বিভিন্ন রাজ্যের চিত্রকলা তালিকা: আজ বিভিন্ন রাজ্যের চিত্র কলা তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত লোক চিত্র শৈলীর নামের তালিকা দেওয়া হয়েছে। যেকোনো চাকরীর পরীক্ষাতে জিকে বা সাধারণ জ্ঞানের অংশ হিসাবে চিত্র শিল্প থেকে প্রশ্ন আসে। যেমন:- মধুবনী কোন রাজ্যের চিত্রকলা? কলমকারি কোন রাজ্যের চিত্র শৈলী? ইত্যাদি।
বিভিন্ন রাজ্যের চিত্রকলা তালিকা
নং | চিত্রকলা | রাজ্য |
---|---|---|
১ | অজন্তা, ইলোরা গুহাচিত্র | মহারাষ্ট্র |
২ | কলমকারী | অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা |
৩ | কলমেঝুঠু | কেরালা |
৪ | কালিঘাট পটচিত্র | পশ্চিমবঙ্গ |
৫ | গন্ড চিত্র | মধ্যপ্রদেশ |
৬ | চিত্তরা | কর্নাটক |
৭ | চেরিয়াল স্ক্রল পেইন্টিং | তেলেঙ্গানা |
৮ | থাংকা চিত্রকলা | সিকিম |
৯ | থাঞ্জাভুর পেইন্টিং | তামিলনাড়ু |
১০ | পটচিত্র | উড়িষ্যা |
১১ | পাহাড়ি চিত্রশিল্প | উত্তর ভারতের রাজ্য |
১২ | পিঙ্গুলি চিত্রকাঠি | মহারাষ্ট্র |
১৩ | পিচবাই পেন্টিংস | রাজস্থান |
১৪ | পিথোরা চিত্র | গুজরাট |
১৫ | বারলী | মহারাষ্ট্র |
১৬ | মঞ্জুষা চিত্রকলা | বিহার |
১৭ | মধুবনী | বিহার |
১৮ | মহীশূর পেইন্টিং | কর্নাটক |
১৯ | মান্দানা চিত্র | রাজস্থান ও মধ্যপ্রদেশ |
২০ | রাজপুত পেন্টিং | রাজস্থান |
২১ | সহরাই ও খোভার | ঝাড়খন্ড |
২২ | সাঁওতাল চিত্রকলা | বিহার |
২৩ | সানঝি ও আইপন | উত্তরপ্রদেশ |
২৪ | সৌর চিত্র | উড়িষ্যা |