বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম ভারতীয় রাজ্য – List of largest Producing State: ভারতের বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য PDF টি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যেটিতে উল্লেখযোগ্য কয়েকটি পণ্যের নাম এবং সেই পণ্যটি উৎপাদনে কোন রাজ্য প্রথম অধিকার করে আছে সেই তালিকা রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে; যেমন- কয়লা উৎপাদনে প্রথম রাজ্য কোনটি?
বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম ভারতীয় রাজ্য – List of largest Producing State
NO. | পণ্য | উৎপাদনে প্রথম রাজ্য |
---|---|---|
১ | অভ্র | অন্ধ্রপ্রদেশ |
২ | ইউরেনিয়াম | অন্ধ্রপ্রদেশ |
৩ | তামাক | অন্ধ্রপ্রদেশ |
৪ | চা | আসাম |
৫ | লোহা | উড়িষ্যা |
৬ | ম্যাঙ্গানিজ | ওড়িশা |
৭ | বক্সাইট | ওড়িশা |
৮ | গম | উত্তরপ্রদেশ |
৯ | আলু | উত্তরপ্রদেশ |
১০ | আম | উত্তরপ্রদেশ |
১১ | কফি | কর্ণাটক |
১২ | সোনা | কর্ণাটক |
১৩ | রবার | কেরালা |
১৪ | তুলা | গুজরাট |
১৫ | আপেল | জম্মু ও কাশ্মীর |
১৬ | কয়লা | ঝাড়খণ্ড |
১৭ | কলা | তামিলনাড়ু |
১৮ | নারকেল | তামিলনাড়ু |
১৯ | ধান | পশ্চিমবঙ্গ |
২০ | পাট | পশ্চিমবঙ্গ |
২১ | আঙ্গুর | মধ্যপ্রদেশ |
২২ | তৈলবীজ | মধ্যপ্রদেশ |
২৩ | ডাল | মধ্যপ্রদেশ |
২৪ | ভুট্টা | মধ্যপ্রদেশ |
২৫ | তামা | মধ্যপ্রদেশ |
২৬ | চুনাপাথর | মধ্যপ্রদেশ |
২৭ | মিলেট | রাজস্থান |
২৮ | সরিষা | রাজস্থান |