ভারতের বিভিন্ন গবেষণাগার ও তার অবস্থান: পরীক্ষাগার বা গবেষণাগার একটি কর্ম স্থান, যেখানে বৈজ্ঞানিক গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা অথবা পরিমাপ কার্য সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়। ল্যাবরেটরিকে সংক্ষেপে ল্যাব বলা হয়। পরীক্ষাগার একটি নির্দিষ্ট জায়গা হিসেবে প্রয়োজনীয় যন্ত্রপাতি সহযোগে যথাযথ প্রক্রিয়া ও নির্দেশনাবলী অনুসরণে কার্য সম্পাদন করা হয়।
ভারতের বিভিন্ন গবেষণাগার ও তার অবস্থান
নং | গবেষণাগার | স্থান |
---|---|---|
১ | অরণ্য | দেরাদুন (উত্তরাখণ্ড) |
২ | আখ | কানপুর (উত্তরপ্রদেশ) |
৩ | আলু | সিমলা (হিমাচল প্রদেশ) |
৪ | উপগ্রহ | পুণে (মহারাষ্ট্র) |
৫ | ওষুধ | লক্ষনউ (উত্তরপ্রদেশ) |
৬ | কফি | চিকমাঙ্গলুর (কর্ণাটক) |
৭ | কৃষি | দিল্লী |
৮ | কেন্দ্রীয় ঋণ | কটক |
৯ | খনি | ধানবাদ (ঝাড়খণ্ড) |
১০ | গম | পুষা (দিল্লী) |
১১ | চা | জোরহাট (আসাম) |
১২ | চামড়া | চেন্নাই (তামিলনাড়ু) |
১৩ | ছাগল | মথুরা (উত্তরপ্রদেশ) |
১৪ | জাতীয় এইডস | পুণে (মহারাষ্ট্র) |
১৫ | টেলিভিশন | দিল্লী |
১৬ | তামাক | রাজমুন্দ্রি (অন্ধ্রপ্রদেশ) |
১৭ | দুধ | কার্নাল (হরিয়ানা) |
১৮ | ধান | কটক (উড়িষ্যা) |
১৯ | নদী | হরিণঘাটা (পশ্চিমবঙ্গ) |
২০ | পাট | ব্যারাকপুর (পশ্চিমবঙ্গ) |
২১ | পারমাণবিক | ট্রম্বে (মুম্বাই) |
২২ | প্লোট্রিচাষ | বেঙ্গালুরু |
২৩ | বিল্ডিং | রূঢ়কি (উত্তরাখণ্ড) |
২৪ | বোটানিক্যাল গার্ডেন | হাওড়া (পশ্চিমবঙ্গ) |
২৫ | মশলা | কালিকট (কেরালা) |
২৬ | মাটি | যোধপুর (রাজস্থান) |
২৭ | রাবার | কোট্টায়ম (কেরালা) |
২৮ | রাসায়নিক ও উর্বরতা | মুম্বাই |
২৯ | রেশম | মাইশোর (কর্ণাটক) |
৩০ | সুতো | মুম্বাই |