ভারতের বিভিন্ন খাল তালিকা – List of Canals of India

Rate this post

ভারতের বিভিন্ন খাল তালিকা – List of Canals of India: খাল মানুষের তৈরি পানির গতিপথ। খাল সাধারণত দুই রকমের হয়, ১. মানুষের ব্যবহার যেমন মিষ্টি পানি নেওয়া বা কৃষিকাজের জন্য জল বা পানির সংরক্ষণ বা পানি বয়ে নেওয়ার জন্য খাল। ২. যোগাযোগ বা পরিবরণের জন্য যেমন বড় বড় পন্যবাহী জাহাজ গামী খাল। যা সাধারণত একাধিক হ্রদ, নদী বা সাগরকে সংযুক্ত করে। যেমন সুয়েজ খাল, পানামা খাল। এছাড়াও বিভিন্ন শহরের মধ্যে দিয়ে অতিবাহিত শহুরে খাল বলে একধরনের খাল আছে। যেমন ভেনিস, আমস্টারডাম অথবা ব্যাংকক।

আজ ভারতের বিভিন্ন খাল তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য সেচ খালের নাম ও অবস্থান দেওয়া হয়েছে বাংলায়। ভারতের জল সেচ ব্যবস্থার অংশ হিসাবে চাকরির পরীক্ষাতে ক্যানাল(Canal) বা খালের নাম থেকে প্রশ্ন আসে। যেমন:- ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যে অবস্থিত? উচ্চ গঙ্গা খাল কোন কোন রাজ্যে রয়েছে? ইত্যাদি।

ভারতের বিভিন্ন খাল তালিকা – List of Canals of India

নংখালঅবস্থান
আগ্রা ক্যানালউত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান
ইডেন খালপশ্চিমবঙ্গ
ইন্দিরা গান্ধী খালহরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান
উচ্চ গঙ্গা খালউত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ
কনল্লি খালকেরালা
কর্মনাসা খালবিহার
কলিঙ্গরায়ন খালতামিলনাড়ু
কাকাতিয়া খালতেলেঙ্গানা
কাবেরী-ভাইগাই লিংক ক্যানালকেরালা, কর্নাটক, তামিলনাড়ু
১০কে.সি. ক্যানালঅন্ধ্রপ্রদেশ
১১তেলেগু গঙ্গা প্রোজেক্টঅন্ধ্রপ্রদেশ
১২দামোদর প্রকল্প খালপশ্চিমবঙ্গ
১৩দুর্গাবতী খালবিহার
১৪নর্মদা খালগুজরাট, রাজস্থান
১৫নালা মারজম্মু-কাশ্মীর
১৬নিম্ন গঙ্গা খালউত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ
১৭নিম্ন ভবানী প্রোজেক্ট খালতামিলনাড়ু
১৮ন্যাশনাল ওয়াটারওয়ে ৩কেরালা
১৯পশ্চিম যমুনা খালহরিয়ানা ও দিল্লি
২০বাকিংহাম খালঅন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু
২১বুদ্ধ নালা খালপাঞ্জাব
২২মহানদী খালওড়িশা
২৩শতদ্রু–যমুনা লিঙ্ক ক্যানেলপাঞ্জাব
২৪সাউন্ডেন কাটমহারাষ্ট্র
২৫সারদা ক্যানালউত্তরপ্রদেশ
২৬সিরহিন্দ খালপাঞ্জাব
২৭সেতুসমুদ্রম ক্যানাল প্রকল্পতামিলনাড়ু, কেরালা
২৮হান্দ্রি-নীভা সুজলা শ্রাবন্তী প্রকল্পঅন্ধ্রপ্রদেশ

Leave a Comment