লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর – Lady Constable Question Answers: আপনি কি WB Lady Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Gksolve.in আপনার জন্য নিয়ে এসেছে “পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর”। যা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Google News এ আমাদের ফলো করুন
লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর – Lady Constable Question Answers
১. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়?
উত্তর- ১১ জুলাই।
২. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?
উত্তর- ১৫৭৬ সালে।
৩. পূর্ব ও মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর- হাজীপুর।
৪. ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?
উত্তর- ইন্দিরা গান্ধীর খাল।
৫. পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কোন বিভাগ দেয়?
উত্তর- জাতীয় উন্নয়ন পরিষদ।
৬. নীল নদের উৎস কোথা থেকে?
উত্তর- ভিক্টোরিয়া হ্রদ।
৭. রসায়ন বিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তর- রবার্ট বয়েল।
৮. পন্ডিত লাচু মহারাজ কিসের সঙ্গে যুক্ত?
উত্তর- তবলা।
৯. ২০১৯ সালের ইরানি কাপ কে জিতল?
উত্তর- বিদর্ভ।
১০. কোন্ প্রাণী মুখ দ্বারা মল ত্যাগ করে ?
উত্তর- বাদুড়।
১১. কড়ি দিয়ে কিনলাম ’ উপন্যাসটির লেখক কে ?
উত্তর- বিমল মিত্র।
১২. মিলান শহরটি কোন দেশে অবস্থিত ?
উত্তর- ইতালি।
১৩. আলােক তরঙ্গ কি ধরনের তরঙ্গ ?
উত্তর- তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
১৪. মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারের ফন্ড দুটি কি দ্বারা যুক্ত থাকে?
উত্তর- করপাস কলােসাম।
১৫. আয়ােডিনের অভাবে মানব শরীরে কোন্ ব্যাধি হয়?
উত্তর- গলগন্ড।
১৬. ন্যাশানাল ইনস্টিটিউট অব নিউট্রিশন ’ কোথায় অবস্থিত ?
উত্তর- হায়দরাবাদে।
১৭. মানুষের বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে যে পেশীটি থাকে তার নাম কি ?
উত্তর- ডায়াফ্রাম।
১৮. বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়?
উত্তর- ২৪ অক্টোবর।
১৯. রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর- ফুটবল।
২০. কৃষ্ণা নদীর উপনদী গুলির নাম কি?
উত্তর- বীমা, কয়লা ও ঘাটপ্রভা।
২১. সর্দার সরোবর প্রকল্প অন্যটির উপর তৈরি?
উত্তর- নর্মদা।
২২. যদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়?
উত্তর- ইউরেনিয়াম।
২৩. সূর্যের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে?
উত্তর- হাইড্রোজেন।
২৪. মনসবদারী প্রথা ভারতের কে চালু করেন?
উত্তর- আকবর।
২৫. “Six machine: I don’t like cricket.. I love it” এটি কোন বিখ্যাত ক্রিকেটারের জীবনির নাম?
উত্তর- ক্রিস গেইল।
২৬. তামিলনাড়ুর নতুন রাজ্যপাল এখন কে?
উত্তর- বানয়ারি লাল পুরোহিত।
২৭. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর- সরযু।
২৮. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উত্তর- ওয়াশিংটন, আমেরিকা।
২৯. ভারতের কোন শহরকে আরব সাগরের রানী বলা হয়?
উত্তর- কোচি।
৩০. বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কে করেছিল?
উত্তর- অশ্বঘোষ।
৩১. “সংগ্রামী জীবন সংগ্রাম হীনতা মৃত্যু” কার উক্তি?
উত্তর- স্বামী বিবেকানন্দ।
৩২. চাণক্য সেন কার ছদ্মনাম?
উত্তর- ভবানী সেনগুপ্ত।
৩৩. শিলাদিত্য উপাধি কোন রাজা নেন?
উত্তর- হর্ষবর্ধন।
৩৪. লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়?
উত্তর- অস্থিমজ্জা।
৩৫. কোন কারখানায় কাজ করার ন্যূনতম বয়স কত?
উত্তর- ১৪ বছর।
৩৬. অতীতে কামরূপ কোন রাজ্যের নাম ছিল?
উত্তর- আসাম।
৩৭. রোহান বোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর- টেনিস।
৩৮. খরিফ ফসলের উদাহরণ দাও?
উত্তর- ভুট্টা।
৩৯. বাস্তুতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর- ট্যান সেল।
৪০. ভারতের আইনস্টাইন কাকে বলা হয়?
উত্তর- সত্যেন্দ্রনাথ বস।
৪১. ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের থেকে গৃহীত?
উত্তর- আমেরিকা।
৪২. রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন?
উত্তর- উইলিয়াম হার্ভে।
৪৩. বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তর- ভিটামিন B1
৪৪. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর- সতীশ চন্দ্র মুখোপাধ্যায়।
৪৫. তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
উত্তর- বেকারেল।
৪৬. বাতাসের আপেক্ষিক আদ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তর- হাইগ্রো মিটার।
৪৭. পেরু কোন মহাদেশ অবস্থিত?
উত্তর- উত্তর আমেরিকা।
৪৮. মানুষের দেহে ক্রোমোজোম কি থাকে?
উত্তর- প্রোটিন ও DNA।
৪৯. বাযু কি?
উত্তর- একপ্রকার মিশ্রণ।
৫০. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কত সালে গঠিত হয়?
উত্তর- ১৯২০ সালে।
জেনারেল নলেজ প্রশ্ন উত্তর ২০২৩
৫১. মোহালি স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত?
উত্তর- পাঞ্জাব।
৫২. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর- আত্মারাম পান্ডু রঙ্গ।
৫৩. নিব লিক শব্দটির কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে?
উত্তর- গল্ফ।
৫৪. সংবিধানের কোন ধারায় ভোট দানের অধিকার রয়েছে?
উত্তর- ৩২৬ ধারা।
৫৫. স্বত্ববিলোপ নীতি কে প্রত্যাবর্তন করেন?
উত্তর- লর্ড ডালহৌসি।
৫৬. মায়ানমারের মুদ্রার নাম কি?
উত্তর- কিয়াত।
৫৭. সানিয়া নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর- ব্যাডমিন্টন।
৫৮. লেবুতে কোন অ্যাসিড থাকে?
উত্তর- সাইট্রিক অ্যাসিড।
৫৯. বােলতা ও পিপড়ে কামড়ালে উহারা মানুষের দেহে কোন্ অ্যাসিড প্রবেশ করায় ?
উত্তর- ফরমিক অ্যাসিড ।
৬০. সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা ?
উত্তর- নাগরিক সভ্যতা।
৬১. সূর্যের আলােক রশ্মিতে কি কণা থাকে ?
উত্তর- ফোটন।
৬২. লন্ডন শহরটি কোন্ নদীর তীরে অবস্থিত ?
উত্তর- টেম।
৬৩. পেয়ারা ফলের ত্বকে কোন্ কোষ থাকে ?
উত্তর- স্কেলেরাইড।
৬৪. একটি কঠিন যােগকলার উদাহরণ কি ?
উত্তর- অস্থি।
৬৫. মেঘে ঢাকা তারা ‘ ছবিটি কে পরিচালনা করেন ?
উত্তর- ঋত্ত্বিক ঘটক।
৬৬. বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি ?
উত্তর- র্যাফ্রেসিয়া।
৬৭. পথের পাঁচালী ‘ চলচ্চিত্রটি কত খ্রীস্টাব্দে মুক্তিপ্রাপ্ত হয় ?
উত্তর- ১৯৫৫ খ্রঃ।
৬৮. সালােকসংশ্লেষের আলােকদশা কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর- গ্রনা অংশে।
৬৯. ইউনাইটেড নেশন ’ কত খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর- ১৯৪৫ খ্রীঃ।
৭০. নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি ?
উত্তর- ওয়েলিংট ।
৭১. চুলের রং কালাে হয় কোন্ পদার্থের উপস্থিতিতে ?
উত্তর- কেরােটিন এর জন্য।
৭২. খানুয়ার যুদ্ধ কত খ্রীস্টাব্দে অনুষ্ঠিত হয় ?
উত্তর- ১৫২৭ খ্রঃ।
৭৩. তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার নিকট পরাজিত হয় ?
উত্তর- মহম্মদ ঘুরী।
৭৪. বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে কত গুন বড়?
উত্তর- ১০ গুণ।
৭৫. বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটি?
উত্তর- ক্যাম্পিয়ন হ্রদ।
৭৬. ভারতের জাতীয় শিশু কন্যা দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর- ২৪ জানুয়ারি।
৭৭. ভোগালী বিহু উৎসব কোথায় পালিত হয়?
উত্তর- আসাম।
৭৮. বিপ্লব দেব ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
উত্তর- ত্রিপুরা।
৭৯. উট উৎসব রাজস্থানের কোন শহরে পালিত হয়?
উত্তর- বিকানির।
৮০. ভারতের ২০০০ টাকার নোটের নিচে কিসের ছবি আছে?
উত্তর- মঙ্গলযান।
৮১. “Inperfect” কার আত্মজীবনী?
উত্তর- সঞ্জয় মনজয়কর।
৮২. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি?
উত্তর- শিউলি ফুল।
৮৩. জ্ঞানী শংকর কে ছিলেন?
উত্তর- তামিল লেখক।
৮৪. বৃদ্ধদেব দাশগুপ্ত কোন বাদ্যযন্ত্র বাজান?
উত্তর- সরোদ।
৮৫. ভারতের সেনাবাহিনী দিবস কবে পালিত হয়?
উত্তর- ১৫ জানুয়ারি।
৮৬. “সিগফ্রেন্ড” লাইন কোন দুটি দেশের মধ্যে আছে?
উত্তর- জার্মান ও ফ্রান্স।
৮৭. জাতীয় যুব দিবস কার জন্মদিনে পালিত হয়?
উত্তর- স্বামী বিবেকানন্দ।
৮৮. লোকসভার সেক্রেটারি জেনারেল কে?
উত্তর- স্নেহলতা শ্রীবাস্তব।
৮৯. “Jog” জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
উত্তর- কেরালা।
৯০. আসিয়ান এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর- জাকার্তা।
৯১. কোন ভিটামিনের নাম সায়ানাকোবালামিন?
উত্তর- ভিটামিন B12।
৯২. অনিল খান্না কোন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন?
উত্তর- ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।
৯৩. মাজুলী দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর- অসম।
৯৪. কুরুক্ষেত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর- হরিয়ানা।
৯৫. সবজিওয়ালা দেবী কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর- বক্সিং।
৯৬. সিপাহী জেলা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তর- অসম।
৯৭. কোয়ারজের উপাদান কি?
উত্তর- সিলিকন ডাই অক্সাইড।
৯৮. মিনান্ডার কে ছিলেন?
উত্তর- ইন্দ গ্রিক।
৯৯. ব্লাইড আসানিন গ্রন্থটি কার লেখা?
উত্তর- অ্যাট উড।
১০০. কনিষ্ককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন?
উত্তর- অশ্ব ঘোষ।
জেনারেল নলেজ , সাধারণ জ্ঞান
১০১. সূর্য মন্দির কোথায় অবস্থিত?
উত্তর- কোণার্ক।
১০২. ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তর- ইংল্যান্ড।
১০৩. ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়?
উত্তর- ইংল্যান্ড।
১০৪. কর্কট সংক্রান্তি কত তারিখে পালন করা হয়?
উত্তর- ২১ জুন।
১০৫. হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা?
উত্তর- ডক্টর এস রাধাকৃষ্ণন।
১০৬. 3D দেখার চশমাতে ব্যবহৃত হয়?
উত্তর- পোলারয়েড।
১০৭. দারুচিনি দ্বীপ কাকে বলা হয়?
উত্তর- শ্রীলংকা।
১০৮. কোন দিনটিতে পলাশীর যুদ্ধের সূচনা হয়েছিল বলে জানা যায় ?
উত্তর- 1757 সালে
১০৯. কোন অনুপযুক্ত কাজের ফলে মানুষের মধ্যে ‘মাইক্সেডিমা’ অবস্থা হয়?
উত্তর- থাইরয়েড গ্রন্থি।
১১০. জলপাই ও আঙ্গুর উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?
উত্তর- ইতালি।
১১১. 1610 সালে গ্যালিলিও গ্যালিলি কোন গ্রহের চারটি চাঁদ আবিষ্কার করেন?
উত্তর- বৃহস্পতি।
১১২. কোন আইনি শব্দ সম্পত্তি বন্ধক নির্দেশ করে?
উত্তর- বন্ধক।
১১৩. বৈদিক সমাজে একদল পরিবারকে বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হত?
উত্তর- গ্রামা।
১১৪. সেন্ট ফ্রান্সিসের জন্মস্থান উমব্রিয়ার কোন শহর ছিল?
উত্তর- আসিসি।
১১৫. লাটভিয়ার এই রাজধানী কখনও কখনও “বাল্টিকের প্যারিস” নামে পরিচিত।
উত্তর- রিগা।
১১৬. কোনটি পারমাণবিক চুল্লিতে ‘একটি মডারেটর’ হিসাবে ব্যবহৃত হয়?
উত্তর- গ্রাফাইট।
১১৭. ভিটামিন K এর রাসায়নিক নাম কি
উত্তর- ফাইলোকুইন
১১৮. কোন দেশ সরাসরি ইরাকের পূর্বে অবস্থিত?
উত্তর- ইরান।
১১৯. কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
উত্তর- সিটা
১২০. টাইপসেটিংগুলি কী কী যা শুধুমাত্র পাঠ্য তৈরি করে?
উত্তর- হট-মেটাল টাইপসেটিং এবং ফটোটাইপসেটিং।
১২১. শচীন টেন্ডুলকার কোন দেশের বিপক্ষে তার 100 তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন?
উত্তর- বাংলাদেশ।
১২২. কোন পূর্ব আফ্রিকান ভাষা আফ্রিকান এবং আরব ব্যবসায়ীদের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে বিকশিত হয়েছিল?
উত্তর- সোয়াহিলি।
১২৩. মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কত সালে ?
উত্তর- 1948 সালে
১২৪. ২০১৮ সালে ক্যালকাটা ফুটবল লিগে (CFL) কোন ক্লাব চ্যাম্পিয়ন হয়?
উত্তর- মোহনবাগান।
১২৫. নিম্নলিখিত কোন খেলোয়াড়ের ডাকনাম “পাহাড়ী বিছে”?
উত্তর- বাইচুং ভুটিয়া।
১২৬. মার্গারেট নোবেল নিম্নলিখিত কার আসল নাম?
উত্তর- সিস্টার নিবেদিতা।
১২৭. কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তর- পূর্ব মেদিনীপুর।
১২৮. বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ আছে?
উত্তর- ৫ টি।
১২৯. সতীদাহ প্রথা কার আমলে নিষিদ্ধ হয়েছিল?
উত্তর- লর্ড উইলিয়াম বেন্টিং।
১৩০. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লী স্থানান্তরিত হয় কবে?
উত্তর- ১৯১১ সালে।
১৩১. নিম্নলিখিত কাকে রাষ্ট্রগুরু বলে অভিহিত করা হয়?
উত্তর- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৩২. ভারতের 1নং জাতীয় জলপথ কোথা থেকে কোথা পর্যন্ত আছে ?
উত্তর- এলাহাবাদ থেকে হলদিয়া।
১৩৩. কোন রাজধানী শহরের উচ্চতা সবচেয়ে বেশি?
উত্তর- কুইটো, ইকুয়েডর।
১৩৪. আলফা-কেরাটিন কোন জিনিসে প্রোটিন থাকে?
উত্তর- উল।
ডাউনলোড লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর
File Details:-
File Name:- Police Constable Practice Set
File Format:- PDF
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Download: Answer Key Click Here