বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম তালিকা PDF

Rate this post

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম তালিকা PDF: ভিটামিন বা খাদ্যপ্রাণ হলো জৈব খাদ্য উপাদান যা সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। দেহে ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাবে বিভিন্ন রোগ বা সমস্যার প্রাদুর্ভাব হয়। যেমন ভিটামিন A’র অভাবে চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

ভিটামিন আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যাশিমির ফ্রাঙ্ক ১৯১২ সালে।

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম

নংভিটামিনরাসায়নিক নাম
ভিটামিন Aরেটিনল
ভিটামিন B1থিয়ামিন
ভিটামিন B2রাইবোফ্লাভিন
ভিটামিন B3নিয়াসিন
ভিটামিন B5প্যান্টোথেনিক অ্যাসিড
ভিটামিন B6পাইরিডক্সিন
ভিটামিন B7বায়োটিন
ভিটামিন B9ফলিক অ্যাসিড
ভিটামিন B12সায়ানোকোবালামিন
১০ভিটামিন Cঅ্যাসকরবিক অ্যাসিড
১১ভিটামিন Dক্যালসিফেরল
১২ভিটামিন D3কোলে-ক্যালসিফেরল
১৩ভিটামিন Eটোকোফেরল
১৪ভিটামিন Kফাইলোকুইনন/ন্যাপথোকুইনন

Leave a Comment