5000+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর – Life Science Questions And Answers in Bengali

Rate this post

5000+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর – Life Science Questions And Answers in Bengali: Here, is the best place for you to download জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Pdf. Gksolve give you All competitive exam Special free Life Science Questions Answers in Bengali Pdf like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams, RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exam. Life Science Questions Answers in Bengali Pdf are very important for Preparation for all examinations. You can also download GK, GI, Math, Question Paper, Current Affairs, etc Pdf format free of cost on our website. Visit this Gksolves.com to Download জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর. The direct link Of this Life Science Questions Answers in Bengali has been given below.

5000+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর – Life Science Questions And Answers in Bengali

1. নীল জবাফুলের পাপড়িতে কোন ধরণের প্লাসটিড থাকে?

উত্তর : ক্রোমোপ্লাসটিড।

2. মটরগাছ কোন গোত্রের উদ্ভিদ?

উত্তর : লেগুমিনোসি বা শিম্বগোত্রীয়।

3. সালোকসংশ্লেষীয় সব রঞ্জকের মধ্যে কোনটি প্রধান?

উত্তর : ক্লোরোফিল।

4. ব্যাঙের কত নম্বর কশেরুকা ফ্যানের ব্লেডের মতো দেখতে হয়?

উত্তর : 9 নং।

5. জ্যান্থফিলের সংকেত কী ?

উত্তর : C4OH56O2

6. কোন ধরণের পেশিতে টিটেনাস হতে পারে?

উত্তর : অস্থি পেশি।

7. উধ্বমহাশিরা হৃৎপিণ্ডের কোন অলিন্দ থেকে উৎপন্ন হয়?

উত্তর : ডান অলিন্দ।

৪.পূর্ণ বয়স্ক মহিলাদের হৃৎপিণ্ডের গড় ওজন কত?

উত্তর : 250 গ্রাম।

9. গিনিপিগের কোন ধরণের দাঁত থাকে না?

উত্তর : ক্যানাইন দাঁত।

10. অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা ক’টি?

উত্তর : 3 টি।

11. গরুর দুধে কোন ভিটামিন থাকে না?

উত্তর : ভিটামিন-C.

12. রেটিনার অন্ধবিন্দুতে কী থাকে না?

উত্তর : রড ও কোণ কোশ।

13. স্তন্যপায়ী প্রাণিদের অন্তকর্ণের রেচন পদার্থের নাম কী?

উত্তর : সেরুমেন।

14. উদ্ভিদ কলাতন্ত্রের বিভাগ করেন কোন বিজ্ঞানী?

উত্তর : বিজ্ঞানী স্যাকস (1875 সালে)।

15. কোন গ্রন্থির নির্যাস দিয়ে মাছের কৃত্রিম প্রজনন ঘটানো হয়?

উত্তর : পিটুইটারি।

16. Rh ফ্যাক্টর প্রথম কোন প্রাণীতে পাওয়া যায়?

উত্তর : রেসাস বানর।

17. ফুসফুসের বায়ুথলিতে O2 -র পরিমাণ কত?

উত্তর : 14.2%.

18. কত ফুট পর্যন্ত উচ্চতায় মানুষের শ্বাস- প্রশ্বাসের অসুবিধে হয় না?

উত্তর : 12,000 ফুট।

19. ফুসফুসের আবরণকে কী বলে?

উত্তর : প্লুরা।

20. অক্সানোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?

উত্তর : উদ্ভিদ বৃদ্ধিহার।

21. অপরিণত অবস্থায় জননক্ষমতা অর্জিত হলে তাকে কী বলে?

উত্তর : পিডজেনেসিস।

22. মাছির লার্ভাকে কী বলে?

উত্তর : ম্যাগট।

23. ঝিঝি পোকার লার্ভাকে কী বলে?

উত্তর : গ্রাব।

24. একটি সম্পূর্ণ হৃদচক্রে কত সময় লাগে?

উত্তর : 0.8 সেকেন্ড।

25. লালারস দিয়ে রেচিত হয় এমন একটি ভারি ধাতু কী?

উত্তর : পারদ।

26. পিত্তরসের রাসায়নিক ধর্ম কী ধরণের?

উত্তর : ক্ষারীয়।

27. পিত্তরসের উৎসস্থল কী?

উত্তর : যকৃত।

28. লালারসের কোন উৎসেচক ব্যাক্টেরিয়া ধ্বংস করে?

উত্তর : লাইসোজাইম।

29. কীসের আধিক্যে পেশি ক্লান্ত হয়?

উত্তর : ল্যাক্টিক অ্যাসিড।

30. কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে?

উত্তর : হৃদপেশি ।

31. Fasciola পরজীবীটি কোথায় থাকে?

উত্তর : যকৃতে।

32. বুক-গিল কোন প্রাণির শ্বাস অঙ্গ?

উত্তর : চিংড়ি।

33. বুক-লাং কোন প্রাণির শ্বসঅঙ্গ?

উত্তর : মাকড়শা।

34. একবীজপত্রী উদ্ভিদের পাতা দেখে সহজে চেনার উপায় কী?

উত্তর : সমান্তরাল শিরাবিন্যাস।

35. কোন গাছের পাতা জল সঞ্চয় করে?

উত্তর : Dischidia

36. কোন ফুলে শামুক দিয়ে পরাগ সংযোগ ঘটে?

উত্তর : ওল, কচু।

37. উপপত্র কাটার রূপ নেয় কোন গাছে ?

উত্তর : বাবলা।

38. কাণ্ডের অতিরিক্ত খাদ্য সঞায় কোথায় দেখা যায়?

উত্তর : আলু।

39. কোন উদ্ভিদের চোষক মূল আছে?

উত্তর : স্বর্ণলতা।

40. বহুযোজী মুলত্র আছে কোন গাছে?

উত্তর : কেয়া।

41. মিথাইল কোবালামিন কী?

উত্তর : সিউড ভিটামিন।

42. কোন ভিটামিনের অভাবে ফিনাডমা হয়?

উত্তর : ভিটামিন D

43. থ্রম্ব প্লাসটিন কোথা থেকে উৎপন্ন হয়?

উত্তর : অনুচক্রিকা।

44. ব্লাড ব্যাঙ্কে কী ধরণের তঞ্চন রোধক ব্যবহৃত হয়?

উত্তর : সোডিয়াম সাইট্রেট।

45. কোন শ্রেণির রক্তে কোনো অ্যান্টিজেন নেই

উত্তর : 0

46. সমুদ্র কচ্ছপ গড়ে কতদিন বাঁচে?

উত্তর : 200 বছর।

47. কোন শ্বেত কণিকা এলার্জি প্রতিরোধ করে?

উত্তর : ইওসিনোফিল।

48. রক্তের স্বাভাবিক কোলেস্টেরল মাত্রা কত?

উত্তর : 150-250 mg/100 ml.

49. দেহের ত্বক ও মিউকাস পর্দা নীলবর্ণ ধারণ করলে সেটি কী ধরণের রোগ?

উত্তর : নীলব্যাধি বা সায়ানোসিস।

50. চালতার ভাজ্যে অংশ কোনটি?

উত্তর : বৃত্যাংশ।

51. মানুষের শরীরের ‘জৈব রসায়নাগার’ কোন অঙ্গকে বলে?

উত্তর : যকৃত।

52. কোন প্রকার খাবার লসিকার মাধ্যমে বিশেষিত হয়?

উত্তর : ফ্যাট।

53. লোহিত কণিকার অতিবৃদ্ধিকে কী বলা হয়?

উত্তর : পলিসাইথেমিয়া।

54. Birbal Sahani Institute of Paleobotany কোথায় আছে?

উত্তর : লখনৌয়ে।

55. সবচেয়ে বেশি এলাকা নিয়ে ছড়িয়ে পড়া ভাইরাস কোনটি?

উত্তর : Herpes.

56. সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকতে পারে?

উত্তর : 170 ডিগ্রি

57. পাকস্থলী ও অন্ত্রের প্রাচীরে কোন ধরণের আবরণী কলা থাকে?

উত্তর : স্তম্ভকার।

58. বট পাতার সিস্টোলিথযুক্ত কোশকে কী বলে?

উত্তর : লিথোসিস্ট।

59. উদ্ভিদকলার কোন অংশের সঙ্গে পরিচক্র সম্পর্ক যুক্ত?

উত্তর : স্টিলি।

60. বিছুটি পাতার দংশক রোম গঠনগতভাবে কী?

উত্তর : বিশেষ ধরণের গ্রন্থিরোম।

61. মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে WBC’ র গড় সংখ্যা কত?

উত্তর : 6,000.

62. গ্লাইকোলিসিস প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?

উত্তর : গ্লুকোজের ফসফোরিলেশন।

63. পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত?

উত্তর : 3 টি

64. শৈশবকালে হাঁপানির একটি বহুপ্রচলিত স্টেরয়েড ওষুধ কী?

উত্তর : বুডিকোর্ট।

65. স্বাভাবিক ও সম্পূর্ণ সংবহনকালের সময়কাল কত?

উত্তর : 12-26 Sec.

66. ভিটামিন K’র অভাব ও অণুচক্রিকার সংখ্যা হ্রাসে চামড়া ও মিউকাস পর্দার নিচের রক্তক্ষরণকে কী বলে?

উত্তর : পারপুরা।

67. গ্লোবিন সংশ্লেষের অস্বাভাবিকতা ও অ্যামিনো অ্যাসিডের অস্বাভাবিকতাকে একত্রে কী বলে?

উত্তর : হিমোগ্লোবিনোপ্যাথি।

68. স্নায়ুকোশের মধ্যের দু’টি র‍্যানভিয়ার পর্বের অন্তঃবর্তী স্থানের দূরত্ব কত?

উত্তর : 1 মিলিমিটার।

69. কোন বছর ভারতের পপুলেশন পলিসি শুরু হয়?

উত্তর : 1976 সালে।

70. অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ দিয়ে গৃহীত হয়?

উত্তর : বাম অলিন্দ।

71.নারকেলের ভোজ্য অংশকে কী বলা হয়?

উত্তর : শস্য বা এন্ডস্পার্ম।

72. চা পাতা থেকে কোন উপক্ষার পাওয়া যায়?

উত্তর : থেইন।

73. প্লেগ রোগের জন্য দায়ী জীবাণু কোনটি?

উত্তর : Pasteurella pestis.

74. সালোকসংশ্লেষের সবচেয়ে কম কার্যকরী রঙ কোনটি?

উত্তর : সবুজ রঙ।

75. পত্ররন্ধ্র বন্ধের জন্য দায়ী হরমন কী?

উত্তর : অ্যাবসাইসিক অ্যাসিড।

76. চিংড়ির রেচন অঙ্গের নাম কী?

উত্তর : সবুজ গ্রন্থি।

77. মূত্রে রক্তের উপস্থিতিকে কী বলা হয়?

উত্তর : হিমাচুরিয়া।

78. ব্ল্যাক ফুট রোগের জন্য দায়ী পদার্থ কোনটি?

উত্তর : আর্সেনিক।

79. বৃষ্টির জলে সাধারণত কোন ভিটামিন থাকে?

উত্তর : ভিটামিন B12

80. কোন বিজ্ঞানী ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেন?

উত্তর : আগস্ট ফ্রেডেরিক লিওপল্ডভাইসম্যান।

81. চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়?

উত্তর : লাইসোজাইম।

82. সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে হৃদস্পন্দন কত?

উত্তর : ১২০ বার।

83. মস্তিষ্কের বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম কী?

উত্তর : মেনিনজেস।

84.পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে?

উত্তর : বহরমপুরে।

85. স্বাধীনভাবে ভাসমান জলজ মুলবিহীন একটি উদ্ভিদের নাম কী?

উত্তর : Utricuaria Sp

86. উৎসেচক নামকরণ করেন কোন বিজ্ঞানী?

উত্তর : উইলহেলম ফ্রেডেরিক কুন।

87. ভারতে Pinus এর কতগুলি প্রজাতি সম্পর্কে জানা যায়?

উত্তর : ৬ টি।

88. জেনোটাইপ কথার প্রবর্তক কে?

উত্তর : উইলহেলম জোহানসেন।

89. মানুষের বুকেরখাঁচায় কতগুলি হাড় থাকে?

উত্তর : ২৫ টি।

90. জিনগত তথ্য পরিবহণ করে কোন অ্যাসিড?

উত্তর : নিউক্লিক অ্যাসিড।

91.মানুষের শরীরের ক্ষুদ্রতম করোটি স্নায়ু কোনটি?

উত্তর : অপটিক।

92. কোন যন্ত্রের সাহায্যে অল্টারনেটিং কারেন্টকে (A.C.)ডিরেক্ট কারেন্টে (D.C.)রূপান্তরিত করা যায়?

উত্তর : রেক্টিফায়ার।

93. উদ্ভিদের লাল,নীল ও বেগুনি রঙের জন্য কোন রঞ্জক পদার্থ দায়ী?

উত্তর : অ্যান্থসায়ানিন (Anthocyanin).

94. উৎসেচকের প্রকৃতি কী ধরণের?

উত্তর : প্রোটিনধর্মী।

95. মানুষের শরীরে খাবারের পরিপাক ও শোষনের কাজ করে কোন অঙ্গ?

উত্তর : ক্ষুদ্রান্ত্র।

96. ‘টায়ালিন’ উৎসেচক তৈরি হয় কোন গ্রন্থিতে?

উত্তর : লালাগ্রন্থিতে।

97. কোনটি অমরা নিঃসৃত হরমোন?

উত্তর : HCG.

98. তরুণাস্থির কোশকে কী বলে?

উত্তর : কন্ড্রোসাইট।

99. থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন কোন ক্রোমোজোমে অবস্থান করে?

উত্তর : অটোজম

100. পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়?

উত্তর : কাইটিন।

1 thought on “5000+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর – Life Science Questions And Answers in Bengali”

Leave a Comment