কলকাতা পুলিশ সাজেশন – Kolkata Police Suggestion: আপনি কি Kolkata Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Gksolve.in আপনার জন্য নিয়ে এসেছে “কলকাতা পুলিশ সাজেশন সম্ভাব্য প্রশ্নোত্তর”। যা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Google News এ আমাদের ফলো করুন
কলকাতা পুলিশ সাজেশন – Kolkata Police Suggestion
১.ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?
উঃ ড: বি আর আম্বেদকর।
২. খসড়া কমিটি কবে গঠিত হয় ?
উঃ ১৯৪৭ সালের ২৯ শে আগস্ট।
৩. খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উঃ ড: বি আর আম্বেদকর।
৪. সংবিধান দিবস কবে পালিত হয় ?
উঃ ২৬ শে নভেম্বর।
৫. ভারতের সংবিধান কবে কার্যকরী হয় ?
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।
৬. ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয় ?
উঃ ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর।
৭. খসড়া কমিটির মোট কতগুলো অধিবেশন হয়েছিল ?
উঃ ১১ টি।
৮. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উঃ লর্ড ক্যানিং।
৯. ড: রাজেন্দ্র প্রসাদ কবে রাষ্ট্রপতি নির্বাচিত হন?
উঃ ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি।
১০. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ ওয়ারেন হেস্টিংস।
১১. ‘Father of communal Electrorate’– কাকে বলা হয় ?
উঃ লর্ড মিন্টোকে।
১২. গণপরিষদের প্রথম অধিবেশনে স্থায়ী সভাপতি কে ছিলেন ?
উঃ ড: রাজেন্দ্র প্রসাদ।
১৩. ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন ?
উঃ ১৯৪৬ সালের ২৪শে মার্চ ।
১৪. সংবিধান রচনার দায়িত্ত্ব কাকে দেওয়া হয় ?
উঃ Constituent Assembly.
১৫. পৃথিবীর সবচেয়ে বৃহৎ লিখিত সংবিধান–
উঃ ভারতীয় সংবিধান।
১৬. স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উঃ ড: রাজেন্দ্র প্রসাদ।
১৭. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার রচয়িতা কে?
উঃ জওহরলাল নেহরু।
১৮. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে ?
উঃ আমেরিকার সংবিধান থেকে ?
১৯. ভারতীয় সংবিধানের ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে ?
উঃ অস্ট্রেলিয়ার অনুকরণে।
২০. ভারতীয় সংবিধানের Preamble এর খসড়া কে তৈরি করেন ?
উঃ জওহরলাল নেহরু।
২১. কবে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে ?
উঃ ১৯৭৮ সালে (৪৪ তম সংশোধনী)।
২২. ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি প্রস্তাবনায় কবে যুক্ত হয় ?
উঃ ১৯৭৬ সালে (৪২ তম সংশোধনী)।
২৩. ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানের কোন ধারায় বলা রয়েছে ?
উঃ ২৫ নম্বর ধারা।
২৪. বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিনক।
২৫. পৃথিবীর সবচেয়ে বৃহৎ লিখিত সংবিধান কোনটি ?
উঃ ভারতীয় সংবিধান।
২৬. ভারতীয় সংবিধানের কোন ধারায় সমতার অধিকারের কথা বলা হয়েছে ?
উঃ ১৪-১৮ নম্বর ধারায়।
২৭. জাতীয় পতাকা ভারতীয় গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয় ?
উঃ ১৯৪৭ সালের (জুলাই)।
২৮. বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো তপশিল(schedule) রয়েছে ?
উঃ ১২ টি ।
২৯. গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উঃ ড: সচ্চিদানন্দ সিনহা।
৩০. মাদক ও ড্রাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে ?
উঃ ৪৭ নম্বর ধারায়।
৩১. ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি কোথা থেকে গ্রহণ করা হয়েছে ?
উঃ আয়ারল্যান্ড থেকে।
৩২. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি কে এনেছিলেন ?
উঃ শ্রীমতী ইন্দিরা গান্ধী।
৩৩. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উঃ রাশিয়ার সংবিধান থেকে।
৩৪. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য নূন্যতম বয়স কত হতে হবে ?
উঃ ৩৫ বছর।
৩৫. বিনা প্রতিদ্বন্দ্বিতায়/ প্রতিযোগিতায় কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন ?
উঃ নীলম সঞ্জীব রেড্ডি।
৩৬. সবচেয়ে বেশিদিন কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ?
উঃ ড: রাজেন্দ্র প্রসাদ ?
৩৭. ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ ড: জাকির হোসেন ।
৩৮. লোকসভার সভার কাজ কে পরিচালনা করেন ?
উঃ লোকসভার স্পিকার।
৩৯. অর্থবিল উত্থাপন ও প্রণয়নের পদ্ধতি সম্পর্কে সংবিধানের কোন ধারায় আলোচনা আছে ?
উঃ ১০৯ নম্বর ধারায়।
৪০. মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত কমিটি কবে গঠিত হয় ?
উঃ ১৯৯৭ সালে ?
৪১. পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কত ?
উঃ ৪২ টি ।
৪২. লোকসভার আসন সংখ্যা বেশি ভারতের কোন রাজ্যে ?
উঃ উত্তরপ্রদেশ ।
৪৩. সবচেয়ে বেশিবার প্রধানমন্ত্রী হয়েছেন কে ?
উঃ অটল বিহার বাজপায়ী ।
৪৪. ‘ভারতের স্থানীয় সরকারের জনক’ কাকে বলা হয় ?
উঃ লর্ড রিপন ।
৪৫. পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ভারতে কবে শুরু হয় ?
উঃ ১৯৫৯ সালে ।
৪৬. প্রথম সংবিধান সংশোধন কত সালে হয় ?
উঃ ১৯৫১ সালে ।
৪৭. নাগাল্যান্ড ১৬ তম রাজ্যের মর্যাদা পায় কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ?
উঃ ১২ তম সংশোধনী।
৪৮. ভোটাধিকারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয় কোন সংশোধনীর মাধ্যমে ?
উঃ ৬১ তম সংশোধনী।
৪৯. সংবিধানের হিন্দি সংস্করণ করা হয় কততম সংশোধনীর মাধ্যমে ?
উঃ ৫৮ তম সংশোধনী।
৫০. দিল্লিকে ‘National Capital Territory’- র মর্যাদা দেওয়া হয় কোন সংশোধনীতে ?
উঃ ৬৯ তম সংশোধনী।
ডাউনলোড কলকাতা পুলিশ সাজেশন
File Details:-
File Name:- Police Constable Practice Set
File Format:- PDF
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Download: Answer Key Click Here