বিভিন্ন রাজ্যের চিত্রকলা তালিকা

Rate this post

বিভিন্ন রাজ্যের চিত্রকলা তালিকা: আজ বিভিন্ন রাজ্যের চিত্র কলা তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত লোক চিত্র শৈলীর নামের তালিকা দেওয়া হয়েছে। যেকোনো চাকরীর পরীক্ষাতে জিকে বা সাধারণ জ্ঞানের অংশ হিসাবে চিত্র শিল্প থেকে প্রশ্ন আসে। যেমন:- মধুবনী কোন রাজ্যের  চিত্রকলা? কলমকারি কোন রাজ্যের চিত্র শৈলী? ইত্যাদি।

বিভিন্ন রাজ্যের চিত্রকলা তালিকা

নংচিত্রকলারাজ্য
অজন্তা, ইলোরা গুহাচিত্রমহারাষ্ট্র
কলমকারীঅন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা
কলমেঝুঠুকেরালা
কালিঘাট পটচিত্রপশ্চিমবঙ্গ
গন্ড চিত্রমধ্যপ্রদেশ
চিত্তরাকর্নাটক
চেরিয়াল স্ক্রল পেইন্টিংতেলেঙ্গানা
থাংকা চিত্রকলাসিকিম
থাঞ্জাভুর পেইন্টিংতামিলনাড়ু
১০পটচিত্রউড়িষ্যা
১১পাহাড়ি চিত্রশিল্পউত্তর ভারতের রাজ্য
১২পিঙ্গুলি চিত্রকাঠিমহারাষ্ট্র
১৩পিচবাই পেন্টিংসরাজস্থান
১৪পিথোরা চিত্রগুজরাট
১৫বারলীমহারাষ্ট্র
১৬মঞ্জুষা চিত্রকলাবিহার
১৭মধুবনীবিহার
১৮মহীশূর পেইন্টিংকর্নাটক
১৯মান্দানা চিত্ররাজস্থান ও মধ্যপ্রদেশ
২০রাজপুত পেন্টিংরাজস্থান
২১সহরাই ও খোভারঝাড়খন্ড
২২সাঁওতাল চিত্রকলাবিহার
২৩সানঝি ও আইপনউত্তরপ্রদেশ
২৪সৌর চিত্রউড়িষ্যা

Leave a Comment