কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF – Kolkata Police Questions Answers: আপনি কি Kolkata Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Gksolve.in আপনার জন্য নিয়ে এসেছে “পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্নোত্তর”। যা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Google News এ আমাদের ফলো করুন
কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF – Kolkata Police Questions Answers
০১) ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ?
উত্তর. আন্টার্টিকা
০২) শাল গাছ কি ?
উত্তর. পর্ণমোচি গাছ
০৩) মধ্যপ্রদেশে বক্সাইট ব্যবহৃত হয় কি উৎপাদন করতে ?
উত্তর. অ্যালুমিনিয়াম
০৪) নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর. কৃষ্ণা নদী
০৫) কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর. নর্মদা নদী
০৬) টুডু উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর. নীলগিরি পার্বত্য অঞ্চল
০৭) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তর. লোকোমোটিভ
০৮) ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোন জায়গায় ?
উত্তর. লাক্ষাদ্বীপ
০৯) গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় কিসের মাধ্যমে ?
উত্তর. বদ্বীপের মাধ্যমে
১০) পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয় কোন অঞ্চলে ?
উত্তর. হলদিয়া
১১) ভারতের প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয় ?
উত্তর. ৬৫ শতাংশ
১২) লাটুরের ভূমিকম্প হয়েছিল কিসের কারণে ?
উত্তর. অতিরিক্ত জলরাশির চাপে
১৩) ভারতের কোন রাজ্যে জনঘনত্বের হার সব থেকে বেশি ?
উত্তর. পশ্চিমবঙ্গ
১৪) পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয় কত সালে ?
উত্তর. ১৯৮৯ সালে
১৫) এন্থেরা আসমা থেকে সংগৃহীত রেশম এর নাম কি ?
উত্তর. মুগা
১৬) বাঁকুড়ার মৃত্তিকা কি ধরনের ?
উত্তর. ল্যাটেরাইট মৃত্তিকা
১৭) হিমালয় পর্বত কি ধরনের পর্বত ?
উত্তর. ভঙ্গিল পর্বত
১৮) ভারত কার সহযোগিতায় RISAT -2 স্যাটেলাইট তৈরি করেছে ?
উত্তর. ফ্রান্স
১৯) তুলা চাষের জন্য উপযুক্ত মাটির নাম কি ?
উত্তর. রেগুর মৃত্তিকা
২০) ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
উত্তর. ভারত এবং চীন
২১) ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ?
উত্তর. আন্টার্টিকা
২২) ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?
উত্তর. দক্ষিণন্দামান এবং ক্ষুদ্র আন্দামান
২৩) ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?
উত্তর. অন্ধ্রপ্রদেশ
২৪) সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত কিসের মাধ্যমে ?
উত্তর. মাছ ধরে
২৫) লাদাখ অঞ্চলের কোন হিমালিয় শহরে মেঘ ফেটে আকাশমিক বন্যা ও বৃষ্টি হয় ?
উত্তর. লে
২৬) ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কিসের উদ্দেশ্যে ?
উত্তর. হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য
২৭) কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রূঢ় বলা হয় ?
উত্তর. দুর্গাপুর
২৮) পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্ত কোন রাজ্য ও দেশ অবস্থিত ?
উত্তর. আসাম ও বাংলাদেশ
২৯) হলদিয়া কিসের জন্য বিখ্যাত ?
উত্তর. পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র
৩০) কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব –
উত্তর. নিরক্ষরেখা সাপেক্ষ
৩১) ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস কি ?
উত্তর. কূপ এবং নলকূপ
৩২) পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতে পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত ?
উত্তর. তরাই ও ডুয়ার্স
৩৩) পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটি ?
উত্তর. দার্জিলিং
৩৪) নিরক্ষরেখার মান কত?
উত্তর. শূন্য ডিগ্রী
৩৫) কোথায় পৃথিবীর গতিবেগ সবচেয়ে বেশি?
উত্তর. নিরক্ষরেখায়
৩৬) গ্রীনিচ সময় যন্ত্রের নাম কী?
উত্তর. ক্রনোমিটার।
৩৭) অক্ষাংশ কাকে বলে?
উত্তর. ভূ-পৃষ্ঠের কোনো জায়গা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সোজা রেখা বা ব্যাসার্ধ টানলে ঐ রেখা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ তৈরি করে সেই কোণই হল সেই জায়গার অক্ষাংশ।
৩৮) প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত?
উত্তর. ৩৬০ ডিগ্রী
৩৯) কর্কটক্রান্তি রেখা কী?
উত্তর. নিরক্ষরেখার উত্তরে সাড়ে ২৩ ডিগ্রী কৌণিক দুরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাকে কর্কটক্রান্তি রেখা বলে।
৪০) উত্তরগোলার্ধে কোন দিনটি কর্কটসংক্রান্তি?
উত্তর. ২১ শে জুন
৪১) ভারতের বিখ্যাত মহানগরী কোনটি ?
উত্তর. মুম্বাই
৪২) আফ্রিকার হর্ন / শিং কোন দেশকে বলা হয় ?
উত্তর. সোমালিয়া
৪৩) পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি ?
উত্তর. হাওয়াই দ্বীপের মৌনালোয়া
৪৪) ভারতের কোন মশলার দাম সবচেয়ে বেশি ?
উত্তর. জাফরান
৪৫) জাফরান ভারতের কোথায় পাওয়া যায় ?
উত্তর. (পামপুর ) কাশ্মীর
৪৬) বিশ্বের বৃহত্তম আম উৎপাদক দেশের নাম কি ?
উত্তর. ভারত
৪৭) ঝড়ের মেঘের আবহাওয়াবিদরা কি বলেন ?
উত্তর. কিউলোম্বাস
৪৮) বিশ্বের দক্ষিণতম শহর কোনটি ?
উত্তর. পুন্টা এরেনাস
৪৯) ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার ?
উত্তর. ৫৬৪ কিমি
৫০) ভারত থেকে ব্রহ্মদেশ কবে পৃথক হয় ?
উত্তর. ১৯৩৭ সালে
ডাউনলোড কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর
File Details:-
File Name:- Police Constable Practice Set
File Format:- PDF
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Download: Answer Key Click Here