বিভিন্ন স্থানীয় বায়ুর নাম তালিকা – List of Local Winds

Rate this post

বিভিন্ন স্থানীয় বায়ুর নাম তালিকা – List of Local Winds: স্থানীয় বায়ু (Local Wind) : ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে বাযুর তাপ ও চাপের পার্থক্যের কারণে বছরের নির্দিষ্ট সময়ে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, তাদের স্থানীয় বায়ু বলে । স্থানীয় বায়ুপ্রবাহ দুই প্রকারের হয়ে থাকে, যথা— (১) উষ্ণ স্থানীয় বায়ু এবং (২) শীতল স্থানীয় বায়ু ।

বিভিন্ন স্থানীয় বায়ুর নাম তালিকা – List of Local Winds

নংস্থানীয় বায়ুঅঞ্চল
আঁধিউত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চল
কালবৈশাখীপূর্ব ভারত ও বাংলাদেশ
খামসিনইজিপ্ট
চিনুকরকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে
নরওয়েষ্টারনিউজিল্যান্ড
পম্পেরোআন্দিজ পার্বত্য অঞ্চলে
পুনাসআন্দিজ পর্বতের পশ্চিম ঢাল
পুর্গারাশিয়ার তুন্দ্রা অঞ্চল
ফনইউরোপের রাইন উপত্যকায়
১০বোরাহাঙ্গেরির বহির্ভাগ থেকে উত্তর ইতালি
১১ব্রিক ফিল্ডারঅস্ট্রেলিয়া
১২ব্লিজার্দতুন্দ্রা অঞ্চল
১৩মিস্ট্রালআল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে
১৪লুউত্তর-পশ্চিম ভারত
১৫লেভেন্ডারস্পেন
১৬সান্টা আনাদক্ষিন ক্যালিফোর্নিয়া
১৭সিরক্কসাহারা থেকে ভূমধ্যসাগরের (দিকে সিসিলিতে )
১৮সোলানোসাহারা থেকে লাইবেরিয়ার দিকে
১৯হারমাট্টানপশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে

Leave a Comment