ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট তালিকা

Rate this post

ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট তালিকা: ভারতীয় সেনাবাহিনী হল ভারতীয় সামরিক বাহিনীর স্থল-ভিত্তিক শাখা তথা বৃহত্তম অংশ। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং এই বাহিনীর পেশাগত প্রধান হলেন প্রতিরক্ষা প্রধান, যিনি একজন চার-তারা পদমর্যাদার জেনারেল। দুই জন সামরিক আধিকারিককে ফিল্ড মার্শাল নামে একটি পাঁচ-তারা মর্যাদার পদ প্রদান করা হয়; এই পদটি বিশেষ সম্মানের একটি আনুষ্ঠানিক পদ। ১৮৯৫ সালে বহু পূর্বে স্থাপিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রেসিডেন্সি বাহিনীগুলির পাশাপাশি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়। ১৯০৩ সালে উক্ত বাহিনীগুলি ব্রিটিশ ভারতীয় বাহিনীতে বিলীন হয়ে যায়। দেশীয় রাজ্যগুলিরও নিজস্ব সেনাবাহিনী ছিল, যা স্বাধীনতার পর জাতীয় বাহিনীতে মিশে যায়। ভারতীয় সেনাবাহিনীর ইউনিট ও রেজিমেন্টগুলির ইতিহাস বৈচিত্র্যপূর্ণ; এগুলি সারা বিশ্বে অনেক যুদ্ধ ও অভিযানে অংশগ্রহণ করেছে এবং স্বাধীনতার আগে ও পরে অনেক যুদ্ধ ও থিয়েটার সম্মাননা অর্জন করেছে।

ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী। এই বাহিনীতে কার্যরত সেনা-জওয়ানের সংখ্যা ১১,৩০,০০০ (এগারো লক্ষ ত্রিশ হাজার) জনেরও বেশি এবং সংরক্ষিত ট্রুপসের সংখ্যা প্রায় ১৮,০০,০০০ (আঠারো লক্ষ) ।

১৯৪৭ সালে স্বাধীনতাপ্রাপ্তির অব্যবহিত পরেই ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অধিকাংশ রেজিমেন্টকে একত্রিত করে ভারতীয় সেনাবাহিনী গঠিত হয়। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষীবাহিনীর সদস্য হিসেবে বিশ্বের বহু অশান্ত অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছিল। ফিল্ড মার্শাল এই বাহিনীর সর্বোচ্চ পদ। ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের পরামর্শক্রমে অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে এই পদ প্রদান করতে পারেন। অদ্যাবধি মাত্র দুজন জেনারেল এই পদে অধিষ্ঠিত হয়েছেন, একজন হলেন শ্যাম ম্যানেক শ, এবং আরেকজন কে এম ক্যারিয়াপ্পা।

ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট তালিকা – List of Regiments of the Indian Army

রেজিমেন্টস্থাপনকালরেজিমেন্ট কেন্দ্র
পাঞ্জাব রেজিমেন্ট (ভারত)১৭৫৭রামগড়, ঝাড়খণ্ড
মাদ্রাজ রেজিমেন্ট১৭৫৮ওয়েলিংটন, তামিলনাড়ু
মারাঠা হাল্কা পদাতিক রেজিমেন্ট১৭৬৮বেলগাম, কর্ণাটক
রাজপুতনা রাইফেলস১৭৭৫দিল্লি সেনানিবাস, দিল্লি
রাজপুত রেজিমেন্ট১৭৭৮ফতেহগড়, উত্তর প্রদেশ
দ্য গ্রেনেডিয়ার্স১৭৭৮জব্বলপুর, মধ্য প্রদেশ
জাট রেজিমেন্ট১৭৯৫বরেলি, উত্তর প্রদেশ
কুমায়ুন রেজিমেন্ট১৮১৩রানীক্ষেত, উত্তরখণ্ড
১ গোর্খা রাইফেলস১৮১৫সবাথু, হিমাচল প্রদেশ
৩ গোর্খা রাইফেলস১৮১৫বারাণসী, উত্তর প্রদেশ
৯ গোর্খা রাইফেলস১৮১৭বারাণসী, উত্তর প্রদেশ
জম্মু ও কাশ্মীর রাইফেলস১৮২১জব্বলপুর, মধ্য প্রদেশ
৮ গোর্খা রাইফেলস১৮২৪শিলং, মেঘালয়
শিখ রেজিমেন্ট১৮৪৬রামগড়, ঝাড়খণ্ড
৪ গোর্খা রাইফেলস১৮৫৭সবাথু, হিমাচল প্রদেশ
৫ গোর্খা রাইফেলস (সীমান্ত বাহিনী)১৮৫৮শিলং, মেঘালয়
দগড়া রেজিমেন্ট১৮৭৭ফয়েজাবাদ, উত্তর প্রদেশ
দ্য গাড়ওয়াল রাইফেলস১৮৮৭লন্সদাউন, উত্তরখণ্ড
১১ গোর্খা রাইফেলস১৯১৮-১৯২২; ১৯৪৮লখনউ, উত্তর প্রদেশ
আসাম রেজিমেন্ট১৯৪১শিলং, মেঘালয়
বিহার রেজিমেন্ট১৯৪১দানাপুর, বিহার
মাহার রেজিমেন্ট১৯৪১সগর, মধ্য প্রদেশ
শিখ হাল্কা পদাতিক রেজিমেন্ট১৯৪৪ফতেহগড়, উত্তর প্রদেশ
প্যারাসুট রেজিমেন্ট১৯৪৫বেঙ্গালুরু, কর্ণাটক
জম্মু ও কাশ্মীর হাল্কা পদাতিক রেজিমেন্ট১৯৪৭অবন্তীপুর, জম্মু ও কাশ্মীর
দ্য ব্রিগেড অব দ্য গার্ডস১৯৪৮কাম্পটে, নাগপুর, মহারাষ্ট্র
লাদাখ স্কাউটস১৯৬৩লেহ, লাদাখ
নাগা রেজিমেন্ট১৯৭০রানীক্ষেত, উত্তরখণ্ড
অরুনাচল স্কাউটস২০১০রায়াং, পাসিঘাট, অরুণাচল প্রদেশ
সিকিম স্কাউটস২০১৩লখনউ, উত্তর প্রদেশ

Leave a Comment