বিভিন্ন সমুদ্রস্রোতের স্থান ও উৎপত্তি PDF: সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে, নির্দিষ্ট দিকে একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। সমুদ্রজলের এই প্রবাহকে সমুদ্রস্রোত বলে। সমুদ্রস্রোত সাধারণত একমুখী হয় । বায়ুপ্রবাহ দ্বারা তাড়িত হয়ে সমুদ্রস্রোতের সৃষ্টি হয় বলে এর গতিবেগ খুবই কম, ঘন্টায় মাত্র ৫ – ১০ কিমি. হয়ে থাকে। সমুদ্রের জলরাশি যখন সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাকে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত এবং যখন সমুদ্রের ৪০০ মিটার গভীর অংশের মধ্য দিয়ে চলাচল করে, তাকে অন্তঃস্রোত বলে । মোট সমুদ্রজলের মাত্র ১০% পৃষ্ঠস্রোতরূপে এবং ৯০% অন্তঃস্রোতরূপে প্রবাহিত হয়। সমুদ্র স্রোত যে দিকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বা যে দেশের পাশ দিয়ে চলে যায় তার নামানুসারে সমুদ্রস্রোতের নামকরণ হয়।
বিভিন্ন সমুদ্রস্রোতের স্থান ও উৎপত্তি
স্রোত | স্থান | উৎপত্তি |
---|---|---|
ব্রাজিল স্রোত | ব্রাজিলের পূর্ব উপকূল | বেঙ্গুয়েলা ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত |
ক্যালিফোর্নিয়া স্রোত | ক্যালিফোর্নিয়া | জাপান স্রোত |
পেরু বা হামবোল্ড স্রোত | চিলি উপকূল | কুমেরু স্রোত |
ক্যানারি স্রোত | পর্তুগাল উপকূল | উপসাগরীয় ও উত্তর নিরপেক্ষ স্রোত |
মাদাগাস্কার স্রোত | মাদাগাস্কার স্রোত | দক্ষিণ নিরক্ষীয় স্রোত ও অস্ট্রেলিয়া স্রোত |
আগুলাস স্রোত | উত্তরমাশা অন্তরীপ | মাদাগাস্কার স্রোত ও মোজাম্বিক স্রোত |
ল্যাব্রাডর স্রোত | গ্রিনল্যান্ড | উত্তর মহাসাগর স্রোত |
বেরিং স্রোত | বেরিং | সুমেরু স্রোত |
মৌসুমী স্রোত | ভারত | দক্ষিণ নিরক্ষীয় স্রোত |
ফকল্যান্ড স্রোত | ফকল্যান্ড দ্বীপপুঞ্জ | কুমেরু স্রোত |
কুরুসিয়া বা জাপান স্রোত | জাপানের পূর্ব উপকূল | উত্তর নিরক্ষীয় স্রোত |
অ্যালুসিয়ান স্রোত | অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ | জাপান স্রোত |