কলকাতা পুলিশ পরীক্ষার সাজেশন – Kolkata Police Constable Suggestion Question Paper 2024: আপনি কি Kolkata Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Gksolve.in আপনার জন্য নিয়ে এসেছে “কলকাতা পুলিশ পরীক্ষার সাজেশন”। যা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Google News এ আমাদের ফলো করুন
কলকাতা পুলিশ পরীক্ষার সাজেশন – Kolkata Police Constable Suggestion Question Paper 2024
১. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
উঃ অ্যাডাম স্মিথ।
২. “A country is poor because it is poor”- কে বলেছিলেন ?
উঃ রাগনার নার্কসে।
৩. HDI (Human Development Index) এর প্রবক্তা কে ?
উঃ মেহবুব-উল-হক।
৪. ‘Financial Year’- কোন তারিখ থেকে গণনা করা হয় ?
উঃ 1st এপ্রিল – 31st মার্চ।
৫. ‘Wealth of Nations’ গ্রন্থের রচয়িতা কে ?
উঃ অ্যাডাম স্মিথ।
৬. ‘National Income Committee’- গঠিত হয় কার সভাপতিত্বে ?
উঃ প্রশান্তচন্দ্র মহলানবীশ।
৭. ভারতে জাতীয় আয়ের পরিমাপ কে করে ?
উঃ সেন্ট্রাল স্ট্যাটিসটিকাল অর্গানাইজেশন (CSO)।
৮. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ ওয়াশিংটন ডিসি।
৯. স্বল্প সুদের নীতি কী নামে পরিচিত ?
উঃ চিপমানি পলিসি।
১০. বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে কোন সংস্থা ?
উঃ IMF (International Monetary Fund)
১১. নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত ?
উঃ গ্রামের উন্নয়ন।
১২. বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে কোন সংস্থা ?
উঃ বিশ্ব ব্যাঙ্ক।
১৩. কোন সালে ভারতে যোজনা আয়োগ গঠিত হয়েছিল ?
উঃ ১৯৫০ সালে।
১৪. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল ?
উঃ ১৯৩৫ সালে।
১৫. নীতি আয়োগের বর্তমান চেয়ারপার্সন কে রয়েছেন ?
উঃ নরেন্দ্র মোদী।
১৬. জাতীয় উন্নয়ন পর্ষদ ( National Development Council – NDC) কবে গঠিত হয় ?
উঃ ১৯৫২ সালের ৬ই আগস্ট।
১৭. নাবার্ড কবে গঠিত হয় ?
উঃ ১৯৮২ সালে।
১৮. ‘Yellow Revolution’( হলুদ বিপ্লব) কীসের সঙ্গে যুক্ত ?
উঃ Oil Seeds.
১৯. Blue Revolution’( নীল বিপ্লব) কীসের সঙ্গে যুক্ত ?
উঃ মাছ।
২০. ‘Indian Oil Corporation’(IOC) কত সালে প্রতিষ্ঠত হয় ?
উঃ ১৯৬৪ সালে।
২১. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই।
২২. State Bank of India (SBI)-এর আগের নাম কী ছিল ?
উঃ ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
২৩. ভারতের প্রথম পেমেন্ট ব্যাঙ্ক কোনটি ?
উঃ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক(২০১৭)।
২৪. VAT- এর পুরো নাম কী ?
উঃ Value Added Tax.
২৫. National planing commission- এর চেয়ারম্যান কে ছিলেন ?
উঃ পন্ডিত জহরলাল নেহেরু।
২৬. ভারতে প্রথম অর্থনীতির পরিকল্পনা কে করেছিলেন ?
উঃ স্যার এম বিশ্বেশ্বরাই(১৯৩৪)।
২৭. ৫০০ ও ১০০০ টাকার নোট কবে বাতিল করা হয়েছিল ?
উঃ ২০১৬ সালের ৮ই নভেম্বর।
২৮. Community Development Program সালে হয়েছিল ?
উঃ ১৯৫২ সালে।
২৯. ভারতের অর্থনীতি কি ধরনের ?
উঃ মিশ্র অর্থনীতি (Mixed Economy)
৩০. CRR এর পুরো নাম কি ?
উঃ Cash Reserve Ratio.
৩১. National Human Development Report (NHDR)অনুযায়ী কোন রাজ্যের Rank সর্বাধিক।
উঃ কেরালা।
৩২. ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্ক কোনটি ?
উঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্থান।
৩৩. People’s plan কার দ্বারা হয়েছিল ?
উঃ M.N.Roy
৩৪. কত সালে Planning Commission কে নীতি আয়োগে পরিবর্তন করা হয়েছিল ?
উঃ ২০১৪ সালের ১৩ই আগস্ট।
৩৫. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই।
৩৬. BSE এর সম্পূর্ণ অর্থ কী?
উঃ বোম্বে স্টক এক্সচেঞ্জ।
৩৭. Planning Commission (যোজনা কমিশন) – এর পরিবর্তে কোনটি কাজ করেছে?
উঃ নীতি আয়োগ
৩৮. গণতন্ত্রের রাজনৈতিক ও সামাজিক বৈষম্য নিয়ে কি গবেষণা প্রকাশ পায় ?
উঃ গণতন্ত্রের বৈষম্য বর্তমান।
৩৯. ভারতের কোন প্রতিবেশী দেশের ভারতের তুলনায় মানব সম্পদ উন্নয়ন রয়েছে?
উঃ শ্রীলংকা, মানব সম্পদ উন্নয়নের তালিকায় শ্রীলংকা রয়েছে 71 তম স্থানে যেখানে ভারত 129 তম স্থানে।
৪০. রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন (REGP) কত সালে চালু হয় ?
উঃ 1995 সালে
৪১. মানুষের দ্বারা উৎপাদনের উপায় কি অর্থবিদেরা কি বলে থাকেন ?
উঃ মূলধন বা Capital।
৪২. অর্থবিদদের মধ্যে ক্যাপিটাল বা মূলধন কি ?
উঃ যন্ত্র, কারখানা, কাঁচামাল, রাস্তা ইত্যাদি সবই মূলধন বা ক্যাপিটাল।
৪৩. দুধ উৎপাদন বাড়ানোর জন্য ভারতে কোন বিপ্লব হয়েছিল ?
উঃ সাদা বিপ্লব বা অপারেশন ফ্লাড।
৪৪. কোন সংস্থার দ্বারা সমবায় বাজার নিয়ন্ত্রণ হয় ?
উঃ SEBI
৪৫. SEBI এর সম্পূর্ণ অর্থ কি ?
উঃ Securities and Exchange Board of India.
৪৬. SEBI বা Securities and Exchange Board of India প্রথম কত সালে স্থাপিত হয়?
উঃ 1988 সালে।
৪৭. ভারতের সবথেকে প্রাচীন রাজনৈতিক দল কোনটি ?
উঃ ভারতের জাতীয় সংহ (INC)
৪৮. INC কত সালে গঠিত হয়?
উঃ 1885 সালে।
৪৯. CRR বা মুদ্রা সংরক্ষণের অনুপাত কি ?
উঃ অর্থ সংক্রান্ত নীতি।
৫০. সম্পদ নিষ্কাশন এর তত্ত্বটি কে বর্ণনা করেছেন?
উঃ দাদাভাই নৈরাজি
ডাউনলোড কলকাতা পুলিশ পরীক্ষার সাজেশন
File Details:-
File Name:- Police Constable Practice Set
File Format:- PDF
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Download: Answer Key Click Here