বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF – Historical Empire

Rate this post

বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF – Historical Empire: সাম্রাজ্য হচ্ছে এমনি একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ভিন্ন কোন সংস্কৃতি বা সমাজের রাজনৈতিক-সামরিক প্রভাব অন্য জনগোষ্ঠীর উপর আরোপ করা হয়। এখানে প্রভাব বিস্তার অনেকটা জোর পূর্বক হয়ে থাকে।

বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF – Historical Empire

বংশপ্রতিষ্ঠাতাশ্রেষ্ঠ সম্রাট
পাল বংশগোপালগোবিন্দ পাল, মদন পাল, দেবপাল
মুঘল বংশবাবরদ্বিতীয় বাহাদুর শাহ, আকবর
কুষান বংশপ্রথম কদফিসেসদ্বিতীয় বাসুদেব, কনিষ্ক
পল্লব বংশশিবস্কন্দ বর্মনঅপরাজিত বর্মন, প্রথম নরসিংহ বর্মন
গুপ্ত বংশশ্রীগুপ্তদ্বিতীয় জীবিত গুপ্ত, সমুদ্র গুপ্ত
চালুক্য বংশপ্রথম পুলকেশীদ্বিতীয় কীর্তিবর্মন, দ্বিতীয় পুলকেশী
চোল বংশবিজয়ালয় চোলতৃতীয় রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল
দাস বংশকুতুবউদ্দিন আইবকমইজুদ্দিন কায়কোবাদ, ইলতুৎমিস
তুঘলক বংশগিয়াসউদ্দিন তুঘলকনাসিরউদ্দিন মামুদ শাহ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক
হর্ষাঙ্ক বংশবিম্বিসারনাগদাস, অজাতশত্রু
নন্দ বংশমহাপদ্মনন্দধননন্দ, ধননন্দ
খলজি বংশজালালউদ্দীন ফিরোজ খলজিকুতুবউদ্দিন মুবারক খলজি, আলউদ্দিন খলজি
মৌর্য বংশচন্দ্রগুপ্ত মৌর্যবৃহদ্রত, অশোক
সাতবাহন বংশসিমুকযগ্যশ্রী সাতকর্নি, গৌতমীপুত্র সাতকর্নি
সৈয়দ বংশখিজির খাঁ  আলাউদ্দিন আলম শাহ, মোবারক শাহ
পুষ্যভূতি বংশপ্রভাকর বর্মনহর্ষবর্ধন, হর্ষবর্ধন
সেন বংশহেমন্ত সেনলক্ষণ সেন, বিজয় সেন
সুর বংশশেরশাহ সুরিআলিদ শাহ সুরি, শেরশাহ
লোদী বংশবহলুল লোদীইব্রাহিম লোদী, সিকন্দর লোদী

Leave a Comment