ভারতের বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল তালিকা: আজ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF টি আপনাদের সবাইকে বিনামূল্যে এবং বাংলা ভাষায় প্রদান করছি। বিগত বিভিন্ন Competitive exam-এ বিখ্যাত মনীষী বা ব্যক্তিদের সমাধিস্থল তালিকা থেকে প্রশ্ন এসেছে। সুতরাং আপনারাও এই তালিকাটি মুখস্থ করে নিন ,কারণ Bengali Gk হিসাবে আগত পরীক্ষায় নিশ্চয়ই আসবে।
ভারতের বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল তালিকা
NO | ব্যক্তি | সমাধিস্থল |
---|---|---|
১ | আকবর | সেকেন্দ্রা |
২ | ইন্দিরা গান্ধী | শক্তিস্থল |
৩ | চন্দ্রশেখর | ঐকতাস্থল |
৪ | চরণ সিং | কিষাণ ঘাট |
৫ | জওহরলাল নেহরু | শান্তিবন |
৬ | জগজীবন রাম | সমতাস্থল |
৭ | জাহাঙ্গীর | লাহোর |
৮ | ড. রাজেন্দ্র প্রসাদ | মহাপ্রয়াণ ঘাট |
৯ | নানাসাহেব | মরভি |
১০ | বাবর | কাবুল |
১১ | বি.আর. আম্বেদকর | চৈত্যভূমি |
১২ | মমতাজ | তাজমহল |
১৩ | মহাত্মা গান্ধী | রাজঘাট |
১৪ | মোরারজী দেশাই | অভয়ঘাট |
১৫ | রাজা রামমোহন রায় | ব্রিস্টল |
১৬ | রাজীব গান্ধী | বীরভূমি |
১৭ | লাল বাহাদুর শাস্ত্রী | বিজয় ঘাট |
১৮ | শেরশাহ | সাসারাম |