KP প্রশ্ন এবং উত্তর PDF – Kolkata Police GK Bengali: আপনি কি WB Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Gksolve.in আপনার জন্য নিয়ে এসেছে “পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর”। যা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Google News এ আমাদের ফলো করুন
KP প্রশ্ন এবং উত্তর PDF – Kolkata Police GK Bengali
০১) পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
উত্তর. শিলিগুড়ি
০২) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত ?
উত্তর. সিঙ্গালিলা পর্বতশ্রেণী
০৩) পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কি ?
উত্তর. সান্দাকফু
০৪) পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয় ?
উত্তর. কোচবিহার
০৫) পশ্চিমবঙ্গের কোথায় বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় ?
উত্তর. রাঢ় অঞ্চল
০৬) পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটি ?
উত্তর. দার্জিলিং
০৭) পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি ?
উত্তর. মুর্শিদাবাদ
০৮) ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ?
উত্তর. 7.55%
০৯) পশ্চিমবঙ্গের কোন জেলার নারী সাক্ষরতার হার সর্বনিম্ন ?
উত্তর. পুরুলিয়া
১০) আদিনা মসজিদ সালামী দরওয়াজা প্রভৃতি পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর. মালদা
১১) রক গার্ডেন, বাতসিয়ার লুপ প্রভৃতি পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর. দার্জিলিং
১২) পাট চাষের জন্য কোন জেলা বিখ্যাত ?
উত্তর. নদিয়া
১৩) কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় ?
উত্তর. নবদ্বীপ
১৪) কোন শহরকে সিটি অফ জয় বলা হয় ?
উত্তর. কলকাতা
১৫) পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয় ?
উত্তর. কলকাতা
১৬) আলিপুরদুয়ার জেলা কত সালে গঠিত হয় ?
উত্তর. 2014
১৭) উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তর. মহানন্দা
১৮) কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় ?
উত্তর. কলকাতা
১৯) ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা যুক্ত রাজ্য কোনটি ?
উত্তর. ঝাড়খন্ড
২০) ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য ?
উত্তর. 14
২১) কোন নদীটি বৃষ্টির জলে পুষ্ট ?
উত্তর. ময়ূরাক্ষী
২২) দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি ?
উত্তর. রূপনারায়ণ
২৩) পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে ?
উত্তর. পদ্মজা নাইডু
২৪) পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার সংখ্যা কত ?
উত্তর. ২৩
২৫) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর. প্রফুল্ল চন্দ্র ঘোষ
২৬) পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত ?
উত্তর. আলিপুর, কলকাতা
২৭) পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির ?
উত্তর. ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির
২৮) পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপ টির নাম কি ?
উত্তর. পূর্বাশা
২৯) পশ্চিমবঙ্গের কোন জেলায় লাক্ষাকিট চাষ হয় ?
উত্তর. পুরুলিয়া
৩০) পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয় ?
উত্তর. কোচবিহার
৩১) কাগজ শিল্পে পশ্চিমবঙ্গের স্থান কত ?
উত্তর. দ্বিতীয়
৩২) পশ্চিমবঙ্গের গভীরতম গিরিপথের নাম কি ?
উত্তর. গঙ্গানি গিরিপথ
৩৩) পশ্চিমবঙ্গের বৃহত্তম মিউজিয়ামের নাম কি ?
উত্তর. ইন্ডিয়ান মিউজিয়াম
৩৪) পশ্চিমবঙ্গে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
উত্তর. কলকাতা বিশ্ববিদ্যালয়
৩৫) পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধের নাম কি ?
উত্তর. দামোদর বাঁধ
৩৬) পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধের নাম কি ?
উত্তর. ভিক্টোরিয়া মেমোরিয়াল
৩৭) পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম কি ?
উত্তর. শহীদ মিনার
৩৮) আয়তনের পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি ?
উত্তর. কলকাতা
৩৯) আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি ?
উত্তর. দক্ষিণ ২৪ পরগনা
৪০) পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গনের নাম কি ?
উত্তর. যুবভারতী ক্রীড়াঙ্গন
৪১) পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি ?
উত্তর. জয়ী সেতু
৪২) পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলার নাম কি ?
উত্তর. উত্তর ২৪ পরগনা
৪৩) পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডলের নাম কি ?
উত্তর. বিড়লা প্ল্যানেটোরিয়াম
৪৪) পশ্চিমবঙ্গের ব্যাস্ততম রেল স্টেশনের নাম কি ?
উত্তর. শিয়ালদা
৪৫) পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজের নাম কি ?
উত্তর. কলকাতা মেডিকেল কলেজ
৪৬) পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজের নাম কি ?
উত্তর. বেথুন কলেজ
৪৭) পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ?
উত্তর. বাংলাদেশ
৪৮) পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি ?
উত্তর. ভুটান
৪৯) পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্যের নাম কি ?
উত্তর. ধান
৫০) পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি ?
উত্তর. মাছরাঙ্গা
ডাউনলোড পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট
File Details:-
File Name:- Police Constable Practice Set
File Format:- PDF
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Download: Answer Key Click Here