ভারতের বিভিন্ন রাজবংশের সময়কাল তালিকা: বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশ ও সাম্রাজ্য ভারতীয় উপদ্বীপের দক্ষিণভাগ শাসন করেছিলেন। এগুলির মধ্যে পাণ্ড্য রাজ্য, চোল রাজবংশ, চের রাজবংশ, কদম্ব রাজবংশ, পশ্চিম গঙ্গ রাজবংশ, পল্লব ও চালুক্য রাজবংশ উল্লেখযোগ্য। দক্ষিণ ভারতের একাধিক রাজ্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৈদেশিক সাম্রাজ্য স্থাপনে সক্ষম হয়েছিল। দক্ষিণ ভারতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই অঞ্চলের রাজ্যগুলির মধ্যে প্রায়শই যুদ্ধবিগ্রহ লেগে থাকত। বৌদ্ধ রাজ্য কলভ্র দক্ষিণ ভারতে চোল, চের ও পাণ্ড্যদের ধারাবাহিক আধিপত্য সাময়িকভাবে ভঙ্গ করেছিল।
আজ বিভিন্ন রাজবংশের সময়কাল তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য রাজ বংশের সময়কাল বা শাসনকাল দেওয়া হয়েছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেই থাকে প্রায়। যেমন:- মৌর্য বংশের সময়কাল কত? পাল বংশের সময়কাল কোনটি? ইত্যাদি।
ভারতের বিভিন্ন রাজবংশের সময়কাল তালিকা
নং | রাজবংশ | সময়কাল |
---|---|---|
১ | হর্যঙ্ক বংশ | ৫৪৪-৪১২ খ্রিস্টপূর্বাব্দ |
২ | শিশুনাগ বংশ | ৪১৩-৩৪৫ খ্রিস্টপূর্বাব্দ |
৩ | নন্দ বংশ | ৩৪৩-৩২১ খ্রিস্টপূর্বাব্দ |
৪ | মৌর্য বংশ | ৩২২-১৮৪ খ্রিস্টপূর্বাব্দ |
৫ | শুঙ্গ বংশ | ১৮৫-৭৫ খ্রিস্টপূর্বাব্দ |
৬ | কান্ব বংশ | ৭৫-৩০ খ্রিস্টপূর্বাব্দ |
৭ | চোল বংশ | ৮৪৮-১২০০ খ্রিস্টাব্দ |
৮ | পল্লব বংশ | ৩৫০-৮৯১ খ্রিস্টাব্দ |
৯ | সাতবাহন বংশ | ১০০ খ্রিস্টপূর্বাব্দ – ২২৫ খ্রিস্টাব্দ |
১০ | গুপ্ত বংশ | ৩২০-৫৪০ খ্রিস্টাব্দ |
১১ | চালুক্য বংশ | ৫৪৩-৭৫৩ খ্রিস্টাব্দ |
১২ | পাল বংশ | ৭৫০-১১৩০ খ্রিস্টাব্দ |
১৩ | সেন বংশ | ১০৯৬-১২০৬ খ্রিস্টাব্দ |
১৪ | গুর্জর-প্রতিহার বংশ | ৭৩০-১০৩৬ খ্রিস্টাব্দ |
১৫ | দাস বংশ | ১২০৬-১২৯০ খ্রিস্টাব্দ |
১৬ | খলজি বংশ | ১২৯০-১৩২০ খ্রিস্টাব্দ |
১৭ | তুঘলক বংশ | ১৩২০-১৪১৪ খ্রিস্টাব্দ |
১৮ | সৈয়দ বংশ | ১৪১৪-১৪৫১ খ্রিস্টাব্দ |
১৯ | লোদী বংশ | ১৪৫১-১৫২৬ খ্রিস্টাব্দ |
২০ | সালুভ বংশ | ১৪৮৫-১৫০৫ খ্রিস্টাব্দ |
২১ | তুলুভ বংশ | ১৫০৫-১৫৭০ খ্রিস্টাব্দ |
২২ | মুঘল বংশ | ১৫২৬-১৮৫৭ খ্রিস্টাব্দ |
২৩ | মারাঠা বংশ | ১৬৭৪-১৭২০ খ্রিস্টাব্দ |