ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাগার তালিকা: আজ ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDFটি আমরা আজ শেয়ার করছি, যেটিতে ভারতের প্রায় সমস্ত ধরনের গবেষণা কেন্দ্রের নামের তালিকা বাংলায় উল্লেখিত আছে। জিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এটি । চাকরীর পরীক্ষাতে গবেষনাগার থেকে প্রশ্ন আসে; যেমন- ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের ধান গবেষণা কোথায় রয়েছে? ইত্যাদি।
ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাগার – List of Research Institutes in India
কৃষিজ গবেষণার | অবস্থান |
---|---|
ইণ্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ | নতুন দিল্লী (দিল্লী) |
ইণ্ডিয়ান বোটানিকাল সার্ভে | কলকাতা (পঃবঃ) |
দগ্ধ গবেষণা কেন্দ্র | কার্ণাল (হরিয়ানা) |
পাট গবেষণা কেন্দ্র | বযারাকপুর (পঃবঃ) |
ছাগল গবেষণা কেন্দ্র | মথুরা (উত্তর প্রদেশ) |
ইক্ষু গবেষণা কেন্দ্র | লখনৌ (উত্তর প্রদেশ), কোয়েম্বাটুর (তামিলনাড়ু) |
মৌমাছি গবেষণা কেন্দ্র | পনে (মহারাষ্ট্র) |
কার্পাস গবেষণা কেন্দ্র | নাগপুর (মহারাষ্ট্র) |
পোলট্রি গবেষণা কেন্দ্র | বযাঙ্গালুরু (কর্ণাটক) |
সিল্ক গবেষণা কেন্দ্র | মাইসোর (কর্ণাটক) |
কফি গবেষণা কেন্দ্র | কাশাড়াগাড় (কেরালা), চিকমাগালুর (কর্ণাটক) |
চামড়া গবেষণা কেন্দ্র | চেন্নাই (তামিলনাড়ু) |
রবার গবেষণা কেন্দ্র | কোট্টায়াম (কেরালা) |
আলু গবেষণা কেন্দ্র | সিমলা (হিমাচল প্রদেশ) |
চা গবেষণা কেন্দ্র | টোকলাই, জোরহাট (অসম), পুণে (মহারাষ্ট্র) |
তামাক গবেষণা কেন্দ্র | রাজামুন্দ্রি (অন্ধ্রপ্রদেশ) |
ধান গবেষণা কেন্দ্র | কটক (ওড়িশা), চুঁচুড়া (পঃবঃ) |
গম গবেষণা কেন্দ্র | পসা (দিল্লী) |
কলা গবেষণা কেন্দ্র | তিরুচি (তামিলনাড়ু) |
তলা গবেষণা কেন্দ্র | নাগপুর (মহারাষ্ট্র) |
মিলেট গবেষণা কেন্দ্র | যোধপুর ও হায়দ্রাবাদ |
বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র | ভোপাল (মধ্যপ্রদেশ), পুণে (মহারাষ্ট্র), বেলেঘাটা (পঃবঃ), ব্যাঙ্গালুরু (কর্ণাটক) |
চিংড়ি গবেষণা কেন্দ্র | নেলোর (অন্ধ্রপ্রদেশ) |
ভারতীয় দুগ্ধ নিগম | আনন্দ (গুজরাট) |
জাতীয় মশলা গবেষণা কেন্দ্র | কালিকট (কেরালা) |
আন্তর্জাতিক বাগিচা গবেষণা কেন্দ্র | বযাঙ্গালুরু (কর্ণাটক) |