?

উত্তর. ভাকরা নাঙ্গাল

৬৫) বাংলার প্রথম নবাব কে ছিলেন ?

উত্তর. মুর্শিদকুলি খান

৬৬) কোন সভ্যতার অধিবাসীদের প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন ?

উত্তর. সিন্ধু সভ্যতা

৬৭) দক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি ?

উত্তর. রেগুর

৬৮) T-20 ক্রিকেটে ভারতের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০ চার মারার রেকর্ড করেছেন কে ?

উত্তর. শিখর ধাওয়ান

৬৯) ১৮) দুধের ঘনত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

উত্তর. ল্যাকটোমিটার

৭০) নিজল দানা কোথায় দেখতে পাওয়া যায় ?

উত্তর. সাইটন

৭১) প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা ?

উত্তর. আশাপূর্ণা দেবী

৭২) আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড আউট হলেন কে ?

উত্তর. রবিচন্দ্রন অশ্বিন

৭৩) পাক্কে টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. অরুনাচল প্রদেশ

৭৪) রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?

উত্তর. তাঞ্জোর

৭৫) সংবিধানের অষ্টম তফশীলে কোন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে ?

উত্তর. ২২ টি আঞ্চলিক ভাষার তালিকা

৭৬) প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ছটি বিশ্বকাপ খেলার রেকর্ড করলেন কে ?

উত্তর. মিতালি রাজ

৭৭) ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি ?

উত্তর. ইন্দিরা পয়েন্ট

৭৮) আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে ?

উত্তর. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৭৯) FIH পুরুষ জুনিয়ার হকি বিশ্বকাপ ২০২১ জয়ী হয়েছে কোন দেশ ?

উত্তর. আর্জেন্টিনা

৮০) ভারতের প্রথম লোকপাল কে ছিলেন ?

উত্তর. পিনাকী চন্দ্র ঘোষ

৮১) গ্রিসের রাজধানীর নাম কি ?

উত্তর. এথেন্স

৮২) কোন গ্যাসকে ফিউচার ফুয়েল বলা হয় ?

উত্তর. হাইড্রোজেন

৮৩) অরণ্যের অধিকার কে লিখেছিলেন ?

উত্তর. মহাশ্বেতা দেবী

৮৪) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর. আত্মারাম পান্ডুরঙ্গ

৮৫) M কক্ষে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে ?

উত্তর. ১৮

৮৬) ভারতের উত্তরতম বিন্দুর নাম কি ?

উত্তর. ইন্দিরা কল

৮৭) আমরাবতি ব্রাঘ্র সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. মহারাষ্ট্র

৮৮) অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স ২০২২ জয়ী হয়েছেন কোন ব্যক্তি ?

উত্তর. চার্লস ল্যাক্লের

৮৯) কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তর. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৯০) DRDO কবে স্থাপন করা হয় ?

উত্তর.১৯৫৮ সালে

৯১) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ?

উত্তর. ১২৪ নং ধারা

৯২) পানিপথের তৃতীয় যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয় ?

উত্তর. ১৭৬১ সালে, মারাঠা ও আহমেদ শাহ আবদলীর মধ্যে

৯৩) ভারতের প্রথম মহিলা পাইলট এর নাম কি ?

উত্তর. সরলা ঠাকরাল

৯৪) কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয় ?

উত্তর. ১৯৫১ সালে

৯৫) ভিয়েতনামের মুদ্রার নাম কি ?

উত্তর. ডং

৯৬) তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রা কি ?

উত্তর. M⁰L1T⁰

৯৭) ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে ?

উত্তর. ১৯৪৬ সালে

৯৮) স্থির তরল বা গ্যাসীয় পদার্থের ভাসমানের সূত্র কি আবিষ্কার করেন ?

উত্তর. আর্কিমিডিস

৯৯) ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর. বেঙ্গালুরু

১০০) ECG এর পুরো নাম কি ?

উত্তর. Electrocardiograp

ডাউনলোড কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর

File Details:-

File Name:- Police Constable Practice Set
File Format:- PDF
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download

Download: Answer Key Click Here

Leave a Comment