বিভিন্ন উদ্ভিজ্জ উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব: উপক্ষার (Alkaloids) প্রাকৃতিকভাবে উৎপাদিত এক শ্রেণীর জৈব যৌগ যেগুলো অধিকাংশ ক্ষেত্রে ক্ষারীয় নাইট্রোজেন অণু ধারণ করে থাকে বিষম চক্রের অংশ হিসেবে এবং শারীরিক প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম। উপক্ষার উদ্ভিদদেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হিসেবে তৈরি হয়। অনুমান করা হয় প্রোটিন বিয়োজনের ফলেই এরা তৈরি হয়। এদের সাধারণত পাওয়া যায় মূলে, পাতায়, বাকলে, কাঠে এবং বীজে। এদের স্বাদ তেতো এবং অনেক উপক্ষারই বেশ বিষাক্ত। এরা সাধারণত জলে অদ্রবণীয় কিন্তু অ্যালকোহলে সহজেই গুলে যায়। উদ্ভিদের পক্ষে এদের প্রয়োজনীয়তা কতখানি তা সঠিক জানা নেই, কিন্তু কিছু উপক্ষার মানুষের চিকিৎসায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।
বিভিন্ন উদ্ভিজ্জ উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব
উপক্ষার | উৎস | গুরুত্ব |
---|---|---|
অ্যাট্রোপিন | বেলেডোনা গাছের পাতা ও মূল | রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিতকারী ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়। |
অ্যারেকোলিন | সুপারী বীজ | সিজোফ্রিনিয়া রোগের ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়। |
কুইনাইন | সিঙ্কোনা গাছের ছাল | ম্যালেরিয়ার ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়। |
কোকেইন | কোকা গাছ | মাদক হিসেবে ব্যবহৃত হয়। |
ক্যাফিন | কফি গাছের বীজ | ব্যথা উপশমকারী ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়। |
ক্যামটোথেসিন | ক্যাম্পটোথেকা গাছের ছাল | ক্যান্সার নিরাময়কারী ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়। |
ডাটুরিন | ধুতুরা গাছের পাতা ও ফল | হাঁপানীর ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয়। |
নিকোটিন | তামাক গাছের পাতা | মাদক হিসেবে ব্যবহৃত হয়। |
পিপারিন | গোল মরিচ | মৃগী রোগের ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয় |
বার্বারিন | আফিম গাছ সহ অন্যান্য | স্মৃতিভ্রংশ এবং স্নায়োবিক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। |
মরফিন | আফিম গাছের কাঁচা ফল | ঘুমের ও বেদনানাশক ঔষুধ। |
রেসারপিন | সর্পগন্ধা গাছের ছাল ও মূল | উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ তৈরিতে ব্যবহৃত হয়। |