ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাগার তালিকা – List of Research Institutes in India

Rate this post

ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাগার তালিকা: আজ ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDFটি আমরা আজ শেয়ার করছি, যেটিতে ভারতের প্রায় সমস্ত ধরনের গবেষণা কেন্দ্রের নামের তালিকা বাংলায় উল্লেখিত আছে। জিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এটি । চাকরীর পরীক্ষাতে গবেষনাগার থেকে প্রশ্ন আসে; যেমন- ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের ধান গবেষণা কোথায় রয়েছে? ইত্যাদি।

ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাগার – List of Research Institutes in India

কৃষিজ গবেষণারঅবস্থান
ইণ্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চনতুন দিল্লী (দিল্লী)
ইণ্ডিয়ান বোটানিকাল সার্ভেকলকাতা (পঃবঃ)
দগ্ধ গবেষণা কেন্দ্রকার্ণাল (হরিয়ানা)
পাট গবেষণা কেন্দ্রবযারাকপুর (পঃবঃ)
ছাগল গবেষণা কেন্দ্রমথুরা (উত্তর প্রদেশ)
ইক্ষু গবেষণা কেন্দ্রলখনৌ (উত্তর প্রদেশ), কোয়েম্বাটুর (তামিলনাড়ু)
মৌমাছি গবেষণা কেন্দ্রপনে (মহারাষ্ট্র)
কার্পাস গবেষণা কেন্দ্রনাগপুর (মহারাষ্ট্র)
পোলট্রি গবেষণা কেন্দ্রবযাঙ্গালুরু (কর্ণাটক)
সিল্ক গবেষণা কেন্দ্রমাইসোর (কর্ণাটক)
কফি গবেষণা কেন্দ্রকাশাড়াগাড় (কেরালা), চিকমাগালুর (কর্ণাটক)
চামড়া গবেষণা কেন্দ্রচেন্নাই (তামিলনাড়ু)
রবার গবেষণা কেন্দ্রকোট্টায়াম (কেরালা)
আলু গবেষণা কেন্দ্রসিমলা (হিমাচল প্রদেশ)
চা গবেষণা কেন্দ্রটোকলাই, জোরহাট (অসম), পুণে (মহারাষ্ট্র)
তামাক গবেষণা কেন্দ্ররাজামুন্দ্রি (অন্ধ্রপ্রদেশ)
ধান গবেষণা কেন্দ্রকটক (ওড়িশা), চুঁচুড়া (পঃবঃ)
গম গবেষণা কেন্দ্রপসা (দিল্লী)
কলা গবেষণা কেন্দ্রতিরুচি (তামিলনাড়ু)
তলা গবেষণা কেন্দ্রনাগপুর (মহারাষ্ট্র)
মিলেট গবেষণা কেন্দ্রযোধপুর ও হায়দ্রাবাদ
বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্রভোপাল (মধ্যপ্রদেশ), পুণে (মহারাষ্ট্র), বেলেঘাটা (পঃবঃ), ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
চিংড়ি গবেষণা কেন্দ্রনেলোর (অন্ধ্রপ্রদেশ)
ভারতীয় দুগ্ধ নিগমআনন্দ (গুজরাট)
জাতীয় মশলা গবেষণা কেন্দ্রকালিকট (কেরালা)
আন্তর্জাতিক বাগিচা গবেষণা কেন্দ্রবযাঙ্গালুরু (কর্ণাটক)

Leave a Comment