অস্কার পুরস্কার ২০২২ বিজেতাদের সম্পূর্ণ তালিকা: একাডেমি পুরস্কার (Academy Award) বা অস্কার (Oscar) হলো একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস (AMPAS) কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার, যেখানে রূপালি জগতের অসাধারণ পেশাদার যেমন পরিচালক, অভিনেতা, এবং লেখকদের কাজকে সম্মানে ভূষিত করা হয়। যে আনুষ্ঠানিক পর্বের মাধ্যমে পুরষ্কারগুলো প্রদান করা হয় তা পৃথিবীর সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দলভুক্ত।
তাছাড়া এটি গণমাধ্যমের সবচেয়ে পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সারা বিশ্বে সর্বাধিক সংখ্যক মানুষ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন। একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান হয়। ২০০১ খ্রিষ্টাব্দ থেকে ২০১২ পর্যন্ত হলিউডের কোডাক থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।
অস্কার পুরস্কার ২০২২ বিজেতাদের সম্পূর্ণ তালিকা – List of Oscar Award 2022 Winners
নং | বিভাগ | বিজেতা |
---|---|---|
১ | সেরা ছবি | কোডা |
২ | সেরা পরিচালক | জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ) |
৩ | সেরা অভিনেতা | উইল স্মিথ (কিং রিচার্ড) |
৪ | সেরা অভিনেত্রী | জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই) |
৫ | সেরা সহ-অভিনেতা | ট্রয় কটসার (কোডা) |
৬ | সেরা সহ-অভিনেত্রী | আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি) |
৭ | সেরা মৌলিক চিত্রনাট্য | বেলফাস্ট |
৮ | সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য | কোডা |
৯ | সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম | এনক্যান্টো |
১০ | সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম | ড্রাইভ মাই কার (জাপান) |
১১ | সেরা ডকুমেন্টারি ফিচার | সামার অব সৌল |
১২ | সেরা সিনেমাটোগ্রাফি | ডুন |
১৩ | সেরা পোশাক ডিজাইন | ক্রুয়েলা |
১৪ | সেরা ফিল্ম এডিটিং | ডুন |
১৫ | মেক আপ অ্যান্ড হেয়ার স্টাইলিং | দ্য আইস অব টেমি ফেই |
১৬ | সেরা অরিজিনাল মিউজিক স্কোর | ডুন |
১৭ | সেরা মৌলিক গান | নো টাইম টু ডাই |
১৮ | সেরা প্রোডাকশন ডিজাইন | ডুন |
১৯ | সেরা সাউন্ড | ডুন |
২০ | ভিজুয়াল এফেক্টস | ডুন |
২১ | সেরা শর্ট ডকুমেন্টারি | দ্য কুইন অব বাস্কেটবল |
২২ | লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম | দ্য লং গুডবাই |
২৩ | সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম | দ্য উইন্ডশিল্ড ওয়াইপার |