বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের অবস্থান PDF – বায়ুমণ্ডলের স্তরবিন্যাস – Layers of the Atmosphere

Rate this post

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের অবস্থান PDF – বায়ুমণ্ডলের স্তরবিন্যাস – Layers of the Atmosphere: সাধারণত বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ু চাপ এবং ঘনত্ব হ্রাস পায়। কিন্তু, তাপমাত্রার সঙ্গে উচ্চতায় আরো জটিল সমীকরণ আছে এবং কিছু অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থির বা এমনকি বৃদ্ধি পেতে পারে উচ্চতা বাড়ার সাথে সাথে।তাপমাত্রা ও উচ্চতার সাধারণ পরিলেখ ধ্রুবক এবং বেলুন সাউন্ডিং দ্বারা চেনা যায়। তাপমাত্রার এই আচরণ দ্বারা বায়ুমন্ডলীয় স্তর মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়।এই ভাবে, পৃথিবীর বায়ুমণ্ডল পাঁচটি প্রধান স্তরে (একে বায়ুমণ্ডলীয় স্তরবিন্যাস বলা হয়) ভাগ করা যায়।

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের অবস্থান PDF – বায়ুমণ্ডলের স্তরবিন্যাস – Layers of the Atmosphere

০১) ট্রপোস্ফিয়ার : পৃথিবীর ঠিক উপরিতল থেকে প্রায় ১৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত। যতই উঁচুতে ওঠা যায়, এই স্তরের বায়ুর তাপমাত্রা ততোই হ্রাস পায়। (প্রতি কিমি তে ৬.৪⁰C ) স্তরেই ঝড়ঝঞ্জা, মেঘ প্রভৃতি দুর্যোগ সৃষ্টি হয় ।

০২) ট্রপোপজ : ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার এর সীমানা নির্ধারক স্তর ।

০৩) স্ট্রাটোস্ফিয়ার : পৃথিবীর উপরিভাগ থেকে ১৮ কিলোমিটার উচ্চতার পর থেকে প্রায় ৫০ কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরের বিস্তার। এই স্তরের বায়ুর উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে । এই স্তরে বায়ুতে কোনো জলীয়বাষ্প থাকে না। একে শান্ত মন্ডল বলে । এই স্তরের মধ্যে ওজোন স্তর অবস্থান করে।

০৩) স্ট্রাপোপজ : স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এর  মধ্যবর্তী সীমানা নির্ধারক স্তর ।

০৪) মেসোস্ফিয়ার : ভূপৃষ্ঠের উপরিতলের ৫০ কিমি এর পর থেকে ৮০ কিমি পর্যন্ত এই স্তরের বিস্তার। এই স্তরে পুনরায় তাপমাত্রা হ্রাস পায় এবং সর্বোচ্চ অংশের তাপমাত্রা ১০০⁰ তে পৌঁছায় ।

০৫) মেসোপজ : মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার এর মধ্যবর্তী সীমানা নির্ধারক স্তর

০৬) আয়োনোস্ফিয়ার : এই স্তরে মেসোপজ এর উপর থেকে ৫০০ কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরের মধ্যে আয়নীভুত গ্যাস রয়েছে, এই গ্যাস উল্কাপাত থেকে পৃথিবীকে রক্ষা করে । এই স্তরে বেতার সংযোগ এর সাহায্য করে। এই স্তর থেকেই মরুজ্যোতি সৃষ্টি হয় ।

০৭) থার্মোস্ফিয়ার : আয়নোস্ফিয়ার এর মধ্যবর্তী স্তর কে থার্মোস্ফিয়ার বলে। এই স্তরের বায়ুর উষ্ণতা ১২০০⁰ সেন্টিগ্রেট ।

০৮) এক্সোস্ফিয়ার : থার্মোস্ফিয়ার এর উপরে প্রায় ৭৫০ কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত । এই স্তরে হিলিয়াম হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। এই স্তরেও উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায় ।

০৯) ম্যাগনেটোস্ফিয়ার : বায়ুমণ্ডলের শেষ স্তর হল ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ ১০,০০০ কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত

Leave a Comment