বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিষ্কর্তা তালিকা: টিকা বা প্রতিষেধক (বা ভ্যাকসিন): যে জৈব রাসায়নিক যৌগ যা অ্যান্টিবডি তৈরী হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোন একটি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা জন্মাতে সাহায্য করে তাকে টিকা বলে।[১] কোনো প্রাণীর দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস, ব্যাক্টেরিয়া ইত্যাদির জীবিত (যার রোগসূচনাকারী ক্ষমতা শূন্য) বা মৃতদেহ বা কোনো অংশবিশেষ হতে প্রস্তুত ঔষধ যা ঐ প্রাণীর দেহে ঐ ভাইরাস বা ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে আন্টিবডি সৃষ্টি করে।
কোন রোগের টিকা হল কেবলমাত্র সেই নির্দিষ্ট রোগটিরই বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা বর্ধনকারী ক্রিয়া সম্পন্ন জৈব উপাচার যা টিকাকরণ (ইনঅক্যুলেশন) অর্থাৎ ত্বকে সূচ ফুটিয়ে দেওয়া হতে পারে বা অন্য উপায়ে যেমন খাবার ড্রপ (যেমন মুখে সেব্য পোলিও টিকা বা ওরাল পোলিও ভ্যাক্সিন) হিসেবে দেওয়া হতে পারে। এতে সাধারণত মৃতপ্রায় বা মৃত জীবাণু অথবা তার বিষ থেকে তৈরী হওয়া রোগ সৃষ্টিকারী জীবাণু-সদৃশ উপাদান থাকে। এটি উক্ত উপাদানটিকে বহিরাগত হিসেবে শনাক্ত করতে, সেটিকে ধবংস করতে এবং স্মৃতিতে রাখতে অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করে, যাতে পরবর্তীতে অনাক্রম্যতন্ত্র ঐ সমস্ত জীবাণুকে খুব সহজে পরবর্তী অনুপ্রবেশে শনাক্ত ও ধবংস করতে পারে।
বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিস্কর্তা তালিকা
নং | ভ্যাকসিন | রোগ | আবিষ্কর্তা |
---|---|---|---|
১ | HIB | ইনফ্লুয়েঞ্জা-বি | ডেভিড স্মিথ |
২ | ইনঅ্যাক্টিভেটেড পোলিও | পোলিও | জোনাস সল্ক |
৩ | ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন | ইনফ্লুয়েঞ্জা | থমাস ফ্রান্সিস |
৪ | কলেরা ভ্যাকসিন | কলেরা | রবার্ট কোচ |
৫ | টাইফয়েড ভ্যাকসিন (TAB) | টাইফয়েড | আলমরথ এডওয়ার্ড, রাইট |
৬ | টিটেনাস টক্সয়েড (TT) | টিটেনাস | এমিল ভন বেহরিং |
৭ | ডিপথেরিয়া ভ্যাকসিন (DTP) | ডিপথেরিয়া | লেইলা ডেনমার্ক |
৮ | নিউমোনিয়া ভ্যাকসিন (PCV) | নিউমোনিয়া | – |
৯ | বিসিজি (BCG) ভ্যাকসিন | যক্ষ্মা | আলবার্ট কালমেট্টে,ক্যামিলে গুয়েরিন |
১০ | ভ্যাক্সিনিয়া (VACCINIA) | স্মল পক্স | এডওয়ার্ড জেনার |
১১ | ভ্যারিসেল্লা (VARICELLA) | চিকেন পক্স | টমাস ওয়েলার |
১২ | মাম্পস ভ্যাকসিন (MMR) | মাম্পস | মোরিস হিলম্যান |
১৩ | মিসলেস ভ্যাকসিন | হাম | মোরিস হিলম্যান |
১৪ | রুবেলা ভ্যাকসিন | রুবেলা | মোরিস হিলম্যান |
১৫ | রেবিস ভ্যাকসিন | জলাতঙ্ক | লুই পাস্তুর |
১৬ | লাইভ ওরাল পোলিও | পোলিও | স্যাবিন |
১৭ | হেপাটাইটিস-এ (HEP A) | হেপাটাইটিস-এ | মোরিস হিলম্যান |
১৮ | হেপাটাইটিস-বি (HEP B) | হেপাটাইটিস-বি | পাবলো ডিটি, ভ্যালেনজুয়েলা |