বিভিন্ন উদ্ভিজ্জ উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব

Rate this post

বিভিন্ন উদ্ভিজ্জ উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব: উপক্ষার (Alkaloids) প্রাকৃতিকভাবে উৎপাদিত এক শ্রেণীর জৈব যৌগ যেগুলো অধিকাংশ ক্ষেত্রে ক্ষারীয় নাইট্রোজেন অণু ধারণ করে থাকে বিষম চক্রের অংশ হিসেবে এবং শারীরিক প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম। উপক্ষার উদ্ভিদদেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হিসেবে তৈরি হয়। অনুমান করা হয় প্রোটিন বিয়োজনের ফলেই এরা তৈরি হয়। এদের সাধারণত পাওয়া যায় মূলে, পাতায়, বাকলে, কাঠে এবং বীজে। এদের স্বাদ তেতো এবং অনেক উপক্ষারই বেশ বিষাক্ত। এরা সাধারণত জলে অদ্রবণীয় কিন্তু অ্যালকোহলে সহজেই গুলে যায়। উদ্ভিদের পক্ষে এদের প্রয়োজনীয়তা কতখানি তা সঠিক জানা নেই, কিন্তু কিছু উপক্ষার মানুষের চিকিৎসায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।

বিভিন্ন উদ্ভিজ্জ উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব

উপক্ষারউৎসগুরুত্ব
অ্যাট্রোপিনবেলেডোনা গাছের পাতা ও মূলরক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিতকারী ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
অ্যারেকোলিনসুপারী বীজসিজোফ্রিনিয়া রোগের ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
কুইনাইনসিঙ্কোনা গাছের ছালম্যালেরিয়ার ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
কোকেইনকোকা গাছমাদক হিসেবে ব্যবহৃত হয়।
ক্যাফিনকফি গাছের বীজব্যথা উপশমকারী ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
ক্যামটোথেসিনক্যাম্পটোথেকা গাছের ছালক্যান্সার নিরাময়কারী ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
ডাটুরিনধুতুরা গাছের পাতা ও ফলহাঁপানীর ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
নিকোটিনতামাক গাছের পাতামাদক হিসেবে ব্যবহৃত হয়।
পিপারিনগোল মরিচমৃগী রোগের ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়
বার্বারিনআফিম গাছ সহ অন্যান্যস্মৃতিভ্রংশ এবং স্নায়োবিক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
মরফিনআফিম গাছের কাঁচা ফলঘুমের ও বেদনানাশক ঔষুধ।
রেসারপিনসর্পগন্ধা গাছের ছাল ও মূলউচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ তৈরিতে ব্যবহৃত হয়।

Leave a Comment