ভারতের রাষ্ট্রপতি তালিকা – List of Presidents of India

Rate this post

ভারতের রাষ্ট্রপতি তালিকা – List of Presidents of India: ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভারতের আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। ভারতের রাষ্ট্রপতির দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করার অধিকার রয়েছে।

রাষ্ট্রপতি এক নির্বাচকমণ্ডলীর দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। এই নির্বাচকমণ্ডলী গঠিত হয় ভারতীয় সংসদ (লোকসভা ও রাজ্যসভা) এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যদের নিয়ে। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর। অতীতে দেখা গিয়েছে যে, শাসক দলের (লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দল) মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হয়েছেন। অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ক্ষমতাসীন রাষ্ট্রপতি পুনরায় নির্বাচনে লড়তে পারেন। রাষ্ট্রপতি নির্বাচনে একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয়, যাতে নির্বাচকমণ্ডলীতে প্রতি রাজ্যের জনসংখ্যা ও সংশ্লিষ্ট রাজ্যের বিধায়কদের প্রদত্ত ভোটের সংখ্যা এবং রাজ্য বিধানসভার সদস্যসংখ্যার সঙ্গে জাতীয় সংসদের সদস্যসংখ্যার সামঞ্জস্যবিধান করা যায়। কোনো প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠের ভোট পেতে ব্যর্থ হলে, একটি নির্দিষ্ট পদ্ধতিতে পরাজয়শীল প্রার্থীদের ভোট অন্য প্রার্থীতে হস্তান্তরিত হতে থাকে (এবং সেই সঙ্গে সেই প্রার্থী নির্বাচন থেকে বাদ পড়তে থাকেন), যতক্ষণ না একজন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন। ভারতের উপরাষ্ট্রপতি অবশ্য লোকসভা ও রাজ্যসভার সকল সদস্যের (নির্বাচিত ও মনোনীত) প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।

যদিও ভারতীয় সংবিধানের ৫৩ ধারায় বলা হয়েছে যে, রাষ্ট্রপতি তার ক্ষমতা সরাসরি প্রয়োগ করতে পারেন, তবুও, কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতির সব ক্ষমতাই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীন। ভারতের রাষ্ট্রপতি নতুন দিল্লিতে একটি এস্টেটে বাস করেন। এই এস্টেটটি রাষ্ট্রপতি ভবন নামে পরিচিত। রাষ্ট্রপতির অবসরযাপনের জন্য ছারাব্রা, শিমলা ও হায়দ্রাবাদে তিনটি রিট্রিট বিল্ডিং রয়েছে। হায়দ্রাবাদের রিট্রিট ভবনটির নাম রাষ্ট্রপতি নিলয়ম।

২৫ জুলাই, ২০০৭ প্রতিভা দেবীসিংহ পাতিল ভারতের দ্বাদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনিই দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি।

১৯ জুলাই, ২০১২ ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। নির্বাচনের ফল ২২ জুলাই ঘোষিত হয়েছে। প্রণব মুখোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করেছেন। ২৫ জুলাই বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা পাতিল তার কার্যভার ত্যাগ করেছেন। একই সাথে প্রণব মুখোপাধ্যায় ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

ভারতের রাষ্ট্রপতি তালিকা – List of Presidents of India

নংরাষ্ট্রপতিজন্ম-মৃত্যুরাষ্ট্রপতি হিসেবে সময়কাল
রাজেন্দ্র প্রসাদ১৮৮৪-১৯৬৩২৬ জানুয়ারি ১৯৫০ – ১৩ মে ১৯৬২
সর্বপল্লী রাধাকৃষ্ণণ১৮৮৮-১৯৭৫১৩ মে ১৯৬২ – ১৩ মে ১৯৬৭
জাকির হুসেইন১৮৯৭-১৯৬৯১৩ মে ১৯৬৭ – ৩ মে ১৯৬৯
বরাহগিরি ভেঙ্কট গিরি১৮৯৪-১৯৮০৩ মে ১৯৬৯ – ২০ জুলাই ১৯৬৯
মুহাম্মদ হিদায়াতউল্লাহ১৯০৫-১৯৯২২০ জুলাই ১৯৬৯ – ২৪ আগস্ট ১৯৬৯
বরাহগিরি ভেঙ্কট গিরি১৮৯৪-১৯৮০২৪ আগস্ট ১৯৬৯ – ২৪ আগস্ট ১৯৭৪
ফখরুদ্দিন আলি আহমেদ১৯০৫-১৯৭৭২৪ আগস্ট ১৯৭৪ – ১১ ফেব্রুয়ারি ১৯৭৭
বসপ্পা ধনপ্পা জত্তী১৯১২-২০০২১১ ফেব্রুয়ারি ১৯৭৭ – ২৫ জুলাই ১৯৭৭
নীলম সঞ্জীব রেড্ডি১৯১৩-১৯৯৬২৫ জুলাই ১৯৭৭ – ২৫ জুলাই ১৯৮২
১০জৈল সিংহ১৯১৬-১৯৯৪২৫ জুলাই ১৯৮২ – ২৫ জুলাই ১৯৮৭
১১রামাস্বামী ভেঙ্কটরামন১৯১০-২০০৯২৫ জুলাই ১৯৮৭ – ২৫ জুলাই ১৯৯২
১২শঙ্কর দয়াল শর্মা১৯১৮-১৯৯৯২৫ জুলাই ১৯৯২ – ২৫ জুলাই ১৯৯৭
১৩কোছেরিল রামন নারায়ানান১৯২০-২০০৫২৫ জুলাই ১৯৯৭ – ২৫ জুলাই ২০০২
১৪এ. পি. জে. আবদুল কালাম১৯৩১-২০১৫২৫ জুলাই ২০০২ – ২৫ জুলাই ২০০৭
১৫প্রতিভা পাটিল১৯৩৪-২৫ জুলাই ২০০৭ – ২৫ জুলাই ২০১২
১৬প্রণব মুখোপাধ্যায়১৯৩৫-২০২০২৫ জুলাই ২০১২ – ২৪ জুলাই ২০১৭
১৭রাম নাথ কোবিন্দ১৯৪৫ –২৫ জুলাই ২০১৭ – ২৫ জুলাই ২০২২
১৮দ্রৌপদী মুর্মু১৯৫৮ –২৫ জুলাই ২০২২ – বর্তমান

Q. ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ?

Ans: ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড: রাজেন্দ্র প্রসাদ।

Q. ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি ?

Ans: রাষ্ট্রপতি ভবন

Q. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী ?

Ans: রাম নাথ কোবিন্দ । ২৫শে জুলাই ২০২২ থেকে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নিতে চলেছেন দ্রৌপদী মুর্মু।

Q. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?

Ans: প্রতিভা পাটিল

Q. ভারতের প্রথম নাগরিক কে ?

Ans: রাষ্ট্রপতি

Q. ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি কে ?

Ans: দ্রৌপদী মুর্মু

Q. ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি কে ?

Ans: দ্রৌপদী মুর্মু

Leave a Comment