উল্লেখযোগ্য বিদেশী সংবাদপত্র PDF – বিভিন্ন দেশের সংবাদপত্র তালিকা PDF: আজ বিভিন্ন দেশের সংবাদপত্র তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে বিদেশী সংবাদ পত্রের নামের তালিকা দেওয়া হয়েছে বাংলা ভাষায়। বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষায় এই তালিকা থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- ডন কোন দেশের সংবাদপত্র? দ্য পিপলস ডেইলি কোন দেশের সংবাদ পত্র? ইত্যাদি।
আমেরিকার উল্লেখযোগ্য সংবাদপত্র টির নাম কি ?
আমেরিকার উল্লেখযোগ্য সংবাদপত্র গুলি হল – ডেইলি নিউজ ও নিউইয়র্ক টাইমস যেটির প্রকাশস্থল নিউইয়র্ক এ অবস্থিত।
রাশিয়ার উল্লেখযোগ্য সংবাদপত্রটির নাম কি ?
রাশিয়ার উল্লেখযোগ্য সংবাদপত্র টি হল – প্রভদা ও আইজভেস্তিকা যেটির প্রকাশস্থান মস্কোতে অবস্থিত।
বাংলাদেশের উল্লেখযোগ্য পত্রিকার নাম কি ?
মর্নিং নিউজ সংবাদ পত্রটি হলো বাংলাদেশের উল্লেখযোগ্য সংবাদপত্র, যেটির প্রকাশস্থল হল ঢাকা।
সিঙ্গাপুরের উল্লেখযোগ্য বিদেশি সংবাদপত্র টির নাম কি ?
স্ট্রেইট টাইমস হলো সিঙ্গাপুরের উল্লেখযোগ্য সংবাদপত্র এবং এটির প্রকাশ হল সিঙ্গাপুর।
ইন্দোনেশিয়ার উল্লেখযোগ্য বিদেশি সংবাদপত্র টির নাম কি ?
উত্তর. মারদেকা হল ইন্দোনেশিয়ার উল্লেখযোগ্য সংবাদপত্র এবং এটির প্রকাশস্থল হল জাকার্তা।
উল্লেখযোগ্য বিদেশী সংবাদপত্র PDF
দেশ | পত্রিকা | প্রকাশস্থান |
---|---|---|
আমেরিকা | ডেইলি নিউজ, নিউইয়র্ক টাইমস | নিউইয়র্ক |
আমেরিকা | ওয়ার্ল্ড ষ্ট্রীট জার্নাল | আমেরিকা |
কানাডা | দ্যা পিউপিল | টরেন্টো |
রাশিয়া | প্রভদা , আইজভেস্তিকা | মস্কো |
ইন্দোনেশিয়া | মারডেকা | জাকার্তা |
ব্রিটেন | দ্যা টাইমস, ডেইলি টেলিগ্রাফ, দ্য ডেইলি মিরর | লন্ডন |
লেবানন | অল হায়ত | বেইরুট |
চীন | রেড ফ্ল্যাগ | বেইজিং |
পাকিস্তান | ডন | করাচি |
মিশর | অলঅহরণ | কায়রো |
সিঙ্গাপুর | স্ট্রেইট টাইমস | সিঙ্গাপুর |
মালয়েশিয়া | দি মালয় | কুয়ালালামপুর |
ভিয়েতনাম | নহানডন | হ্যানয় |
তাইওয়ান | চিনা টাইমস | তাইপে |