বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা – List Of Various Awards And Fields

Rate this post

বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা – List Of Various Awards And Fields: আজ বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় সেই তালিকাটি সূচনাকাল এর সাথে দেওয়া হলো। জিকের অংশ হিসাবে পুরস্কারের সূচনাকাল থেকেও পরীক্ষায় প্রশ্ন  আসে। যেমন:- কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? নোবেল পুরস্কার কোন সাল থেকে প্রথম দেওয়া শুরু হয়? ইত্যাদি।

বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা – List Of Various Awards And Fields

নংপুরস্কার ক্ষেত্র
অর্জুন পুরস্কারখেলাধুলার ক্ষেত্রে
অশোক চক্র পুরস্কারসেনাবাহিনীতে বীরত্ব ও সাহসিকতা
অস্কার পুরস্কারচলচ্চিত্র
অ্যাবেল পুরস্কারগণিত (গণিতের নোবেল বলা হয়ে থাকে)
আনন্দ পুরস্কারবাংলা সাহিত্য
আব্দুস সালাম পুরস্কারবিজ্ঞান ও প্রযুক্তি
আর্যভট্ট পুরস্কারএস্ট্রোনাট সোসাইটি কর্তৃক প্রদত্ত দেশে মহাকাশবিদ্যার জনপ্রিয়তা বাড়ানোর জন্য
ইউনেস্কো শান্তি পুরস্কারআন্তর্জাতিক শান্তি রক্ষা
ইন্দিরা গান্ধী প্রিয়দর্শনী পুরস্কারমানবতার জন্য স্বার্থহীন কর্মের জন্য
১০ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারশান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়ন
১১উত্তম জীবনরক্ষা চক্রসামরিক ক্ষেত্রে
১২কবীর সম্মানসাম্প্রদায়িক সম্প্রীতি
১৩কলিঙ্গ পুরস্কারUNESCO কর্তৃক প্রদত্ত বিজ্ঞান গবেষণার জন্য
১৪কালিদাস সম্মানসিনেমা /থিয়েটার
১৫কীর্তিচক্রসামরিক ক্ষেত্রে
১৬গান্ধী শান্তি পুরস্কারঅহিংস-গান্ধীবাদী নীতির সাহায্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য
১৭গুজারমল মোদী পুরস্কারশ্রেষ্ট বৈজ্ঞানিক, নতুন প্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য
১৮গোল্ডেন গ্লোব পুরস্কারপরিবেশগত ইস্যু
১৯গোল্ডেন পালমেস পুরস্কারকান চলচ্চিত্র উৎসবে সর্বশ্রেষ্ট চলচ্চিত্র
২০গোল্ডেন পিকক পুরস্কারবার্লিন বার্ষিক চলচ্চিত্র উৎসব
২১গোল্ডেন প্ল্যানেট পুরস্কারডেনমার্ক সরকার প্রদত্ত বাস্তুস্তানগত ঘটনাবলীর জন্য
২২গ্রামী পুরস্কারসংগীত
২৩চামেলী দেবী জৈন পুরস্কারসংবাদ মাধ্যমে অবিস্মরণীয় ক্রিয়াকলাপের জন্য
২৪জি. ডি. বিড়লা পুরস্কার (বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য)বিজ্ঞান গবেষণার জন্য
২৫জীবনরক্ষা চক্রসামরিক ক্ষেত্রে
২৬জ্ঞানপীঠ পুরস্কারভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান
২৭টেগোর সম্মানকলা এবং সাহিত্যে সাম্প্রদায়িক সম্প্রীতি
২৮তানসেন পুরস্কারসঙ্গীত
২৯দাদাসাহেব ফালকেচলচ্চিত্র, সংগীত ক্ষেত্র
৩০দ্রোণাচার্য পুরস্কারখেলাধুলায় প্রশিক্ষণ
৩১ধন্বন্তরী পুরস্কারচিকিৎসা বিজ্ঞান
৩২ধ্যানচাঁদ পুরস্কারপ্রাক্তন খেলোয়াড়
৩৩নোবেল পুরস্কারপদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য, শান্তি, অর্থনীতি
৩৪পদ্মবিভূষণসরকারি ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য
৩৫পদ্মভূষণসরকারি ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য
৩৬পদ্মশ্রীসরকারি ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য
৩৭পরমবীর চক্রভারতে সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার
৩৮পুলিৎজার পুরস্কারসাংবাদিকতা, সাহিত্য
৩৯বঙ্গ বিভূষণব্যতিক্রমী অসাধারণ কাজের জন্য
৪০বঙ্গভূষণসরকারী ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য
৪১বাচস্পতি সম্মানসংস্কৃত সাহিত্য
৪২বাবাসাহেব আম্বেদকর পুরস্কারড: আম্বেদকরের ভাবধারাকে ইউরোপীয় দেশগুলিতে প্রচারের জন্য
৪৩বিক্রম সারাভাই পুরস্কার (আন্তর্জাতিক)ISRO কর্তৃক প্রদত্ত উন্নয়নশীল দেশগুলোতে মহাকাশ গবেষণার কাজে অবিস্মরণীয় কাজকর্মের জন্য
৪৪বিড়লা পুরস্কার(খেলাধুলা)খেলাধুলায় অসাধারণ কৃতিত্বের জন্য
৪৫বীর সাভারকার পুরস্কারবিজ্ঞান
৪৬বীরচক্রভারতে সামরিক ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার
৪৭বুকার পুরস্কারসাহিত্য
৪৮বোরলগ পুরস্কারকৃষি এবং পরিবেশ উন্নয়ন
৪৯ব্যাস সম্মানসাহিত্য
৫০ব্রিটিশ অ্যাকাডেমি পুরস্কারচলচ্চিত্র
৫১ব্রিটিশ সাহিত্য পুরস্কারসাহিত্য (সারা জীবনের স্বীকৃতি)
৫২ভাটনাগর পুরস্কারবিজ্ঞানের বিভিন্ন শাখা-পদার্থবিদ্যা, গণিতশাস্ত্র, রাসায়নবিদ্যা, জীববিজ্ঞান, পৃথিবী-আবহমণ্ডল-সাগর এবং গ্রহ সম্পর্কীয় বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র
৫৩ভারতরত্ন পুরস্কারভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান
৫৪মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারশান্তি ও সমন্বয়
৫৫মহাবীর চক্রভারতে সামরিক ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার
৫৬মিস ইন্ডিয়াজাতীয় সৌন্দর্য্য প্রতিযোগিতা
৫৭ম্যান বুকারসাহিত্য
৫৮যমুনালাল বাজাজ পুরস্কারবিজ্ঞান প্রযুক্ত বা যেকোনো সৃষ্টিমূলক কর্মের জন্য
৫৯রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারখেলাধুলায় বিশেষ অবদান
৬০রামন ম্যাগসেসাইসরকারী ক্ষেত্রে কার্যকলাপ
৬১লতা মঙ্গেশকর পুরস্কারমধ্যপ্রদেশ সরকার কর্তৃক প্রদত্ত শ্রেষ্ঠ সংগীত শিল্পী
৬২শৈর্য্য চক্রসরকারি ক্ষেত্রে
৬৩সরস্বতী সম্মানসংস্কৃত সাহিত্য
৬৪সর্বোত্তম জীবনরক্ষাচক্রসরকারি ক্ষেত্রে
৬৫সাহিত্য অ্যাকাডেমীসাহিত্য সম্মাননা
৬৬সি. কে. নাইডু বার্ষিক পুরস্কারখেলাধুলার ক্ষেত্রে

Q. ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

সাহিত্য

Q. নোবেল পুরস্কার কটি বিভাগে দেওয়া হয়?

৬টি (সাহিত্য, শান্তি, রসায়ন, পদার্থবিদ্যা ও চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান, অর্থনীতি)

Q. অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?

খেলাধূলার অবদানের জন্য

Q. রমন ম্যাগসাইসাই পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে?

ফিলিপিন্স

Q. জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?

সাহিত্যকর্ম

Q. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

সাংবাদিকতা ও সাহিত্য

Q. কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

বিজ্ঞান গবেষণার জন্য

Leave a Comment