বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্য PDF – বিভিন্ন শস্য উৎপাদনে প্রথম রাজ্য PDF: আজ বিভিন্ন শস্য উৎপাদনে প্রথম রাজ্য PDF টি প্রদান করছি, যেটিতে ভারতের বৃহত্তম শস্য বা ফসল উৎপাদক রাজ্যের নামের তালিকা দেওয়া হয়েছে, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী। কারেন্ট অ্যাফেয়ার্স এবং ভুগোলের অংশ হিসাবে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ধান উৎপাদনে প্রথম রাজ্যের নাম কী? আখ উৎপাদনে শীর্ষ রাজ্য কোনটি? ইত্যাদি।
Q. ধান কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় ?
উত্তর: ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় পশ্চিমবঙ্গে
Q. তুলা কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় ?
উত্তর: ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় গুজরাটে।
Q. চা তৈরিতে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে ?
উত্তর: চা তৈরিতে আসাম ভারতে প্রথম স্থান অধিকার করেছে।
Q. নারকেল কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় ?
উত্তর: ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় তামিলনাড়ুতে।
বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্য PDF – বিভিন্ন শস্য উৎপাদনে প্রথম রাজ্য PDF
শস্য | রাজ্য |
---|---|
খাদ্যশস্য | উত্তরপ্রদেশ |
ধান | পশ্চিমবঙ্গ |
গম ও আখ | উত্তরপ্রদেশ |
ভুট্টা | অন্ধপ্রদেশ |
সয়াবিন | মধ্যপ্রদেশ |
পাট | পশ্চিমবঙ্গ |
চিনি | মহারাষ্ট্র |
তুলা | গুজরাট |
আপেল | জম্মু ও কাশ্মীর |
কলা | তামিলনাড়ু |
আঙ্গুর | মহারাষ্ট্র |
আম | উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ |
নারকেল | তামিলনাড়ু |
কমলালেবু | পাঞ্জাব |
কাজুবাদাম | মহারাষ্ট্র |
আনারস | পশ্চিমবঙ্গ |
বেগুন | ওড়িশা |
চা | অসম |