ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশুর তালিকা

Rate this post

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশুর তালিকা: আজ ভারতের রাজ্য পশু ও পাখির তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপশু ও রাজ্যপাখির নামের তালিকা বাংলায় দেওয়া হয়েছে। ভারত সম্পর্কে জিকের অন্যতম একটি অংশ হিসাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ক্ষেত্র থেকে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে। যেমন:- পশ্চিমবঙ্গের রাজ্যপশু কী? উড়িষ্যার রাজ্যপাখির নাম কী? ইত্যাদি।

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশুর তালিকা

নংরাজ্যরাজ্য পশু
পশ্চিমবঙ্গমেছো বিড়াল
অন্ধ্রপ্রদেশকৃষ্ণসার
অরুণাচল প্রদেশগয়াল
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমুদ্রধেনু
আসামভারতীয় গণ্ডার
উত্তরপ্রদেশবারশিঙ্গা
উত্তরাখণ্ডআলপাইন কস্তুরীমৃগ
ওড়িশাসম্বর হরিণ
কর্ণাটকভারতীয় হাতি
১০কেরলভারতীয় হাতি
১১গুজরাটএশিয় সিংহ
১২গোয়াগৌর
১৩ছত্তিশগড়বুনো মোষ
১৪জম্মু ও কাশ্মীরহঙ্গুল
১৫ঝাড়খণ্ডভারতীয় হাতি
১৬তামিলনাড়ুনীলগিরি বনছাগল
১৭ত্রিপুরাচশমাপরা হনুমান
১৮দিল্লীনীলগাই
১৯নাগাল্যান্ডগয়াল
২০পাঞ্জাবকৃষ্ণসার
২১পুদুচেরিকাঠবিড়ালী
২২বিহারগৌর
২৩মণিপুরসাঙ্গাই হরিণ
২৪মধ্যপ্রদেশবারশিঙ্গা
২৫মহারাষ্ট্রভারতীয় বৃহৎ কাঠবিড়ালী
২৬মিজোরামউল্লুক
২৭মেঘালয়মেঘলা চিতা
২৮রাজস্থানউট
২৯সিকিমলাল পাণ্ডা
৩০হরিয়ানাকৃষ্ণসার
৩১হিমাচল প্রদেশতুষার চিতা

Leave a Comment