বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম তালিকা – List of Bacterial Diseases: আজ ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম পিডিএফটি বিনামূল্যে এবং বাংলায় শেয়ার করছি। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় জীবন বিজ্ঞানের অংশ হিসাবে বিভিন্ন রোগ ও তাদের ব্যাকটেরিয়ার নামের তালিকা থেকে প্রায়শই প্রশ্ন এসেই থাকে। যেমন- কলেরার ব্যাকটেরিয়ার নাম কী? কুষ্ঠ রোগের ব্যাকটেরিয়ার কী নাম? ইত্যাদি।
বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম তালিকা – List of Bacterial Diseases
নং | রোগ | ব্যাকটেরিয়া |
---|---|---|
১ | অ্যানথ্রাস | ব্যাসিলাস অ্যানথ্রেসিস |
২ | আন্ত্রিক জ্বর | সালমনেল্লা টাইফিরিয়াম |
৩ | আমাশয় | ব্যাসিলা ডিসেন্ট্রি |
৪ | কলেরা | ভিব্রিও কলেরা |
৫ | কুষ্ঠ | মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি |
৬ | গনোরিয়া | নেসেরিয়া গনোরি |
৭ | টাইফয়েড | সালমনেল্লা টাইফি |
৮ | টিটেনাস | ক্লসট্রিডিয়াম টিটানি |
৯ | ডাইরিয়া | ব্যাসিলাস কোলি |
১০ | ডিপথেরিয়া | করিনিব্যাকটেরিয়াম ডিপথরি |
১১ | দুষিত ক্ষত | ক্লসট্রিডিয়াম সেপটিকাম |
১২ | নিউমোনিয়া | ডিপ্লোকক্কাস নিউমোনিয়া |
১৩ | প্লেগ | ইরসিনিয়া পেসটিস |
১৪ | ফোঁড়া | স্ট্যাফিলোকক্কাস অ্যারুয়াস |
১৫ | বাতজ্বর | স্ট্রেপটোকক্কাস |
১৬ | মেনিনজাইটিস | নেসেরিয়া মেনিনজাইটিস |
১৭ | যক্ষ্মা | মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস |
১৮ | সিফিলিস | ট্রিপোনেমা প্যালিডাম |
১৯ | হুপিং কাশি | বরডেটেল্লা পারটুসিস |