বিভিন্ন রাজা ও তাদের সভাকবি তালিকা: বাণভট্ট ছিলেন খ্রিষ্টাব্দ সপ্তম শতাব্দীর ভারতীয় সংস্কৃত পণ্ডিত। তিনি বাণ নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন উত্তর ভারতীয় রাজা হর্ষবর্ধনের (৬০৬-৬৪৭ খ্রি.) অস্থান কবি (সভাকবি)। বাণ হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত ও বিশ্বের অন্যতম প্রাচীন উপন্যাস কাদম্বরী রচনা করেছিলেন।
বাণভট্ট প্রাচীন কান্যকুব্জ্য বা কনৌজ অঞ্চলের প্রীতিকূট গ্রামে বাৎস্যায়ন গোত্রীয় এক মগ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ও মাতার নাম যথাক্রমে চিত্রভানু ও রাজদেবী। শৈশবেই তাঁর মাতার মৃত্যু হয় এবং মাত্র চোদ্দো বছর বয়সে তাঁর পিতারও মৃত্যু ঘটে। বানণভট্ট ভারচু নামক একজন গুরুর কাছে শিক্ষা লাভ করেন। যৌবনকালে বানভট্ট তাঁর বৈমাত্রেয় ভ্রাতাদের সহিত বহু স্থানে পরিভ্রমণ করেন।
একটি কাহিনী অনুসারে বানভট্টকে পত্রের দ্বারা পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধন তাঁর রাজসভায় উপস্থিত হতে আদেশ করেন। রাজসভায় উপস্থিতর কিছু দিনের মধ্যেই তিনি রাজসভায় বেশ জনপ্রিয়তা লাভ করেন।
বিভিন্ন রাজা ও তাদের সভাকবি তালিকা
নং | রাজা | সভাকবির নাম |
---|---|---|
১ | অমোঘবর্ষ | মহাবীরাচার্য |
২ | আকবর | আবুল ফজল |
৩ | আলাউদ্দিন খলজি | আমির খসরু |
৪ | আলাউদ্দিন খলজি | মীরা হাসান দেহলভি |
৫ | কনিষ্ক | নাগার্জুন, অশ্বঘোষ |
৬ | কুতুবুদ্দিন আইবক | হারুন নিজমি |
৭ | কৃষ্ণচন্দ্র | রামপ্রসাদ সেন |
৮ | কৃষ্ণদেব রায় | আল্লাসানি পেদ্দান |
৯ | চোলরাজ | কামবন |
১০ | ছুটি খাঁ | শিকর নন্দী |
১১ | দ্বিতীয় চন্দ্রগুপ্ত | অমর সিংহ |
১২ | দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য | কালিদাস |
১৩ | দ্বিতীয় পুলকেশী | রবিকীর্তি |
১৪ | দ্বিতীয় পৃথ্বীরাজ | সোমদেব |
১৫ | নরসিংহ দেব | হলধর মিশ্র |
১৬ | পরাগল খাঁ | কবীন্দ্র পরমেশ্বর |
১৭ | পৃথ্বীরাজ চৌহান | চাঁদ বরদই |
১৮ | ফিরোজ তুঘলক | জিয়াউদ্দিন বরণী |
১৯ | বালিয়ার সিং | গঙ্গাধর মিশ্র |
২০ | মদন পাল | সন্ধ্যাকর নন্দী |
২১ | মহঃ গজনী | অলবিরুনী |
২২ | মহিপাল | রাজশেখর |
২৩ | যশোবর্ধন | বারুপতি |
২৪ | যশোবর্ধন | ভবভূতি |
২৫ | লক্ষণ সেন | ধোয়ী |
২৬ | লক্ষণ সেন | হলায়ুধ |
২৭ | লক্ষ্মন সেন | জয়দেব |
২৮ | শাহজাহান | আব্দুল হামিদ |
২৯ | শাহজাহান | জগন্নাথ পন্ডিত |
৩০ | শাহজাহান | লাহরী |
৩১ | শিবাজী | পরমানন্দ |
৩২ | সমুদ্রগুপ্ত | হরিষেন |
৩৩ | সাতবাহন রাজা হলা | গুণধ্যায় |
৩৪ | সিংহ বিষ্ণু | ভারতী |
৩৫ | সুলতান মামুদ | ফিরদৌস |
৩৬ | হর্ষবর্ধন | বানভট্ট |