পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস – পৃথিবীর অভ্যন্তরের গঠন ও স্তর: পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন বিন্যাস সম্পর্কে আমাদের ধারণা অনেক টাই কম। কারণ ৬৪০০ কিলোমিটার পরিধি বিশিষ্ট পৃথিবীর ভূ-অভ্যন্তরে কি রয়েছে, কি অবস্থায় আছে, কি কি পদার্থ দ্বারা গঠিত, গভীরতাই বা কত সে সম্পর্কে উপর থেকে অনুমান করা সম্ভব নয় এবং মানুষের পক্ষেও কৃত্রিম ভাবে অনেক গভীরতা পর্যন্ত তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। ভূবিজ্ঞানীরা প্রত্যক্ষ পর্যবেক্ষনের দ্বারা কেবলমাত্র পৃথিবীর উপরি ভাগের মাত্র কয়েক কিমি গভীরতা পর্যন্ত তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
যে সব উৎস গুলি থেকে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে ধারণা পাওয়া যায়, সে গুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা – পরোক্ষ উৎস ও পরোক্ষ উৎস
পরোক্ষ উৎস হল সেগুলি যেগুলো থেকে সরাসরি আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে না পারলেও সে উৎস গুলির বিশ্লেষণ আমাদের অভ্যন্তরের গঠন বিন্যাস সম্পর্কে অনুধাবন করতে সাহায্য করে। যেমন – উল্কা বা মহাজাগতিক বস্তু, পৃথিবীর মাধ্যাকর্ষন বল, পৃথিবীর চৌম্বকত্ব এবং ভূ-কম্পীয় তরঙ্গ।
প্রত্যক্ষ উৎস – যে সব উৎস থেকে আমরা সরাসরি পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে ধারণা পায়, সেগুলি কে প্রত্যক্ষ উৎস বলে। যেমন – ভূ-পৃষ্ঠীয় শিলা, খনিজ উত্তোলন, গভীর মহাসাগরীয় খনন ও অগ্ন্যুৎপাত।
যদিও প্রত্যক্ষ উৎস গুলির মধ্যে খনিজ উত্তোলন ও গভীর মহাসাগরীয় খনন থেকে আমরা ভূ-অভ্যন্তরের খুব সামান্য গভীরতা পর্যন্ত জানতে পারি। যেমন – পৃথিবীর সর্বাধিক গভীর খনি অঞ্চল মাত্র ৫ কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। আবার Ocean Drilling এর মাধ্যমে সবচেয়ে বেশি ১২ কিমি পর্যন্ত খনন করা সম্ভব হয়েছে।
বর্তমানে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে যা কিছু জানতে পেরেছি, তা মূলত পরোক্ষ উৎস ভূমিকম্প তরঙ্গের গতিপ্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে। প্রধানত দুই ধরণের ভূ-কম্পীয় তরঙ্গ রয়েছে যারা ভূ-অভ্যন্তরে উপস্থিত পদার্থের প্রকৃতি ও ঘনত্ব অনুসারে তাদের গতি ও দিকের পরিবর্তন করে থাকে, যেমন – P তরঙ্গ ও S তরঙ্গ। P তরঙ্গ ও S তরঙ্গ একই সঙ্গে সৃষ্টি হলেও P তরঙ্গ S তরঙ্গের অনেক পরে এসে সিসমোগ্রাফে এসে ধরা পরে, এর প্রধান কারণ হল ভূমিকম্প তরঙ্গ কঠিন ও তরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় তাদের গতিবেগের পরিবর্তন করে থাকে। যেমন P তরঙ্গ সকল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে বলে অনেক আগে সিসমোগ্রাফে ধরা পরে কিন্তু S তরঙ্গ তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না বলে অনেক পরে এসে সিসমোগ্রাফে এসে ধরা পরে।
তাই সারা পৃথিবীব্যাপী এই ভূকম্পীয় তরঙ্গের গতিপ্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর ভূ-অভ্যন্তরের গঠন বিন্যাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা পাওয়া যায়। এই ভূকম্পীয় তরঙ্গের গতিপ্রকৃতির ওপর ভিত্তি করে পৃথিবীর অভ্যন্তরকে তিনটি প্রধান স্তরে বিন্যাস করা হয়, যথা – ভূত্বক, গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল।
পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস গুলি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল
ভূত্বক – পৃথিবীর বহিঃভাগের শিলাময় কঠিন অংশ কে ভূত্বক বলে। ভূত্বক সাধারণত ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে।পৃথিবীর মোট ভরের মাত্র ১% দখল করে আছে ভূত্বক। ভূত্বকের গভীরতা ৫ কিমি থেকে ৭০ কিমি গভীরতা পর্যন্ত হয়ে থাকে। গড় গভীরতা হয় প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত। ভূগঠনকারী পদার্থের তারতম্যের ওপর ভিত্তিক করে ভূত্বক কে প্রধানত দুটি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে – মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বক।
মহাদেশীয় ভূত্বক – পৃথিবীর উপরিভাগের মহাদেশীয় অংশ নিয়ে গঠিত হয় মহাদেশীয় ভূত্বক। এই মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা ৪০ কিমি। তবে টেকটনিক দিক থেকে সচল গ্রস্ত উপত্যকা অঞ্চলে গভীরতা সবচেয়ে কম ২০ কিমি আবার ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ৮০ কিমি পর্যন্ত হতে পারে। মহাদেশীয় ভূত্বক প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত এবং এতে সিলিকা ও অ্যালুমিনিয়াম খনিজের প্রাধান্য থাকায় মহাদেশীয় ভূত্বক কে সিয়াল বলা হয়ে থাকে। মহাদেশীয় ভূত্বক বরাবর পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই ভূত্বকের ঘনত্ব হয় ২.৭ গ্রাম/ঘনসেমি।
মহাসাগরীয় ভূত্বক – মহাসাগরের তলদেশ দ্বারা যে ভূ-ত্বকীয় অংশ গঠিত হয়, তাকে মহাসাগরীয় ভূত্বক বলে। মহাসাগরীয় ভূত্বক ভূত্বক সাধারণত ভারী ও কালো রঙের ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই শিলায় সিলিকা ও ম্যাগনেসিয়ামের আধিক্য থাকায় মহাসাগরীয় ভূত্বক কে সিমা বলা হয়ে থাকে। মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা প্রায় ৭-১০ কিমি এবং ঘনত্ব প্রায় ৩ গ্রাম/ঘনসেমি হয়ে থাকে। এই ধরণের ভূত্বক বরাবর পৃথিবীর নবীনতম ভূত্বকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পৃথিবীর মোট ভূত্বকের প্রায় ৬০-৭০% দখন করে আছে এই মহাদেশীয় ভূত্বক।
মোহরোভেসিক বিযুক্তিরেখা – ১৯০৯ সালের ক্রোয়েসিয়া ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূকম্পীয় তরঙ্গের গতিপ্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে অ্যান্ড্রিজা মোহরোভেসিক ভূত্বক ও গুরুমন্ডলের মধ্যে যে বিযুক্তিরেখা আবিষ্কার করেন, তাকে মোহরোভেসিক বিযুক্তিরেখা।
কনরাড বিযুক্তি রেখা – ভূত্বকের সিমা স্তর ও সিয়াল স্তরের মধ্যে যে বিযুক্তিরেখা রয়েছে, তাকে কনরাড বিযুক্তি রেখা বলে। কারণ বিজ্ঞানী কনরাড ১৯২৫ সালে এই বিযুক্তিরেখা টি আবিষ্কার করেন।
গুরুমন্ডল – ভূত্বকের নিচের স্তরটি হল গুরুমন্ডল। গুরুমন্ডল পৃথিবীর অভ্যন্তরে ২৯০০ কিমি পর্যন্ত বিস্তৃত এবং মোট আয়তনের প্রায় ৮০% এই গুরুমন্ডলের অন্তর্গত। গুরুমন্ডলের উপরের অংশ থেকে যত নীচের দিকে যাওয়া যায় তাপমাত্রা ও ঘনত্ব ততই বাড়তে থাকে বলে, উপরের অংশ এবং নীচের অংশের পদার্থ গুলির মধ্যে প্রকৃতিগত পরিবর্তন দেখা যায়। গুরুমন্ডলের গড় ঘনত্ব প্রায় ৩.৩ গ্রাম/ঘনসেমি থেকে ৫.৫ গ্রাম/ঘনসেমি। গুরুমন্ডলের বেশির ভাগ অংশ মূলত কঠিন শিলা দ্বারা গঠিত এবং এখানে সিলিকা জাতীয় পেরিডোটাইট শিলা, যেমন – অলিভিন, পাইরক্সিন, গারনেট জাতীয় শিলা এবং খনিজ পদার্থ রূপে লোহা ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য রয়েছে।
গুরুমন্ডল কে সাধারণত তিনটি প্রধান ভাগে বিভক্ত করা যায় – ১] ঊর্ধ্ব গুরুমন্ডল – এই স্তরটি শিলামন্ডলের নিম্ন অংশ থেকে ৪১০ কিমি পর্যন্ত বিস্তৃত। ঊর্ধ্ব গুরুমন্ডলের সবচেয়ে উপরের অংশটি কঠিন, যা ভূত্বক কে সঙ্গে নিয়ে শিলামন্ডল গঠন করেছে এবং নিম্ন অংশ যা নরম সান্দ্র প্রকৃতির, যাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে। ঊর্ধ্ব গুরুমন্ডলের নিম্নাংশে তাপমাত্রার উপস্থিতি এই অংশে পরিচলন স্রোত সৃষ্টি হতে সাহায্য করে, যা পাতের সঞ্চালনে গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে।
২] পরিবর্তনশীল অঞ্চল – ঊর্ধ্ব গুরুমন্ডলের নিম্নে ৪১০ কিমি থেকে ৬৬০ কিমি পর্যন্ত অংশটি পরিবর্তনশীল অঞ্চল নামে পরিচিত। এখানে শিলা সমূহ কেলাসিত অবস্থায় রয়েছে ।
৩] নিম্ন গুরুমন্ডল – নিম্ন গুরুমণ্ডল ৬৬০ কিলোমিটার ২৯০০ কিমি পর্যন্ত বিস্তৃত। যা গুরুমণ্ডলের শেষ সীমা নির্দেশ করে। গুরুমণ্ডলের অন্যান্য অংশের তুলনায় এই অংশের উষ্ণতা ও ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যাধিক চাপের জন্য নিম্ন গুরুমণ্ডলের পদার্থ সমূহ কঠিন অবস্থায় রয়েছে।
নিম্নগুরুমণ্ডল ও কেন্দ্রমন্ডলের মিলন অঞ্চল D” স্তর নামে পরিচিত।
ম্যান্টেল প্লিউম বা সুপার প্লিউম যার ওপর পৃথিবীর হটস্পট গুলি অবস্থিত থাকে, তা নিম্ন গুরুমন্ডলের এই D” স্তর থেকে সৃষ্ট হয়ে থাকে। যেমন – প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ এই রকমই সুপার প্লিউমের ওপর অবস্থিত। বিজ্ঞানীরা দুটি সুপার প্লিউমের সন্ধান পেয়েছেন।
শিলামন্ডল – ভূত্বকের মতো গুরুমন্ডলের উপরের সামান্য পরিমান অংশ শীতল ও কঠিন প্রকৃতির হয়। তাই গুরুমন্ডলের উপরের এই কঠিন অংশ ও ভূত্বক কে একত্রে শিলামন্ডল বলে । শিলামন্ডলের গভীরতা ১০০ কিমি পর্যন্ত হয়ে থাকে। শিলামণ্ডল গুলি একত্রিত অবস্থায় না থেকে খন্ডিত অবস্থায় অবস্থান করে, যা পাত বা প্লেটের সৃষ্টি করে।
অ্যাস্থেনোস্ফিয়ার – শিলামন্ডলের নিচে অংশ থেকে ৩৫০ কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত গুরুমন্ডলের যে অংশে তাপমাত্রা অনেক বেশি এবং পদার্থ গুলি প্লাস্টিকের মতো তরল স্থিতিস্থাপক অবস্থায় রয়েছে, তাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে। এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর শিলামন্ডলীয় অংশ গুলি ভাসমান অবস্থায় রয়েছে।
৬৬০ কিলোমিটার গভীরতা বরাবর অবস্থিত রেপিত্তি বিযুক্তিরেখা গুরুমন্ডলের অন্তর্গত পরিবর্তনশীল অঞ্চল ও নিম্ন গুরুমন্ডলকে পৃথক করেছে।
গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তিরেখা।
কেন্দ্রমন্ডল – পৃথিবীর সর্বনিম্ন স্তরটি হল কেন্দ্রমন্ডল। কেন্দ্রমন্ডলের পরিধি প্রায় ৩৩৬০ কিমি এবং এটি মূলত লোহা ও নিকেল দ্বারা গঠিত। তাই কেন্দ্রমন্ডল কে নিফে বলা হয়। কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায় ৬৯০০ ডিগ্রি সেলসিয়াস এবং ঘনত্ব প্রায় ১০ থেকে ১৩ গ্রাম/ঘনসেমি।
বহিঃকেন্দ্রমন্ডল – গুরুমন্ডলের নিম্নস্তর থেকে ২৪০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত কেন্দ্রমণ্ডলের যে অংশটি তরল অবস্থায় রয়েছে, তাকে বহিঃস্থ কেন্দ্রমন্ডল বলে। পৃথিবীর চৌম্বকত্ব এই বহিঃকেন্দ্রমন্ডলেই সৃষ্টি হয়েছে।
অন্তঃকেন্দ্রমন্ডল – বহিঃস্থ কেন্দ্রমন্ডলের নীচের অংশটি অন্তঃকেন্দ্রমন্ডল নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে এই অংশটি কঠিন অবস্থায় রয়েছে কারণ প্রবল চাপের উপস্থিতির জন্য এই স্তরের পদার্থ গুলির গলনাঙ্ক উপস্থিত তাপমাত্রার থেকে অনেক বেড়ে গেছে, তাই প্রচণ্ড উষ্ণতা থাকা সত্ত্বেও এই অংশটি কঠিন অবস্থায় আছে।
৫১০০ কিলোমিটার গভীরতা অবস্থিত বহিঃকেন্দ্রমন্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের সংযোগস্থল লেহম্যান বিযুক্তিরেখা নামে পরিচিত।