পশ্চিমবঙ্গের সেতু সমূহের তালিকা – List of Bridges in West Bengal

Rate this post

পশ্চিমবঙ্গের সেতু সমূহের তালিকা – List of Bridges in West Bengal: জয়ী সেতু বা জয়ী সেতু হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক নদী সেতু যা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করে । সেতুটি 1 ফেব্রুয়ারী 2021 সালে খোলা হয়েছিল। সেতুটি প্রায় 3.8 কিলোমিটার দীর্ঘ এবং তিস্তা নদী অতিক্রম করেছে । বর্তমানে, এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু। এই সেতু চালু হলে হলদিবাড়ি ও মেখলিগঞ্জের মধ্যে দূরত্ব আগের ৭০ কিলোমিটার থেকে কমে ১৫ কিলোমিটার হয়েছে।

পশ্চিমবঙ্গের সেতু সমূহের তালিকা – List of Bridges in West Bengal

সেতুদৈর্ঘ্য (মিটার)নদীঅবস্থান
জয়ী সেতু২৭০৯তিস্তামেখলিগঞ্জ-হলদিবাড়ি (কোচবিহার )
ফারাক্কা ব্যারেজ২২৪০গঙ্গাফারাক্কা (মুর্শিদাবাদ )
ভুতনি ব্রিজ১৭৯০ফুলহারভুতনি দ্বীপ (মালদা )
জঙ্গলকন্যা সেতু১৪৭২সুবর্ণরেখানয়াগ্রাম (ঝাড়গ্রাম )
মাথাভাঙ্গা রেল সেতু১০৯৭জলঢাকামাথাভাঙ্গা (কোচবিহার)
ঈশ্বর গুপ্ত সেতু১০৫৬হুগলিবাঁশবেড়িয়া-কল্যাণী
তিস্তা ব্রিজ১০৫০তিস্তাজলপাইগুড়ি
নতুন শরৎ সেতু১০২৫রূপনারায়ণকোলাঘাট-দেউলটি
গাজোলডোবা ব্যারেজ৯২২তিস্তাগাজোলডোবা (জলপাইগুড়ি)
বিবেকানন্দ সেতু৯০০হুগলিদক্ষিনেশ্বর-বালি (হাওড়া)
নিবেদিতা সেতু৮৮০হুগলিদক্ষিনেশ্বর-বালি (হাওড়া)
বিদ্যাসাগর সেতু৮২৩হুগলিকলকাতা-হাওড়া
কোলাঘাট রেল ব্রিজ৮০৪রূপনারায়ণকোলাঘাট-দেউলটি
মেজিয়া ব্রিজ৮০০দামোদররায়গঞ্জ-মেজিয়া
রবীন্দ্র সেতু৭০৫হুগলিকলকাতা-হাওড়া কলকাতা-হাওড়া
দুর্গাপুর ব্যারেজ৬৯২দামোদরদুর্গাপুর
লালগড় সেতু৬৫০কংসাবতীলালগ্রহ
মাতলা সেতু৬৪৪মাতলাক্যানিং
সম্প্রীতি সেতু৪১৫হুগলিনৈহাটী -বান্ডেল

Leave a Comment