সার্ক সম্মেলন তালিকা – List of SAARC Summits

Rate this post

সার্ক সম্মেলন তালিকা – List of SAARC Summits: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মায়ানমার, মরিশাস, ও অস্ট্রেলিয়া হল সার্কের ৮ টি পর্যবেক্ষক রাষ্ট্র। সার্ক ১৯৭৯ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ দ্বারা সার্কের পথ চলা শুরু হয়েছিল।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন। এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত । সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে । রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয় । নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত ।

সার্ক সম্মেলন তালিকা – List of SAARC Summits

ক্রমসালস্থানদেশ
প্রথম১৯৮৫ঢাকাবাংলাদেশ
দ্বিতীয়১৯৮৬বেঙ্গালুরুভারত
তৃতীয়১৯৮৭কাঠমান্ডুনেপাল
চতুর্থ১৯৮৮ইসলামাবাদপাকিস্তান
পঞ্চম১৯৯০মালেমালদ্বীপ
ষষ্ঠ১৯৯১কলম্বোশ্রীলঙ্কা
সপ্তম১৯৯৩ঢাকাবাংলাদেশ
অষ্টম১৯৯৫নতুন দিল্লিভারত
নবম১৯৯৭মালেমালদ্বীপ
দশম১৯৯৮কলম্বোশ্রীলঙ্কা
একাদশ২০০২কাঠমান্ডুনেপাল
দ্বাদশ২০০৪ইসলামাবাদপাকিস্তান
ত্রয়োদশ২০০৫ঢাকাবাংলাদেশ
চতুর্দশ২০০৭নতুন দিল্লিভারত
পঞ্চদশ২০০৮কলম্বোশ্রীলঙ্কা
ষষ্ঠদশ২০১০থিম্ফুভুটান
সপ্তদশ২০১১আদ্দুমালদ্বীপ
অষ্টাদশ২০১৪কাঠমান্ডুনেপাল
ঊনবিংশ২০১৬ইসলামাবাদপাকিস্তান

Leave a Comment