ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF – List of Research Institutes in India

Rate this post

ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভারতের বিভিন্ন গবেষণাগার ও তার অবস্থান PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র PDF.

নিচে List of Research Institutes in India PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের বিভিন্ন গবেষণাগার ও তাদের সদর দপ্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF – List of Research Institutes in India

গবেষনাগারঅবস্থান
কেন্দ্রীয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগারযাদবপুর (পশ্চিমবঙ্গ)
কেন্দ্রীয় বলবিদ্যা পূর্ত গবেষণাগারদুর্গাপুর (পশ্চিমবঙ্গ)
মৎস্য গবেষণাগারজুনপুট (পশ্চিমবঙ্গ)
কেন্দ্রীয় পাট গবেষণাগারব্যারাকপুর (পশ্চিমবঙ্গ)
কেন্দ্রীয় পাট প্রযুক্তি গবেষণাগারকোলকাতা (পশ্চিমবঙ্গ)
সারা ভারত ম্যালেরিয়া ইন্সটিটিউটদিল্লি
কেন্দ্রীয় রোড রিসার্চ ইন্সটিটিউটনিউ দিল্লি
কেন্দ্রীয় রাজপথ গবেষণাগারদিল্লি
কেন্দ্রীয় গম গবেষণাগারপুসা (দিল্লি)
কেন্দ্রীয় ঔষধ গবেষণাগারদিল্লি
ন্যাশানাল ফিজিকাল ল্যাবরেটরীনতুন দিল্লি
সেন্ট্রাল পটেটো রিসার্চ ইন্সটিটিউটসিমলা
ইন্ডিয়ান টেক্সটাইল ইন্সটিটিউটকানপুর
কেন্দ্রীয় রাইস রিসার্চ ইন্সটিটিউটকটক (ওড়িশা )
চা,কফি গবেষণাগারকাসারগড়
কেন্দ্রীয় কার্পাস গবেষণাগারনাগপুর
দুগ্ধ গবেষণাগারকারনার (বেঙ্গালুরু)
কেন্দ্রীয় চা ও নারকেল গবেষণাগারকাসেরগড় (কেরালা)
কেন্দ্রীয় মহাকাশ গবেষণাগারথুম্বা (কেরালা)
কেন্দ্রীয় খাদ্য গবেষণাগারমহীশূর
খনি গবেষণাগারধানবাদ (ঝাড়খণ্ড)
মৃত্তিকা গবেষণাগারদেরাদূন, চন্ডীগড়, কোটা, আগ্রা, যোধপুর
জ্যোতির্বিজ্ঞান গবেষণাগারইজ্জয়িনী,হায়দ্রাবাদ
পশ্চিমবঙ্গের নদী গবেষণাগারহরিণঘাটা
বস্ত্র গবেষণাগারপুনে
হাই অল্টিচিউড রিসার্চ ল্যাবেরটরীকাশ্মীরের গুলবার্গ
জাহাজ গবেষণাগারচেন্নাই (তামিলনাড়ু)
কেন্দ্রীয় চামড়া ইন্সটিটিউটচেন্নাই
কেন্দ্রীয় সমূদ্র গবেষণাগারপানাজী (গোয়া)
পেট্রোলিয়াম গবেষণাগারদেরাদূন (উত্তরাঞ্চল)
কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটরুরকি (উত্তরাঞ্চল)
ড্রাগ গবেষণাগারলক্ষনৌ (ইউ পি)
মৎস্য প্রযুক্তি গবেষণাগারকেরালার এরনাকুলাম
কেন্দ্রীয় আখ গবেষণাগারকোয়েম্বাটুর ও লক্ষনৌ
কেন্দ্রীয় জিওলজিক্যাল রিসার্চ ইন্সটিটিউটহায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ)
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সবেঙ্গালুরু
ন্যাশানাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউটনাগপুর (মহারাষ্ট্র)
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সুগার টেকনোলজীকানপুর (ইউ পি)
ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউটদেরাদূন
অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডক্যাল সায়েন্সদিল্লি
ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউটনিউ দিল্লি
সেন্ট্রাল ফিসারি রিসার্চ ইন্সটিটিউটব্যারাকপুর
ন্যাশানাল ডেয়ারী রিসার্চ ইন্সটিটিউটকারনাল (হরিয়ানা)
ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউটমুম্বাই (মহারাষ্ট্র)
ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইন্সটিটিউটবেঙ্গালুরু

File Details:
File Name: ভারতের বিভিন্ন গবেষণাগার [www.gksolve.in]
File Format: PDF
Quality: High
File Size: 3 Mb
File Location: Google Drive

Click Here to Download

Leave a Comment