ভারতের রামসার সাইট তালিকা – List of Ramsar Wetland sites in India

Rate this post

ভারতের রামসার সাইট তালিকা – List of Ramsar Wetland sites in India: রামসার কনভেনশন (Ramsar Convention) হলো বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। ১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে। পরবর্তিতে এই চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ মোট ১৫৮টি দেশ স্বাক্ষর করে এবং পৃথিবীর ১৬৯ মিলিয়ন হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত ১,৮২৮টি স্থান আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে তালিকাভুক্ত করা হয়।

ভারতে ৭৫টি রামসার সাইট রয়েছে। এই জলাভূমিগুলি রামসার কনভেনশনের অধীনে “আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ” বলে মনে করা হয়।।বিশ্বব্যাপী সমস্ত রামসার সাইটের সম্পূর্ণ তালিকার জন্য, আন্তর্জাতিক গুরুত্বের রামসার জলাভূমির তালিকা দেখুন।

ডাব্লুডাব্লুএফ-ইন্ডিয়া(ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার-ইন্ডিয়া) অনুসারে, জলাভূমিগুলি ভারতের সমস্ত বাস্তুতন্ত্রের মধ্যে সবচেয়ে বিলুপ্তির মধ্যে একটি। গাছপালা হ্রাস, লবণাক্তকরণ, অত্যধিক জলোচ্ছ্বাস, জল দূষণ, আক্রমণাত্মক প্রজাতি, অত্যধিক উন্নয়ন এবং রাস্তা নির্মাণ, সবই দেশের জলাভূমিকে ক্ষতিগ্রস্ত করেছে। ২০২২ সালে, ২৬ টি নতুন সাইট যোগ করা হয়েছে যার মধ্যে রয়েছে কারিকিলি পাখিরালয়, পল্লিকারনাই মার্শ রিজার্ভ ফরেস্ট এবং তামিলনাড়ুর পিচাভারম ম্যানগ্রোভ, মিজোরামের পালা জলাভূমি, মধ্যপ্রদেশের সখ্য সাগর। রামসার সাইট দ্বারা আচ্ছাদিত পৃষ্ঠ-ক্ষেত্র প্রায় ১,০৮৩,৩২২ হেক্টর। তামিলনাড়ুতে ১৪ টি রামসার সাইট সহ ভারতে সর্বাধিক সংখ্যক রামসার সাইট রয়েছে।

ভারতের রামসার সাইট তালিকা – List of Ramsar Wetland sites in India

নংরামসার সাইটঅবস্থানসাল
চিলকা হ্রদ জলাভূমিওড়িশা১ অক্টোবর ১৯৮১
কেওলাদেও জলাভূমিরাজস্থান১ অক্টোবর ১৯৮১
হরিকে জলাভূমিপাঞ্জাব২৩ মার্চ ১৯৯০
লোকটাক হ্রদ জলাভূমিমণিপুর২৩ মার্চ ১৯৯০
সম্বর হ্রদ জলাভূমিরাজস্থান২৩ মার্চ ১৯৯০
উলার হ্রদজম্মু ও কাশ্মীর২৩ মার্চ ১৯৯০
কাঞ্জলি জলাভূমিপাঞ্জাব২২ জানুয়ারি ২০০২
রোপার জলাভূমিপাঞ্জাব২২ জানুয়ারি ২০০২
অষ্টমুদী জলাচূমিকেরালা১৯ আগস্ট ২০০২
১০ভিতরকণিকা ম্যনগ্রোভওড়িশা১৯ আগস্ট ২০০২
১১ভুজ জলাভূমিমধ্যপ্রদেশ১৯ আগস্ট ২০০২
১২দীপর বিল জলাভূমিআসাম১৯ আগস্ট ২০০২
১৩পূর্ব কলকাতা জলাভূমিপশ্চিমবঙ্গ১৯ আগস্ট ২০০২
১৪কোলেরু হ্রদঅন্ধ্রপ্রদেশ১৯ আগস্ট ২০০২
১৫পয়েন্ট ক্যালিমিয়র জলাভূমিতামিলনাডু১৯ আগস্ট ২০০২
১৬পং ড্যাম জলাভূমিহিমাচলপ্রদেশ১৯ আগস্ট ২০০২
১৭সস্থামকোট্টা হ্রদ জলাভূমিকেরালা১৯ আগস্ট ২০০২
১৮সোমোরিরি হ্রদ জলাভূমিলাদাখ১৯ আগস্ট ২০০২
১৯ভেম্বানাদ কয়াল জলাভূমিকেরালা১৯ আগস্ট ২০০২
২০চন্দ্র তালহিমাচল প্রদেশ৮ নভেম্বর ২০০৫
২১হোকেরা জলাভূমিজম্মু ও কাশ্মীর৮ নভেম্বর ২০০৫
২২রেণুকা জলাভূমিহিমাচল প্রদেশ৮ নভেম্বর ২০০৫
২৩রুদ্রসাগর জলাভূমিত্রিপুরা৮ নভেম্বর ২০০৫
২৪সুরিনসার-মনসার হ্রদ জলাভূমিজম্মু ও কাশ্মীর৮ নভেম্বর ২০০৫
২৫উর্দ্ধ গঙ্গা নদী (ব্রিজঘাট থেকে নারোরা) জলাভূমিউত্তর প্রদেশ৮ নভেম্বর ২০০৫
২৬নলসরোবর জলাভূমিগুজরাত২৪ সেপ্টেম্বর ২০১২
২৭ভারতীয় সুন্দরবনপশ্চিমবঙ্গ১ ফেব্রুয়ারি ২০১৯
২৮নন্দুর মধমেশ্বরমহারাষ্ট্র২১ জুন ২০১৯
২৯নবাব গঞ্জ পক্ষী অভয়ারণ্যউত্তর প্রদেশ১৯ সেপ্টেম্বর ২০১৯
৩০সরসাই নবার ঝিলউত্তর প্রদেশ১৯ সেপ্টেম্বর ২০১৯
৩১Beas (বিপাশা) Conservation Reserveপাঞ্জাব২৬ সেপ্টেম্বর ২০১৯
৩২কেশপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভপাঞ্জাব২৬ সেপ্টেম্বর ২০১৯
৩৩নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্যপাঞ্জাব২৬ সেপ্টেম্বর ২০১৯
৩৪স্যান্ডি পক্ষীওভয়ারণ্যউত্তর প্রদেশ২৬ সেপ্টেম্বর ২০১৯
৩৫সমসপুর পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ২৬ সেপ্টেম্বর ২০১৯
৩৬পার্বতী অর্ঘ্য পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ২ ডিসেম্বর ২০১৯
৩৭সমন পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ২ ডিসেম্বর ২০১৯
৩৮সুর সরোবরউত্তরপ্রদেশ২১ আগস্ট ২০২০
৩৯লোনারহ্রদমহারাষ্ট্র২২ জুলাই ২০২০
৪০কানবার হ্রদ ও কাবারতালবিহার২১ জুলাই ২০২০
৪১আসান কনসারভেশনউত্তরাখন্ড২১ জুলাই ২০২০
৪২সু-কার জলাভূমিলাদাখ১৭ নভেম্বর ২০২০
৪৪সুলতানপুর ন্যাশনাল পার্কহরিয়ানা১৪ই আগস্ট ২০২১
৪৫ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্যহরিয়ানা১৪ই আগস্ট ২০২১
৪৬থোল হ্রদগুজরাট১৪ই আগস্ট ২০২১
৪৭ওয়াধবানা জলাভূমিগুজরাট১৪ই আগস্ট ২০২১
৪৮বাখিরা পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ২ ফেব্রুয়ারি ২০২২
৪৯খিজাদিয়া পক্ষী অভয়ারণ্যগুজরাট২ ফেব্রুয়ারি ২০২২
৫০কারিকিলি পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু২৬ জুলাই ২০২২
৫১পাল্লিকরনাই জলাভূমিতামিলনাড়ু২৬ জুলাই ২০২২
৫২পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্টতামিলনাড়ু২৬ জুলাই ২০২২
৫৩পালা জলাভূমিমিজোরাম২৬ জুলাই ২০২২
৫৪সাখ্য সাগর হ্রদমধ্যপ্রদেশ২৬ জুলাই ২০২২
৫৫কুন্থনকুলাম পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু৩ আগস্ট ২০২২
৫৬সাতকোশিয়া ঘাটওড়িশা৩ আগস্ট ২০২২
৫৭নন্দা লেকগোয়া৩ আগস্ট ২০২২
৫৮মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগরতামিল নাড়ু৩ আগস্ট ২০২২
৫৯রঙ্গনাথিটু পাখিরালয়কর্ণাটক৩ আগস্ট ২০২২
৬০ভেম্বান্নুর জলাভূমি কমপ্লেক্সতামিল নাড়ু৩ আগস্ট ২০২২
৬১ভেলোর পক্ষী অভয়ারণ্যতামিল নাড়ু৩ আগস্ট ২০২২
৬২সিরপুর জলাভূমিমধ্য প্রদেশ৩ আগস্ট ২০২২
৬৩বেদান্থঙ্গল পক্ষী অভয়ারণ্যতামিল নাড়ু৩ আগস্ট ২০২২
৬৪উদয়মর্থন্দপুরম পক্ষী অভয়ারণ্যতামিল নাড়ু৩ আগস্ট ২০২২
৬৫তাম্পারা লেকওড়িশা১৩ আগস্ট ২০২২
৬৬হিরাকুদ জলাধারওড়িশা১৩ আগস্ট ২০২২
৬৭আনসুপা লেকওড়িশা১৩ আগস্ট ২০২২
৬৮যশবন্ত সাগরমধ্যপ্রদেশ১৩ আগস্ট ২০২২
৬৯চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু১৩ আগস্ট ২০২২
৭০সুচিন্দ্রাম থেরুর ওয়েটল্যান্ড কমপ্লেক্সতামিলনাড়ু১৩ আগস্ট ২০২২
৭১ভাদুভুর পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু১৩ আগস্ট ২০২২
৭২কাঞ্জিরানকুলাম পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু১৩ আগস্ট ২০২২
৭৩থানে ক্রিকমহারাষ্ট্র১৩ আগস্ট ২০২২
৭৪হাইগাম ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভমহারাষ্ট্র১৩ আগস্ট ২০২২
৭৫শালবুগ ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভমহারাষ্ট্র১৩ আগস্ট ২০২২

প্রশ্নঃ রামসার সাইট কি ?
উত্তরঃ জলাভূমি। অর্থাৎ রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত সমস্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়ে থাকে।

প্রশ্নঃ বর্তমানে ভারতে কয়টি রামসার সাইট আছে ?
উত্তরঃ ৫৪টি।

প্রশ্নঃ বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ২রা ফেব্রুয়ারি।

প্রশ্নঃ অষ্টমুদি জলাভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরালা।

প্রশ্নঃ উলার হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।

প্রশ্নঃ ভারতের প্রথম রামসার সাইট হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছিল ?
উত্তরঃ চিলকা হ্রদ, ওড়িশা ১৯৮১ সালে।

প্রশ্নঃ কত সালে প্রথমবার বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়েছিল ?
উত্তরঃ ১৯৯৭ সালে।

প্রশ্নঃ রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ হিমাচলপ্রদেশ।

প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় রামসার সাইট কোনটি ?
উত্তরঃ সুন্দরবন, পশ্চিমবঙ্গ।

প্রশ্নঃ ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট কোনটি ?
উত্তরঃ রেণুকা হ্রদ, হিমাচল প্রদেশ।

প্রশ্নঃ ভারতের ৪২তম রামসার সাইট কোনটি ?
উত্তরঃ Tso Kar Wetland.

Leave a Comment