ভারতের বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল তালিকা

Rate this post

ভারতের বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল তালিকা: আজ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF টি আপনাদের সবাইকে বিনামূল্যে এবং বাংলা ভাষায় প্রদান করছি। বিগত বিভিন্ন Competitive exam-এ বিখ্যাত মনীষী বা ব্যক্তিদের সমাধিস্থল তালিকা থেকে প্রশ্ন এসেছে। সুতরাং আপনারাও এই তালিকাটি মুখস্থ করে নিন ,কারণ Bengali Gk হিসাবে আগত পরীক্ষায় নিশ্চয়ই আসবে।

ভারতের বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল তালিকা

NOব্যক্তিসমাধিস্থল
আকবরসেকেন্দ্রা
ইন্দিরা গান্ধীশক্তিস্থল
চন্দ্রশেখরঐকতাস্থল
চরণ সিংকিষাণ ঘাট
জওহরলাল নেহরুশান্তিবন
জগজীবন রামসমতাস্থল
জাহাঙ্গীরলাহোর
ড. রাজেন্দ্র প্রসাদমহাপ্রয়াণ ঘাট
নানাসাহেবমরভি
১০বাবরকাবুল
১১বি.আর. আম্বেদকরচৈত্যভূমি
১২মমতাজতাজমহল
১৩মহাত্মা গান্ধীরাজঘাট
১৪মোরারজী দেশাইঅভয়ঘাট
১৫রাজা রামমোহন রায়ব্রিস্টল
১৬রাজীব গান্ধীবীরভূমি
১৭লাল বাহাদুর শাস্ত্রীবিজয় ঘাট
১৮শেরশাহসাসারাম

Leave a Comment