ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি তালিকা PDF -List of Tribes in India

Rate this post

List of Tribes in India: একটি দেশের মূল জনগোষ্টী থেকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ভিন্নতর যারা তাদের ঐতিহ্য, কৃষ্টি ও আইন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত তাদেরকে উপজাতি বলা হয়। মূলত‍ঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্ট্টকরণ হয়ে থাকে। উপজাতি (ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি তালিকা) তারাই যারা ভিন্ন ভিন্ন জাতির সংমিশ্রণে তৈরি শংকর জাতি এবং বর্তমানে বৃহত্তসংখ্যক এধরনের মানুষ বসবাস করে।প্রকৃত পক্ষে নিচে দেওয়া জনগোষ্ঠী গুলোই হচ্ছে উপজাতি।

তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, পোশাক -পরিচ্ছেদ,খাদ্যভ্যাস,ভাষা, নিজস্ব বর্ণমালা ইত্যাদি।মোট কথা হচ্ছে একটি উপজাতি জনগোষ্ঠী যেসব বৈশিষ্ট্য থাকার কথা তার সব গুলোই নিচের দেওয়া জনগোষ্ঠীদের বৈশিষ্ট্য পাওয়া যায় উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী সমূহ হচ্ছেঃ- মগ, মুরং, মারমা, চাকমা, ত্রিপুরা, হাজং , তঞ্চঙ্গ্যা,বম, লুসাই,চাক ,পানখোয়া, গারো, সাঁওতাল, মণিপুরী ইত্যাদি। উপরোল্লেখিত উপজাতি গুলোর বসাবাস বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় বসাবাস করে আসছে যুগের পর যুগ ধরে।

আজ ভারতের বিভিন্ন উপজাতি তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী উপজাতি সম্প্রদায়ের নামের তালিকা রয়েছে| চাকরীর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়|যেমন:- ভারতের কোন রাজ্যে বেশি উপজাতি বাস করে? ভারতে কোন কোন উপজাতির সংখ্যা সবথেকে বেশি? ইত্যাদি|

ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি

রাজ্যউপজাতি
নাগাল্যান্ডঅঙ্গামি, লোথা, সিমা, নাগা, সাংটম, কন্যাক
ঝাড়খন্ডসাঁওতাল, হো, ওরাও, মুন্ডা,বিরহর পাহাড়িয়া
অরুণাচল প্রদেশমিরি, খামতি, মিসমি, সিংফো, আপাতানি, ডাফলা
তামিলনাড়ুটোডা, বাদাগা , কুরুম্বা, কোটা
গোয়াসিদ্দি, ধোদিয়া
কর্ণাটকইডসা, আরিয়ান
তেলেঙ্গানাচেঞ্চু, বাগদাজ, কুরুম্বা, কোয়া, খোন্ড
পশ্চিমবঙ্গভুটিয়া, বিরহর, মাহালী, লোধা, মালপাহাড়িয়া, ভূমিজ
মেঘালয়গারো, খাসি, জয়ন্তিয়া, হামার
মিজোরামমিজো, মিরাশ, রালটেশ, লুসাই, হিমারস
মনিপুরলেপচা, মুঘ, মেইথেই, কুকি
আসামখাসি, বোরা, কাচারি, অবর, মিরিক, চুটিয়া
হিমাচল প্রদেশগাদ্দি, খাস, গুজ্জর
উত্তর প্রদেশখাস, ভূঁইয়া, কোল, থারু
গুজরাটভিল, পাতালিয়া, বাঞ্চা
পাঞ্জাবসাস্নি
বিহারওরাও
মহারাষ্ট্রখোন্ড, ভুঞ্জিয়া
সিকিমলেপচা, ওয়াংচু
রাজস্থানভিল, বৈগা, কাথোরিয়া, মিনা, বাইকা
ত্রিপুরাভুটিয়া, কুকি, চাকমা, গারো, লুসাই
মধ্যপ্রদেশকোল, ভিল, খারিয়া, বৈগা, ভারিয়া, গোণ্ড
উত্তরাখণ্ডখাস, কোল, ভুইয়া, থারু
উড়িষ্যাখোন্ড, জুয়াং, কান্দ
কেরালাকাদার, ইরুলা, পুলিয়ান, কুরুম্বা
লাক্ষাদ্বীপমিনিকয়, মালাচেরি
দাদরা ও নগর হাভেলিডুবলা
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জওঙ্গী, সোমপেন, জারোয়া, সেন্টিনেলিজ
জম্মু-কাশ্মীরগাদ্দি, ডোগড়া, বাকারওয়াল, গুজ্জার

Leave a Comment