কলকাতা পুলিশ সাজেশন প্রশ্ন উত্তর PDF – Kolkata Police Suggestion Questions Answers

Rate this post

কলকাতা পুলিশ সাজেশন প্রশ্ন উত্তর PDF – Kolkata Police Suggestion Questions Answers: আজ কলকাতা পুলিশ সাজেশন প্রশ্ন উত্তর PDF টি উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর। Kolkata Police Suggestion Questions Answers গুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

কলকাতা পুলিশ সাজেশন প্রশ্ন উত্তর PDF – Kolkata Police Suggestion Questions Answers

০১)  পিট, বিটুমিনাস, লীগনাইট, অ্যানথোসাইট কিসের প্রকারভেদ ?

উত্তর. কয়লা

০২) হোমলুর আন্দোলনের নেত্রীর নাম কি ?

উত্তর. অ্যানি বেসান্ত

০৩) ২০১৯ সালের কত তারিখে চন্দ্রযান – ২ উৎক্ষেপণ করা হয়েছিল ?

উত্তর. ২২ শে জুলাই 

০৪) লীগনাইট কি ?

উত্তর. কয়লা

০৫)  কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?

উত্তর. পাহাড়তলী ইউরোপিয় ক্লাব অভিযান

০৬) ভারতের মুক্তার শহর কাকে বলে ?

উত্তর. তুতিকোরিন

০৭) ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন হয় ?

উত্তর. ১৯৭২ সালে

০৮) কোন দুটি নদীর মিলিত প্রবাহ মেঘনা নদী নামে পরিচিত ?

উত্তর. গঙ্গা ও ব্রহ্মপুত্র

০৯) I Dare – এটি কার আত্মজীবনীমূলক বই ?

উত্তর. কিরণ বেদী

১০) পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির কি পরিবর্তন হয় ?

উত্তর. ওজন বাড়ে

১১) WTO এর পূর্ব নাম কি ছিল ?

উত্তর. GATT

১২) একটি ভারী ও একটি হালকা বস্তুর ভরবেগ সমান হলে, কোনটির গতিশক্তি সবথেকে বেশি হবে ?

উত্তর. হালকা বস্তু 

১৩) বিশ্ব বন্যপ্রাণী দিবস কোন দিন পালন করা হয় ?

উত্তর. ৩ রা মার্চ

১৪) প্রতিবছর কত তারিখে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় ?

উত্তর. ২৯ শে আগষ্ট

১৫) কেরালার উপকূল কি নামে পরিচিত ?

উত্তর. মালাবার উপকূল

১৬) ট্রপোস্ফিয়ারের উচ্চতা বেশি কোন অঞ্চলে ?

উত্তর. নিরক্ষীয় অঞ্চল

১৭) তাপমাত্রার বৃদ্ধিতে কোন গ্যাসের সান্দ্রতা কি হয় ?

উত্তর. বৃদ্ধি পায়

১৮) পশ্চিমবঙ্গে বোরো ধানের প্রাধান্য দেখা যায় কোন অঞ্চলে ?

উত্তর. রাঢ় অঞ্চল

১৯) বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন ?

উত্তর. অবনীন্দ্রনাথ ঠাকুর

২০) ঘূর্ণিঝড় নিঃসর্গ নামকরণ করেছে কোন দেশ ?

উত্তর. বাংলাদেশ

২১) তুঘলকনামা গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর. আমির খসরু

২২) কে সেন্ট্রাল ভিজিনান্স কমিশনার হিসাবে শপথ গ্রহণ করলেন ?

উত্তর. সুরেশ এন প্যাটেল

২৩) ডায়নামো কোন শক্তিতে রূপান্তরিত হয় ?

উত্তর. যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি

২৪) তামাপারা হ্রদ সম্প্রতি রামসার সাইডের মর্যাদা পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. উড়িষ্যা 

২৫)  ট্রপোস্ফিয়ারের উচ্চতা কম কোন অঞ্চলে ?

উত্তর. মেরু অঞ্চল

২৬) স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?

উত্তর. উদ্যানপালন ও মধু 

২৭) যে তাপ কোন পদার্থের তাপমাত্রার পরিবর্তন না করে কেবল অবস্থার পরিবর্তন করে, তাকে কি তাপ বলে ?

উত্তর. লীনতাপ

২৮)  কোন দেশকে বিশ্বের চিনির বাটি বলা হয় ?

উত্তর. কিউবা

২৯) পৃথিবীপৃষ্ঠে কতটা অংশ এই জীব বিরাজ করে ?

উত্তর. ট্রপোস্ফিয়ার

৩০) হাইকোর্টের একজন বিচারপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র জমা দিতে হবে ?

উত্তর.রাষ্ট্রপতি

৩১) নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার ?

উত্তর. দ্বিতীয়

৩২) Fortran  কি ?

উত্তর. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

৩৩) রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কত নম্বর ধারায় বর্ণিত আছে ?

উত্তর. ৬১ ধারা

৩৪) ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারতের জিএসটি লাগু হয় ?

উত্তর. ১০১ তম

৩৫) 2022 কমনওয়েলথ গেমস লং জাম্পে মুরালী শ্রীশঙ্কর কোন পদক জিতলেন ?

উত্তর. রুপো

৩৬)  আইসিসি ২০২১ সালের বর্ষসেরা মহিলা  ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন কে ?

উত্তর. স্মৃতি মন্দনা

৩৭)  ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে মর্যাদা পেয়েছে ধোলাভিরা , এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. গুজরাট

৩৮) ভারতের জিডিপিতে সব থেকে বেশি অংশ কোন ক্ষেত্রে থাকে ?

উত্তর. পরিষেবা ক্ষেত্র

৩৯) IFFCO এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে ?

উত্তর. দিলীপ সিনহানি

৪০) খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২১ হোস্ট করছে কে ?

উত্তর. বেঙ্গালুরু

৪১)  Twins Tower বিল্ডিং দুটি কত তারিখে ভেঙ্গে ফেলা হলো ?

উত্তর. ২৮শে আগস্ট ২০২২

৪২) মগধে চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী সম্রাট কে হয়েছিলেন ?

উত্তর. বিন্দুসার

৪৩) Unit Small Finance ব্যাংকের MD এবং CEO পদে কে নিযুক্ত হয়েছেন ?

উত্তর. ইন্দ্রজিৎ ক্যামেত্রা

৪৪) ভারতের প্রথম শ্রুদ্র রাজবংশ কি ছিল ?

উত্তর. নন্দ বংশ

৪৫) ২০২২ কমনওয়েলথ গেমসে বিজয় কুমার যাদব কোন পদক জিতেছেন ?

উত্তর. ব্রোঞ্জ

৪৬) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্প্রতি নতুন করে মোট কতগুলি জেলার নাম ঘোষনা করলেন ?

উত্তর. ৭ টি, যথা – সুন্দরবন, ইছামতি, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, কাঁথি, বহরমপুর

৪৭)  দিল্লী পুলিশের নতুন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন কে ?

উত্তর. সঞ্জয় অরোরা

৪৮) প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে ?

উত্তর. রাষ্ট্রপতি

৪৯) আন্তর্জাতিক দাবা ফেডারেশনের ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে ?

উত্তর. বিশ্বনাথ আনন্দ

৫০) কোন উদ্ভিদের ( এন্ডোস্পার্ম ) শস্য থেকে তেল পাওয়া যায় ?

উত্তর. নারকেল

Leave a Comment