বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্য PDF – বিভিন্ন শস্য উৎপাদনে প্রথম রাজ্য

Rate this post

বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্য PDF – বিভিন্ন শস্য উৎপাদনে প্রথম রাজ্য PDF: আজ বিভিন্ন শস্য উৎপাদনে প্রথম রাজ্য PDF টি প্রদান করছি, যেটিতে ভারতের বৃহত্তম শস্য বা ফসল উৎপাদক রাজ্যের নামের তালিকা দেওয়া হয়েছে, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী। কারেন্ট অ্যাফেয়ার্স এবং ভুগোলের অংশ হিসাবে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ধান উৎপাদনে প্রথম রাজ্যের নাম কী? আখ উৎপাদনে শীর্ষ রাজ্য কোনটি? ইত্যাদি।

Q. ধান কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় ?

উত্তর: ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় পশ্চিমবঙ্গে

Q. তুলা কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় ?

উত্তর: ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় গুজরাটে।

Q. চা তৈরিতে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে ?

উত্তর: চা তৈরিতে আসাম ভারতে প্রথম স্থান অধিকার করেছে।

Q. নারকেল কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় ?

উত্তর: ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় তামিলনাড়ুতে।

বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্য PDF – বিভিন্ন শস্য উৎপাদনে প্রথম রাজ্য PDF

শস্যরাজ্য
খাদ্যশস্যউত্তরপ্রদেশ
ধানপশ্চিমবঙ্গ
গম ও আখউত্তরপ্রদেশ
ভুট্টাঅন্ধপ্রদেশ
সয়াবিনমধ্যপ্রদেশ
পাটপশ্চিমবঙ্গ
চিনিমহারাষ্ট্র
তুলাগুজরাট
আপেলজম্মু ও কাশ্মীর
কলাতামিলনাড়ু
আঙ্গুরমহারাষ্ট্র
আমউত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ
নারকেলতামিলনাড়ু
কমলালেবুপাঞ্জাব
কাজুবাদামমহারাষ্ট্র
আনারসপশ্চিমবঙ্গ
বেগুনওড়িশা
চাঅসম

Leave a Comment