বিভিন্ন ধরনের লিভার তালিকা PDF: লিভার হলো একটি সরল যন্ত্র, যাতে একটি শক্ত দণ্ড কোনাে অবলম্বনের কোনাে কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘােরে। লিভারের একটি সাধারণ উদাহরণ হলাে শাবলকে ইট বা পাথরের। উপরে ভর করে কোনাে ভারি বস্তুকে উঠাতে সাহায্য করে। এখানে ভারি বস্তুটি হলাে ভার এবং এই ভারকে উঠাতে যে বল প্রয়ােগ করা হয় তা হলাে বল। শক্ত দণ্ডটিকে ঠেকানাের জন্য কোনাে অবলম্বনের যে বিন্দুতে মুক্তভাবে ওঠানামা করে বা ঘােরে তা হলাে ফালক্রাম। লিভার কোনাে ভারি বস্তুকে কম বল প্রয়ােগ করে উঠাতে বা সরাতে সাহায্য করে
বিভিন্ন ধরনের লিভার তালিকা PDF – List Of Different Types Of Lever
০১) লিভার কি ?
উত্তর: লিভার হলো একটি সরল যন্ত্র, যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনের কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে।
০২) লিভার কত প্রকার ও কি কি ?
উত্তর: লিভার প্রধানত তিন প্রকার, যথা – প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভার
০৩) প্রথম শ্রেণীর লিভার কাকে বলে ?
উত্তর: যে লিভারে আলম্ব বিন্দুর একদিকে ভার এবং অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে, তাকে প্রথম শ্রেণীর লিভার বলে । এই লিভারের প্রযুক্ত বলের অভিমুখ ভারের অভিমুখে হয় ।
০৪) প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দাও ?
উত্তর: সাঁড়াশি, কোদাল, নলকূপের হাতল, পেরেক তুলবার হাতুড়ি, তুলাদন্ড, কাঁচি, বেলচা ইত্যাদি।
০৫) প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা উল্লেখ করো ?
উত্তর: এই শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা ১- এর বেশি, ১- এর সমান বা ১- এর কম
০৬) দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে ?
উত্তর: যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে ও অপর প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং আলম্ব ও বলের প্রয়োগ বিন্দুর মাঝের কোনো স্থানে ভার ক্রিয়া করে, তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে । এই লিভারে প্রযুক্ত বল ও ভার পরস্পর বিপরীত অভিমুখে ক্রিয়া করে ।
০৭) দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও ?
উত্তর: যাঁতি, পাঞ্চিং মেশিন, নৌকার দাঁড়, বোতলের ছিপি খোলার যন্ত্র, এক চাকার গাড়ি প্রভৃতি
০৮) দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কি ?
উত্তর: এই শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়।
০৯) তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে ?
উত্তর: যে লিভারে এক প্রান্তে আলম্ব ও অন্য প্রান্তে ভার থাকে এবং দুই প্রান্তের মাঝের যে কোন বিন্দুতে প্রযুক্ত বল ক্রিয়া করে, তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলে ।
১০) তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও ?
উত্তর: মুখের চোয়াল, মাল তুলবার ক্রেন, মানুষের হাত, চিমটা, মাছ ধরার ছিপ, পাউরুটি কাটার ছুরি ইত্যাদি ।
১১) তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কি ?
উত্তর: এই শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম