বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিষ্কর্তা তালিকা

Rate this post

বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিষ্কর্তা তালিকা: টিকা বা প্রতিষেধক (বা ভ্যাকসিন): যে জৈব রাসায়নিক যৌগ যা অ্যান্টিবডি তৈরী হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোন একটি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা জন্মাতে সাহায্য করে তাকে টিকা বলে।[১] কোনো প্রাণীর দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস, ব্যাক্টেরিয়া ইত্যাদির জীবিত (যার রোগসূচনাকারী ক্ষমতা শূন্য) বা মৃতদেহ বা কোনো অংশবিশেষ হতে প্রস্তুত ঔষধ যা ঐ প্রাণীর দেহে ঐ ভাইরাস বা ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে আন্টিবডি সৃষ্টি করে।

কোন রোগের টিকা হল কেবলমাত্র সেই নির্দিষ্ট রোগটিরই বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা বর্ধনকারী ক্রিয়া সম্পন্ন জৈব উপাচার যা টিকাকরণ (ইনঅক্যুলেশন) অর্থাৎ ত্বকে সূচ ফুটিয়ে দেওয়া হতে পারে বা অন্য উপায়ে যেমন খাবার ড্রপ (যেমন মুখে সেব্য পোলিও টিকা বা ওরাল পোলিও ভ্যাক্সিন) হিসেবে দেওয়া হতে পারে। এতে সাধারণত মৃতপ্রায় বা মৃত জীবাণু অথবা তার বিষ থেকে তৈরী হওয়া রোগ সৃষ্টিকারী জীবাণু-সদৃশ উপাদান থাকে। এটি উক্ত উপাদানটিকে বহিরাগত হিসেবে শনাক্ত করতে, সেটিকে ধবংস করতে এবং স্মৃতিতে রাখতে অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করে, যাতে পরবর্তীতে অনাক্রম্যতন্ত্র ঐ সমস্ত জীবাণুকে খুব সহজে পরবর্তী অনুপ্রবেশে শনাক্ত ও ধবংস করতে পারে।

বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিস্কর্তা তালিকা

নংভ্যাকসিনরোগআবিষ্কর্তা
HIBইনফ্লুয়েঞ্জা-বিডেভিড স্মিথ
ইনঅ্যাক্টিভেটেড পোলিওপোলিওজোনাস সল্ক
ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনইনফ্লুয়েঞ্জাথমাস ফ্রান্সিস
কলেরা ভ্যাকসিনকলেরারবার্ট কোচ
টাইফয়েড ভ্যাকসিন (TAB)টাইফয়েডআলমরথ এডওয়ার্ড, রাইট
টিটেনাস টক্সয়েড (TT)টিটেনাসএমিল ভন বেহরিং
ডিপথেরিয়া ভ্যাকসিন (DTP)ডিপথেরিয়ালেইলা ডেনমার্ক
নিউমোনিয়া ভ্যাকসিন (PCV)নিউমোনিয়া
বিসিজি (BCG) ভ্যাকসিনযক্ষ্মাআলবার্ট কালমেট্টে,ক্যামিলে গুয়েরিন
১০ভ্যাক্সিনিয়া (VACCINIA)স্মল পক্সএডওয়ার্ড জেনার
১১ভ্যারিসেল্লা (VARICELLA)চিকেন পক্সটমাস ওয়েলার
১২মাম্পস ভ্যাকসিন (MMR)মাম্পসমোরিস হিলম্যান
১৩মিসলেস ভ্যাকসিনহামমোরিস হিলম্যান
১৪রুবেলা ভ্যাকসিনরুবেলামোরিস হিলম্যান
১৫রেবিস ভ্যাকসিনজলাতঙ্কলুই পাস্তুর
১৬লাইভ ওরাল পোলিওপোলিওস্যাবিন
১৭হেপাটাইটিস-এ (HEP A)হেপাটাইটিস-এমোরিস হিলম্যান
১৮হেপাটাইটিস-বি (HEP B)হেপাটাইটিস-বিপাবলো ডিটি, ভ্যালেনজুয়েলা

Leave a Comment