ভারতের বিখ্যাত মিউজিয়াম সমূহ তালিকা PDF – List of Famous Museums of India PDF in Bengali: জাদুঘর বা সংগ্রহালয় বলতে বোঝায় এমন একটি ভবন বা প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনসমূহের সংগ্রহ সংরক্ষিত থাকে।
জাদুঘরে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বস্তুসমূহ সংগ্রহ করে সংরক্ষিত করা হয় এবং সেগুলি প্রদর্শ আধার বা ডিসপ্লে কেসের মধ্যে রেখে স্থায়ী অথবা অস্থায়ীভাবে জনসাধারণের সমক্ষে প্রদর্শন করা হয়। বিশ্বের অধিকাংশ বড় জাদুঘরই প্রধান প্রধান শহরগুলিতে অবস্থিত। অবশ্য ছোটো শহর, মফস্বল ও গ্রামাঞ্চলেও স্থানীয় জাদুঘর গড়ে উঠতে দেখা যায়।
অতীতকালে জাদুঘরগুলি গড়ে উঠত ধনী ব্যক্তিদের ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে অথবা কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগে। এই সব জাদুঘরে সংরক্ষিত থাকত শিল্পকর্ম, দুষ্প্রাপ্য ও আশ্চর্যজনক প্রাকৃতিক বস্তু বা পুরাবস্ত।
সারা বিশ্বেই জাদুঘর দেখা যায়। প্রাচীনকালে গড়ে ওঠা আলেকজান্দ্রিয়ার জাদুঘর ছিল আধুনিককালের স্নাতক প্রতিষ্ঠানগুলির সমরূপ।
ভারতের বিখ্যাত মিউজিয়াম সমূহ তালিকা PDF – List of Famous Museums of India PDF in Bengali
মিউজিয়াম | অবস্থান |
---|---|
গুরুসদয় সংগ্রহশালা | কলকাতা |
আশুতোষ মিউজিয়াম | কলকাতা |
গভর্মেন্ট মিউজিয়াম | ব্যাঙ্গালুরু |
ন্যাশনাল আর্ট গ্যালারী | দিল্লি |
বঙ্গীয় সাহিত্য পরিষদ মিউজিয়াম | কলকাতা |
নালন্দা মিউজিয়াম | বিহার |
আর্কিওলজিক্যাল মিউজিয়াম | গোয়ালিওর, হায়দ্রাবাদ |
সালারজংগ মিউজিয়াম | হায়দ্রাবাদ |
মিউনিসিপ্যাল মিউজিয়াম | আহমেদাবাদ |
ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম | মুম্বাই |
সেন্ট্রাল মিউজিয়াম | নাগপুর |
প্রতাপ সিং মিউজিয়াম | শ্রীনগর |
প্রিন্স অব ওয়েলস মিউজিয়াম | মুম্বাই |
সারনাথ মিউজিয়াম | উত্তর প্রদেশ |
বরোদা মিউজিয়াম | বরোদা |
ভিক্টোরিয়া হল মিউজিয়াম | উদয়পুর |
ইন্ডিয়ান মিউজিয়াম | কলকাতা |
আর্কিওলজিক্যাল মিউজিয়াম | শ্রীরঙ্গপত্তনম |
ন্যাশনাল আর্কাইভ | নতুন দিল্লি |
প্যালেস কালেকশন মিউজিয়াম | হায়দ্রাবাদ |
এলবার্ট মিউজিয়াম | জয়পুর |
ফরেস্ট মিউজিয়াম (FRI) | দেরাদুন |
টিপু সুলতান মিউজিয়াম | শ্রীরঙ্গপত্তনম |
কারজন মিউজিয়াম | মথুরা |