বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি তালিকা – কোথায় কোন মিষ্টি বিখ্যাত

Rate this post

বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি তালিকা – কোথায় কোন মিষ্টি বিখ্যাত: মিষ্টি হলো চিনির বা গুড়ের রসে ভেজানো ময়দার গোলা কিংবা দুধ- চিনি মিশিয়ে তৈরি বিভিন্ন আকৃতির ছানার অথবা ময়দার টুকরো করা খাবার। বাঙালির খাওয়া-দাওয়ায় মিষ্টি একটি অতি জনপ্রিয় উপকরণ। বাঙালির কোন উপলক্ষ-অনুষ্ঠানই মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না। মিষ্টির নাম শুনলেই জিভে জল আসে। বাংলাদেশে মিষ্টিকে পণ্য করে গড়ে উঠেছে অগণিত নামী-দামী মিষ্টি-বিক্রয়কেন্দ্র।

সেই আদিযুগের লাড্ডু থেকে শুরু করে সন্দেশ, কালোজাম পেরিয়ে আজ মিষ্টির প্রকারভেদ শিল্পের পর্যায়ে চলে গেছে। বিভিন্ন রকমের মিষ্টি স্বাদ, আকারে এমনকি নামকরণে ভিন্নতা নিয়ে জনপ্রিয়। বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মায়ানমার এই অঞ্চলে মিষ্টির প্রচুর ব্যবহার করা হয় সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মিষ্টির ব্যবহার অত্যন্ত প্রবল ।এই অঞ্চলে যে পরিমাণ মিষ্টি মানুষ ব্যবহার করে এমন এই পরিমাণ মিষ্টি কখনো বিশ্বের অন্য দেশে ব্যবহার করা হয় না

মিষ্টির প্রকারভেদ

বাংলার মিষ্টিকে দু’ভাগে ভাগ করেছেন সুকুমার সেন। প্রথম ভাগে আছে একক উপাদানে তৈরি মিষ্টি। এ ধরনের মিষ্টিতে গুড় বা চিনির সাথে আর কিছু মিশ্রিত থাকে না। যেমনঃ গুড় বা চিনির নাড়ু ও চাকতি, পাটালি, বাতাসা, খাজা, ছাঁচ ইত্যাদি। দ্বিতীয় ধরনের মিষ্টিকে আরো দু’ রকমে ভাগ করা চলে। গুড় বা চিনির সাথে দুগ্ধজাত কোন উপকরণ ছাড়া অন্য দ্রব্য সহযোগে তৈরিকৃত মিষ্টান্ন। যেমনঃ নারকেল, তিল এসবের নাড়ু, চিঁড়া, মুড়ি, খৈ-এর মোয়া ইত্যাদি।

দুগ্ধজাত দ্রব্যযোগে তৈরি নানান ধরনের মিষ্টি রসিক ও মিষ্টিপ্রিয় বাঙালির সুপরিচিত। চিনির সাথে ছানার সংযোগে তৈরি হয় সন্দেশ ও মণ্ডা। আবার এই ছানা রসে মাখিয়ে তৈরি হয় রসগোল্লা, দুধে ডোবালে রসমালাই। বেসনের ছোট ছোট দানা ঘিয়ে ভেজে তৈরি হয় বুন্দিয়া, যা দেখতে ছোট বিন্দুর মতো। কড়া পাকে প্রস্তুতকৃত বুন্দিয়াই মতিচুর লাড্ডুর কাঁচামাল।

বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি তালিকা – কোথায় কোন মিষ্টি বিখ্যাত

নংস্থানবিখ্যাত মিষ্টি
কলকাতারসগোল্লা
বর্ধমানসীতাভোগ
কৃষ্ণনগরসরভাজা
জয়নগরমোয়া
বেলাকোবাচমচম
চন্দননগরজলভরা
শক্তিগড়ল্যাংচা
নবদ্বীপলাল দই
মানকরকদমা
১০মালদহরসকদম্ব
১১কাটোয়াছানার জিলিপি
১২রানাঘাটপান্তুয়া
১৩সিউড়িরমোরব্বা
১৪বেলিয়াতোড়মেচা সন্দেশ
১৫বহরমপুরছানা বড়া
১৬বর্ধমানমিহিদানা
১৭বাঁকুড়াপ্যারা
১৮শিলিগুড়িলালমোহন
১৯জনাইমনোহরা
২০বর্ধমানদরবেশ
২১রামপুরহাটরসমালাই
২২শান্তিপুরনিখুঁতি
২৩মালদহকানসাট
২৪গুপ্তিপাড়াগুপোসন্দেস
২৫পশ্চিম মেদিনীপুরমুগের জিলিপি
২৬আলিপুরদুয়ারকমলাভোগ
২৭বিষ্ণুপুরমতিচুরের লাড্ডু

Leave a Comment