কারেন্ট অ্যাফেয়ার্স 11th আগস্ট 2023 | Latest Current Affairs 11th August 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 11th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Latest Current Affairs 11th August 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 11th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Latest Current Affairs 11th August 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 11th আগস্ট 2023 | Latest Current Affairs 11th August 2023

1. Internet Resilience এর জন্য সাউথ এশিয়া রিজিয়নে ভারত ষষ্ঠ স্থান অধিকার করল।

2. ইউএস মিসাইল এর জন্য টেস্টিং গ্রাউন্ড হতে চলেছে অস্ট্রেলিয়া।

3. GSAT-24 কমিশন করার জন্য নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এবং Tata Play জোটবদ্ধ হল।

4. সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস (CBIC) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সঞ্জয় কুমার আগারওয়াল।

5. নেপালের লুম্বিনীতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর বুদ্ধিস্ট কালচার এন্ড হেরিটেজ নির্মাণের কাজ শুরু হল।

6. প্রতিবছর 10 ই আগস্ট বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড বায়োফুয়েল দিবস পালন করা হয়।

7. রাশিয়া তাদের প্রথম লুনার ল্যান্ডিং স্পেসক্রাফট Luna-25 লঞ্চ করলো।

8. কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন সম্প্রতি এশিয়ার বেস্ট ব্র্যান্ড এমপ্লয়ার আওয়ার্ড 2023 জিতলো।

9. ভারতের দুটি নৌ-জাহাজ INS Visakhapartnam এবং INS Trikand দ্বিপাক্ষিক অনুশীলনে অংশগ্রহণের জন্য দুবাইতে পৌঁছাল।

10. প্রখ্যাত লেখক Hari Narke 70 বছর বয়সে প্রয়াত হলেন।

আরও পড়ুন:

Leave a Comment