পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতীয় উদ্যানের তালিকা – পশ্চিমবঙ্গের সংরক্ষিত অঞ্চল

Rate this post

পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতীয় উদ্যানের তালিকা – পশ্চিমবঙ্গের সংরক্ষিত অঞ্চল: পশ্চিমবঙ্গের সংরক্ষিত অঞ্চল রাজ্যের মোট আয়তনের ৪ শতাংশ স্থান অধিকার করে আছে। পশ্চিমবঙ্গের বনাঞ্চল রাজ্যের মোট ভৌগোলিক আয়তনের মাত্র ১৪ শতাংশ; যা জাতীয় গড় ২৩ শতাংশের বেশ কম। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের একাংশ পশ্চিমবঙ্গের দক্ষিণভাগে অবস্থিত। পশ্চিমবঙ্গে মোট ছয়টি জাতীয় উদ্যান ও পনেরোটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতীয় উদ্যানের তালিকা – List of National Parks in West Bengal

সুন্দরবন জাতীয় উদ্যান

  • অবস্থান : দক্ষিণ চব্বিশ পরগণা
  • প্রতিষ্ঠা : ১৯৮৪
  • আয়তন : ১৩৩০.১০ বর্গকিমি.

জলদাপাড়া জাতীয় উদ্যান

  • অবস্থান : আলিপুরদুয়ার
  • প্রতিষ্ঠা : ২০১৪
  • আয়তন : ২১৬.৫১ বর্গকিমি.

বক্সা জাতীয় উদ্যান

  • অবস্থান : আলিপুরদুয়ার
  • প্রতিষ্ঠা : ১৯৯২
  • আয়তন : ১১৭.১০ বর্গকিমি.

নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান

  • অবস্থান : কালিম্পং
  • প্রতিষ্ঠা : ১৯৮৬
  • আয়তন : ৮৮ বর্গকিমি.

গোরুমারা জাতীয় উদ্যান

  • অবস্থান : জলপাইগুঁড়ি
  • প্রতিষ্ঠা : ১৯৯৪
  • আয়তন : ৭৯.৪৫ বর্গকিমি.

সিঙ্গলীলা জাতীয় উদ্যান

  • অবস্থান : দার্জিলিং
  • প্রতিষ্ঠা : ১৯৯২
  • আয়তন : ৭৮.৬ বর্গকিমি.

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান সমূহ

জাতীয় উদ্যানসালআয়তন (বর্গ কিমি)
সুন্দরবন জাতীয় উদ্যান১৯৮৪১৩৩০.১০
বক্সা জাতীয় উদ্যান১৯৯২১১৭.১০
গোরুমারা জাতীয় উদ্যান১৯৯৪৭৯.৪৫
জলদাপাড়া জাতীয় উদ্যান২০১২২১৬.৫১
নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান১৯৮৬৮৮
সিঙ্গালীলা জাতীয় উদ্যান১৯৯২৭৮.৬০

Leave a Comment