বিভিন্ন রাজার সেনাপতির নামের তালিকা – List of Raja And Senapati GK

Rate this post

বিভিন্ন রাজার সেনাপতির নামের তালিকা: ইতিহাস থেকে বিভিন্ন রাজার সেনাপতির নামের তালিকা PDF টি আজ উপস্থাপন করলাম। ভারতে শাসনকারী বিভিন্ন ঐতিহাসিক রাজা বা সুলতানের সেনাপতি থাকত, আর তাদেরই নাম এখানে লিপিবদ্ধ করা হয়েছে। যদি প্রশ্ন আসে- আকবরের সেনাপতির নাম কী? মীরজাফর কার সেনাপতি ছিলেন?– তাহলে আপনি সহজেই এর উত্তর দিয়ে আসতে পারবেন।

বিভিন্ন রাজার সেনাপতির নামের তালিকা – List of Raja And Senapati GK

নংরাজাসেনাপতি
আকবরমানসিংহ
আলাউদ্দিন খিলজিমালিক কাফুর
ঔরঙ্গজেবমীরজুমলা
জাহাঙ্গীরমহবৎ খান
ধর্মপালগর্গ
বৃহদ্রথপুষ্যমিত্র শুঙ্গ
মহম্মদ ঘোরীবখতিয়ার খিলজি
শেরশাহব্রহ্মজিৎ গৌড়
সিরাজদ্দৌলামীরজাফর
১০হুসেন শাহপরাগল খান

Leave a Comment