বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF – Historical Empire: সাম্রাজ্য হচ্ছে এমনি একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ভিন্ন কোন সংস্কৃতি বা সমাজের রাজনৈতিক-সামরিক প্রভাব অন্য জনগোষ্ঠীর উপর আরোপ করা হয়। এখানে প্রভাব বিস্তার অনেকটা জোর পূর্বক হয়ে থাকে।
বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF – Historical Empire
বংশ | প্রতিষ্ঠাতা | শ্রেষ্ঠ সম্রাট |
---|---|---|
পাল বংশ | গোপাল | গোবিন্দ পাল, মদন পাল, দেবপাল |
মুঘল বংশ | বাবর | দ্বিতীয় বাহাদুর শাহ, আকবর |
কুষান বংশ | প্রথম কদফিসেস | দ্বিতীয় বাসুদেব, কনিষ্ক |
পল্লব বংশ | শিবস্কন্দ বর্মন | অপরাজিত বর্মন, প্রথম নরসিংহ বর্মন |
গুপ্ত বংশ | শ্রীগুপ্ত | দ্বিতীয় জীবিত গুপ্ত, সমুদ্র গুপ্ত |
চালুক্য বংশ | প্রথম পুলকেশী | দ্বিতীয় কীর্তিবর্মন, দ্বিতীয় পুলকেশী |
চোল বংশ | বিজয়ালয় চোল | তৃতীয় রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল |
দাস বংশ | কুতুবউদ্দিন আইবক | মইজুদ্দিন কায়কোবাদ, ইলতুৎমিস |
তুঘলক বংশ | গিয়াসউদ্দিন তুঘলক | নাসিরউদ্দিন মামুদ শাহ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক |
হর্ষাঙ্ক বংশ | বিম্বিসার | নাগদাস, অজাতশত্রু |
নন্দ বংশ | মহাপদ্মনন্দ | ধননন্দ, ধননন্দ |
খলজি বংশ | জালালউদ্দীন ফিরোজ খলজি | কুতুবউদ্দিন মুবারক খলজি, আলউদ্দিন খলজি |
মৌর্য বংশ | চন্দ্রগুপ্ত মৌর্য | বৃহদ্রত, অশোক |
সাতবাহন বংশ | সিমুক | যগ্যশ্রী সাতকর্নি, গৌতমীপুত্র সাতকর্নি |
সৈয়দ বংশ | খিজির খাঁ | আলাউদ্দিন আলম শাহ, মোবারক শাহ |
পুষ্যভূতি বংশ | প্রভাকর বর্মন | হর্ষবর্ধন, হর্ষবর্ধন |
সেন বংশ | হেমন্ত সেন | লক্ষণ সেন, বিজয় সেন |
সুর বংশ | শেরশাহ সুরি | আলিদ শাহ সুরি, শেরশাহ |
লোদী বংশ | বহলুল লোদী | ইব্রাহিম লোদী, সিকন্দর লোদী |