Latest Current Affairs 2023 18th January – 18th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

Latest Current Affairs 2023 18th January: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Daily Current Affairs in Bengali 2023 (18th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Latest Current Affairs 2023 18th January – 18th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. সম্প্রতি কর্ণাটকের হুবলি তে “26th National Youth Festival” -এর উদ্বোধন করা হয়েছে।

2. সম্প্রতি থিরু এস. নাদেশান “Pravasi Bharatiya Samman Award 2023” পুরষ্কারে সম্মানিত হলেন।

3. মেঘালয় রাজ্য সম্প্রতি ‘shared school bus system’ এবং কৃষি প্রতিক্রিয়া যানবাহন প্রকল্প চালু করেছে।

4. সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (World Economic Forum) ‘গ্লোবাল রিস্কস রিপোর্ট 2023’ প্রকাশ করেছে।

5. সম্প্রতি “বরুণ 2023” নামক নৌ মহড়া ভারত ও ফ্রান্স এর মধ্য়ে অনুষ্ঠিত হলো।

6. সম্প্রতি সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শুরু হয়েছে।

7. বিশ্বের সবচেয়ে বড় হকি স্টিক তৈরি করেছেন ওড়িশার সুদর্শন পট্টনায়েক।

8. সম্প্রতি প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স 2023’ -এর শীর্ষে আছে জাপান।

9. সম্প্রতি A C Charaniya নাসার প্রধান প্রযুক্তিবিদ হিসেবে নিযুক্ত হলেন।

10. 2023 সালে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতা জিতলেন আর’বনি গ্যাব্রিয়েল।

আরও পড়ুন:

Leave a Comment