কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF – Kolkata Police GK Questions and Answers: আজ কলকাতা পুলিশ প্রশ্ন উত্তরটি উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর। Kolkata Police GK Questions and Answers গুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF – Kolkata Police GK Questions and Answers
০১) Right to education Act কবে প্রণীত হয়েছিল ?
উত্তর. ৪ঠা আগস্ট, ২০০৯
০২) JAVA এর ডেভলপার কে ?
উত্তর. জেমস গসলিং
০৩) সেকেন্ডারি মেমোরি কি ?
উত্তর. পার্মানেন্ট মেমোরি
০৪) কোষ এর আবিষ্কারক কে ?
উত্তর. রবার্ট হুক
০৫) ব্লুটুথ এর আবিষ্কারক কে ?
উত্তর. জ্যাপ হার্টসেন
০৬) পাচিত খাদ্য শোষিত হয় কোথায় ?
উত্তর. ক্ষুদ্রান্ত
০৭) ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি ?
উত্তর. জাকার্তা
০৮) ভারতের sex ratio ২০০১ অনুযায়ী কত ছিল ?
উত্তর. ৯৩৩
০৯) 8 schedule a language এ মোট কতগুলি ভাষা স্বীকৃতি লাভ করেছে ?
উত্তর. ২২টি
১০) ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক মহিলা কে ?
উত্তর. ভানু আথাইয়া
১১) বীরাঙ্গনা কাব্যের রচয়িতা কে ?
উত্তর. মাইকেল মধুসূদন দত্ত
১২) বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
উত্তর. ৭ ই এপ্রিল
১৩) পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?
উত্তর. কাইটিন
১৪) শ্বেত রক্তকণিকা কবে আবিষ্কৃত হয় ?
উত্তর. ১৯২২
১৫) রামমোহন রায় কে ভারত পথিক বলে কে সম্মান জানিয়েছেন ?
উত্তর. রবীন্দ্রনাথ ঠাকুর
১৬) বাংলা গেজেট পএিকার সম্পাদক কে ?
উত্তর. গঙ্গাকিশোর ভট্টাচার্য
১৭) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর. লালা লাজপত রায়
১৮) ভারতের বিপ্লববাদের জননী নামে খ্যাত ছিলেন ?
উত্তর. মাদাম কামা
১৯) নিখিল ভারত হোমরুল লীগের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর. অ্যানি বেসান্ত
২০) বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
২১)শ্রীলঙ্কার জাতীয় খেলা কি?
উত্তর. ভলিবল
২২) কোন দেশ সব থেকে বেশি নোবেল পেয়েছে এখনো পর্যন্ত?
উত্তর. আমেরিকা
২৩) মানব দেহকোষে কতজোড়া ক্রোমোজোম থাকে?
উত্তর. ২৩ জোড়া
২৪) কোন দেশে সব থেকে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে?
উত্তর. ফিনল্যাণ্ড
২৫) প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ?
উত্তর. ভ্যালেন্তিনা তেরেসকোভা
২৬) কোন রাসায়নিক পদার্থ এর অপর নাম সল্টপিটার ?
উত্তর. পটাশিয়াম নাইট্রেট
২৭) মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত ?
উত্তর. সাগর মাথা
২৮) কোন যুগে গরুকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে মনে করা হতো ?
উত্তর. ঋক বৈদিক যুগ
২৯) আসামের তৈল শোধনাগার এর নাম কি ?
উত্তর. ডিগবয় ( ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন )
৩০) ফ্রান্সের সর্বোচ্চ সামরিক সম্মানের নাম কি ?
উত্তর. লিজিয়ন অফ অনার
৩১) ভারতবর্ষের সংবাদ এজেন্সি গুলির নাম কি ?
উত্তর. প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউ এন আই, হিন্দুস্তান সমাচার, ভারতী
৩২) মাউন্ট এভারেস্টে জয়ী প্রথম বাঙালি মহিলার নাম কি ?
উত্তর. ক্যাপ্টেন শিপ্রা মজুমদার
৩৩) রাজীব গান্ধী সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর. মহারাষ্ট্র
৩৪) মহাত্মা গান্ধী সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর. বিহার
৩৫) প্রথম কত সালে পদ্মভূষণ সম্মান দেওয়া শুরু হয় ?
উত্তর. ১৯৬৯ সালে
৩৬) অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত ?
উত্তর. ১৬
৩৭) ফ্রান্স এবং ইতালির মুদ্রার নাম কি ?
উত্তর. ইউরো
৩৮) মাউন্ট এভারেস্টের প্রথম উচ্চতা মাপেন কে ?
উত্তর. রাধানাথ শিকদার
৩৯) ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মানের নাম কি ?
উত্তর. পরমবীর চক্র
৪০) মহারাষ্ট্রে সরকারি ভাষার নাম কি ?
উত্তর. মারাঠি
৪১) চিলকা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর. উড়িষ্যা
৪২) আসামে রাজধানীর নাম কি ?
উত্তর. গুয়াহাটি
৪৩) নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত ?
উত্তর. ১৪
৪৪) যান্ত্রিক শক্তি থেকে চুম্বক শক্তিতে রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ দাও ?
উত্তর. ঘর্ষণ পদ্ধতিতে চুম্বকে পরিণত করা
৪৫) জাপানের মুদ্রার নাম কি ?
উত্তর. ইয়েন
৪৬) পশ্চিমবঙ্গের বর্তমান (২০২২) রাজ্যপালের নাম কি ?
উত্তর. লা গনেশান
৪৭) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি ?
উত্তর. জাগমোহন রেড্ডি
৪৮) নৈনিতাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর. উত্তরাখণ্ড
৪৯) কার্বনের পারমাণবিক গুরুত্ব কত ?
উত্তর. ১২
৫০) অন্ধ্রপ্রদেশের সরকারি ভাষার নাম কি ?
উত্তর. তেলেগু