ভারতের গভর্নর – গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা

Rate this post

ভারতের গভর্নর – গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা: ভারতের গভর্নর-জেনারেল (Governor general) (অথবা ১৮৫৮ থেকে ১৯৪৯ পর্যন্ত গভর্নর-জেনারেল এবং ভারতের ভাইসরয়) ছিলেন ভারতে ব্রিটিশ প্রশাসনের প্রধান। পরবর্তী কালে স্বাধীন ভারতের ব্রিটিশ রাজার প্রতিনিধি। ১৮৫৮ সালের সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রনে থাকা যাবতিয় এলাকা এবং সম্পদ সরাসরি ব্রিটিশ রাজের অধিনে নিয়ে আসা হয়। ব্রিটিশ রাজার প্রতিনিধি হিসাবে গভর্ণর জেনারেল সমস্ত ব্রিটিশ প্রদেশগুলো শাসন করত। এদের মধ্যে ছিল পাঞ্জাব, বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ এবং সংযুক্ত প্রদেশ (আগ্রা ও জম্মু, কাশ্মীর)। এর পাশাপাশি কিছু অন্যান্য কিছু এলাকা তাদের ব্রিটিশদের অধিনে ছিল। যদিও সমগ্র ভারত সরাসরি ব্রিটিশ রাজের শাসনাধীন ছিল না। প্রায় একশতরও বেশি দেশীয় রাজ্য তখন ব্রিটিশ রাজের অধিকার স্বীকার করে নিয়ে তাদের নিজ নিজ রাজ্য শাসন করত। মুঘল সম্রাটদের উত্তরাধিকার হিসাবে তারা সরাসরি ব্রিটিনের রাজ সিংহাসনের বশ্যতা স্বীকার করে নিয়েছিল। ১৮৫৮ সালের পর গভর্নর জেনারেলকে রাজপ্রতিনিধি হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলে এসকল দেশী রাজ্যগুলোর উপরও তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তখন গভর্নর জেনারেলকে ভাইসরয় হিসাবে ডাকা হতো।

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুইটি দেশের জন্ম হলে ভাইসরয় উপাধীর বিপোলপ হয়। তবে গভর্নর জেনারেল পদটি ভারতে ১৯৫০ সাল পর্য়ন্ত ও পাকিস্তানে ১৯৫৬ সাল পর্য়ন্ত টিকে ছিল। যতদিন না পর্য়ন্ত উভয় রাষ্ট্র একটি প্রজাতন্ত্র হিসাবে আত্ম প্রকাশ না করে।

১৮৫৬ সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অব ডাইরেক্টর্স গভর্নর জেনারেলকে নিয়োগ করত। এরপর ব্রিটিশ সরকারের ভারত বিষয়ক সচিব এ পদের নিয়োগ দিতেন। ১৯৪৭ সালের পর ভারত সরকারের পরামর্শক্রমে এই পদের নিয়োগ প্রদান করা হতো।

আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা PDF, যেটিতে সম্পূর্ণ তথ্য দেওয়া হলো। কারণ আপনারা সবাই জানেন WBCS সহ যেকোনো Competitive Exam-যেখানে ইতিহাস আছে সেখানে ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়ের তালিকা থেকে প্রশ্ন আসে।

বাংলার গভর্নর তালিকা


বাংলার গভর্নরকার্যকাল
রবার্ট ক্লাইভ১৭৫৭-৬০
হেনরি ভ্যান্সিটার্ট১৭৬০-৬৫
রবার্ট ক্লাইভ১৭৬৫-৬৭
ভেরেলস্ট১৭৬৭-৬৯
জন কার্টিয়ের১৭৬৯-৭২
ওয়ারেন হেস্টিংস১৭৭২-৭৪

বাংলার গভর্নর জেনারেল তালিকা


বাংলার গভর্নর জেনারেলকার্যকাল
ওয়ারেন হেস্টিংস১৭৭২-৮৫
স্যার জন ম্যাকপরসন১৭৮৫-৮৬
লর্ড কর্ণওয়ালিশ১৭৮৬-৯৩
স্যার জন শোরে১৭৯৩-৯৮
স্যার অ্যালুর্ত ক্লার্ক১৭৯৮
লর্ড ওয়েলেসলি১৭৯৮-১৮০৫
লর্ড কর্ণওয়ালিশ১৮০৫
স্যার জর্জ বার্লো১৮০৫-০৭
লর্ড মিন্টো১৮০৭-১৩
লর্ড হেস্টিংস১৮১৩-২৩
জন অ্যাডাম১৮২৩
লর্ড আমহার্স্ট১৮২৩-২৮
উইলিয়াম বইলি১৮২৮

ভারতের গভর্নর জেনারেল তালিকা


ভারতের গভর্নর জেনারেলকার্যকাল
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক১৮২৮-৩৫
স্যার চার্লস মেটকাফে১৮৩৫-৩৬
লর্ড অকল্যান্ড১৮৩৬-৪২
লর্ড এলেনবোরো১৮৪২-৪৪
উইলিয়াম উইলবার ফোর্স বার্ড১৮৪৪
লর্ড হার্ডিঞ্জ১৮৪৪-৪৮
লর্ড ডালহৌসি১৮৪৮-৫৬
লর্ড ক্যানিং১৮৫৬-৫৮

ভারতের ভাইসরয় তালিকা


ভারতের ভাইসরয়কার্যকাল
লর্ড ক্যানিং১৮৫৮-৬২
লর্ড এলগিন প্রথম১৮৬২-৬৩
লর্ড জন লরেন্স১৮৬৪-৬৯
লর্ড মেয়ো১৮৬৯-৭২
লর্ড নর্থব্রুক১৮৭২-৭৬
লর্ড লিটন১৮৭৬-৮০
লর্ড রিপন১৮৮০-৮৪
লর্ড ডাফরিন১৮৮৪-৮৮
লর্ড ল্যান্ডসডাউন১৮৮৮-৯৪
লর্ড এলগিন দ্বিতীয়১৮৯৪-৯৯
লর্ড কার্জন১৮৯৯-১৯০৫
লর্ড মিন্টো দ্বিতীয়১৯০৫-১০
লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়১৯১০-১৬
লর্ড চেমসফোর্ড১৯১৬-২১
লর্ড রিডিং১৯২১-২৬
লর্ড আরউইন১৯২৬-৩১
লর্ড উইলিংডন১৯৩১-৩৬
লর্ড লিনলিথগো১৯৩৬-৪৪
লর্ড ওয়াভেল১৯৪৪-৪৭

স্বাধীন ভারতের গভর্নর জেনারেল তালিকা


স্বাধীন ভারতের গভর্নর জেনারেলকার্যকাল
লর্ড মাউন্টব্যাটেন১৯৪৭-৪৮
চক্রবর্তী রাজাগোপালাচারী১৯৪৮-৫০

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ বাংলার প্রথম গভর্নর কে ছিলেন ?

উত্তরঃ রবার্ট ক্লাইভ।

প্রশ্নঃ বাংলার শেষ গভর্নর কে ছিলেন ?

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।

প্রশ্নঃ বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।

প্রশ্নঃ বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

প্রশ্নঃ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

প্রশ্নঃ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ লর্ড ক্যানিং।

প্রশ্নঃ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তরঃ লর্ড ক্যানিং।

প্রশ্নঃ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।

প্রশ্নঃ স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালাচারী।

File Name:- গভর্নর জেনারেল [www.gksolve.in]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download

Leave a Comment