ভারতের বিভিন্ন রাজবংশের সময়কাল তালিকা

Rate this post

ভারতের বিভিন্ন রাজবংশের সময়কাল তালিকা: বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশ ও সাম্রাজ্য ভারতীয় উপদ্বীপের দক্ষিণভাগ শাসন করেছিলেন। এগুলির মধ্যে পাণ্ড্য রাজ্য, চোল রাজবংশ, চের রাজবংশ, কদম্ব রাজবংশ, পশ্চিম গঙ্গ রাজবংশ, পল্লব ও চালুক্য রাজবংশ উল্লেখযোগ্য। দক্ষিণ ভারতের একাধিক রাজ্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৈদেশিক সাম্রাজ্য স্থাপনে সক্ষম হয়েছিল। দক্ষিণ ভারতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই অঞ্চলের রাজ্যগুলির মধ্যে প্রায়শই যুদ্ধবিগ্রহ লেগে থাকত। বৌদ্ধ রাজ্য কলভ্র দক্ষিণ ভারতে চোল, চের ও পাণ্ড্যদের ধারাবাহিক আধিপত্য সাময়িকভাবে ভঙ্গ করেছিল।

আজ বিভিন্ন রাজবংশের সময়কাল তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য রাজ বংশের সময়কাল বা শাসনকাল দেওয়া হয়েছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেই থাকে প্রায়। যেমন:- মৌর্য বংশের সময়কাল কত? পাল বংশের সময়কাল কোনটি? ইত্যাদি।

ভারতের বিভিন্ন রাজবংশের সময়কাল তালিকা

নংরাজবংশসময়কাল
হর্যঙ্ক বংশ৫৪৪-৪১২ খ্রিস্টপূর্বাব্দ
শিশুনাগ বংশ৪১৩-৩৪৫ খ্রিস্টপূর্বাব্দ
নন্দ বংশ৩৪৩-৩২১ খ্রিস্টপূর্বাব্দ
মৌর্য বংশ৩২২-১৮৪ খ্রিস্টপূর্বাব্দ
শুঙ্গ বংশ১৮৫-৭৫ খ্রিস্টপূর্বাব্দ
কান্ব বংশ৭৫-৩০ খ্রিস্টপূর্বাব্দ
চোল বংশ৮৪৮-১২০০ খ্রিস্টাব্দ
পল্লব বংশ৩৫০-৮৯১ খ্রিস্টাব্দ
সাতবাহন বংশ১০০ খ্রিস্টপূর্বাব্দ – ২২৫ খ্রিস্টাব্দ
১০গুপ্ত বংশ৩২০-৫৪০ খ্রিস্টাব্দ
১১চালুক্য বংশ৫৪৩-৭৫৩ খ্রিস্টাব্দ
১২পাল বংশ৭৫০-১১৩০ খ্রিস্টাব্দ
১৩সেন বংশ১০৯৬-১২০৬ খ্রিস্টাব্দ
১৪গুর্জর-প্রতিহার বংশ৭৩০-১০৩৬ খ্রিস্টাব্দ
১৫দাস বংশ১২০৬-১২৯০ খ্রিস্টাব্দ
১৬খলজি বংশ১২৯০-১৩২০ খ্রিস্টাব্দ
১৭তুঘলক বংশ১৩২০-১৪১৪ খ্রিস্টাব্দ
১৮সৈয়দ বংশ১৪১৪-১৪৫১ খ্রিস্টাব্দ
১৯লোদী বংশ১৪৫১-১৫২৬ খ্রিস্টাব্দ
২০সালুভ বংশ১৪৮৫-১৫০৫ খ্রিস্টাব্দ
২১তুলুভ বংশ১৫০৫-১৫৭০ খ্রিস্টাব্দ
২২মুঘল বংশ১৫২৬-১৮৫৭ খ্রিস্টাব্দ
২৩মারাঠা বংশ১৬৭৪-১৭২০ খ্রিস্টাব্দ

Leave a Comment