মাধ্যমিক 2023 ভূগোল সাজেশন – Madhyamik 2023 Geography Suggestion

Rate this post

মাধ্যমিক 2023 ভূগোল সাজেশন PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Madhyamik 2023 Geography Suggestion PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক 2023 ভূগোল সাজেশন PDF.

নিচে মাধ্যমিক 2023 ভূগোল সাজেশন PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Madhyamik 2023 Geography Suggestion PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

মাধ্যমিক 2023 ভূগোল সাজেশন – Madhyamik 2023 Geography Suggestion

বহিঃর্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

ব্যাখ্যামূলক প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

১| বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝ?
২| অবরোহন ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে তিনটি পার্থক্য লেখ।
৩| রসেমতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো
৪| উচ্চগতিতে নদী উপত্যকার বৈশিষ্ট্যগুলি কি কি?
৫| জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি কি কি?
৬| অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ি তিনটি পার্থক্য লেখো।
৭| নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখা করো।
৮| সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন?
৯| নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো।
১০| নদীর গতিপথে কী কী ভাবে জলপ্রপাতের সৃষ্টি হয়?
১১| জলপ্রপাত পশ্চাৎ অপসারণ করে কেন?
১২| নদী ও হিমবাহের কাজের মধ্যে পার্থক্য লেখ।
১৩| বার্গস্রুন্ড কিভাবে সৃষ্টি হয়?
১৪| হিমশৈল কি? এর বৈশিষ্ট্যগুলি লেখ।
১৫| হিমবাহ ক্ষয়ের বিভিন্ন পদ্ধতি গুলি কি কি?
১৬| রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখ?
১৭| মরুভূমির প্রসারণ রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে?
১৮| ইয়ার্দাং ও জিউগেনের মধ্যে পার্থক্য লেখ।
১৯| মরু অঞ্চলের বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন?
২০| অণুদৈর্ঘ্য ও বার্খান বালিয়ারির মধ্যে পার্থক্য লেখ।
২১| পেডিমেন্ট ও বাজাদা এর তিনটি পার্থক্য লেখ।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

১| নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো।
২| উচ্চপ্রবাহে সৃষ্ট নদীর সঞ্চয়কার্যের বর্ণনা দাও।
৩| বদ্বীপ গঠনের অণুকুল পরিবেশের বর্ণনা দাও।
৪| হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বর্ননা করো।
৫| হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো।
৬| শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো।
৭| বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো।

বায়ুমণ্ডল

ব্যাখ্যামূলক প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

১| ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় কেন?
২| বায়ুমণ্ডলে ধূলিকণার গুরুত্ব নির্ণয় করো।
৩| সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না। কারণ ব্যখ্যা করো।
৪| মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো।
৫| মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘহীন রাত্রি অধিক উষ্ণ হয় কেন?
৬| বায়ুর উচ্চতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক দেখাও।
৭| বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ কি?
৮| সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখ।
৯| জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো।
১০| ধোঁয়াশা কি? ধোঁয়াশা কীভাবে সৃষ্টি হয়?

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

১| বায়ুমণ্ডলের ক্ষুব্ধমণ্ডল ও শান্তমণ্ডল স্তরের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা কর।
২| ওজনস্তরের বিনাশের কারণ ব্যাখা করো।
৩| বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা কর।
৪| পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ লেখ।
৫| চিত্রসহ স্থলবায়ু ও সমুদ্রবায়ু প্রবাহ বুঝিয়ে লেখ।
৬| শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয়, উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা করো।
৭| কীভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত হয়? অথবা, সীমান্ত বৃষ্টি সম্পর্কে সংক্ষেপে লেখো।
৮| ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৯| নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।

বারিমণ্ডল

ব্যাখ্যামূলক প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

১| মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়।
২| হিমশৈল বলতে কী বোঝ?
৩| হিমপ্রাচীর ও হিমরেখার মধ্যে পার্থক্য লেখ।
৪| উষ্ণ স্রোত ও শীতল স্রোত কাকে বলে? উদাহরণ দাও।
৫| সমুদ্রস্রোত এবং সমুদ্রতরঙ্গের মধ্যে কী কী পার্থক্য আছে?
৬| জোয়ারভাটার প্রভাব বা ফলাফল লেখো।
৭| বান বা বানডাকা বলতে কী বোঝ? কী কী অবস্থায় নদীতে বান খুব প্রবল হয়?
৮| ‘মুখ্য জোয়ার’ও ‘গৌণ জোয়ার’ কীভাবে ঘটে ব্যাখ্যা করো।
৯| ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো।
১০| প্রতিদিন জোয়ারভাটা সমান প্রবল হয় না কেন?
১১| পেরিজি ও অ্যাপোজির মধ্যে পার্থক্য লেখো।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

১| জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।
২| সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।
৩| পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
৪| পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্রস্রোতের প্রভাব বা গুরুত্বসমূহ আলোচনা করো।
৫| তেজ কোটাল বা ভরা কোটাল এবং মরা কোটাল কীভাবে হয় তা চিত্রসহ বর্ণনা করো।

বর্জ্য ব্যবস্থাপানা

ব্যাখ্যামূলক প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

১| জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখ।
২| বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি লেখ।
৩| বর্জ্যের শ্রেণিবিভাগ করো।
৪| D-Waste কি?
৫| বর্জ্য পুনঃব্যবহারের প্রয়োজনীয়তা কি/
৬| গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রনের উপায়গুলি কি কি?
৭| বর্জ্যের পরিমাণ কিভাবে হ্রাস করা যায়?
৮| পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব আলোচনা করো।
৯| বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের তিনি ভূমিকা সংক্ষেপে লেখ।

ভারতের প্রাকৃতিক পরিবেশ

ব্যাখ্যামূলক প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

১| ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো।
২| ভারতের পশ্চিমে থর মরুভূমির সৃষ্টির কারণগুলি লেখ।
৩| ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় কেন?
৪| আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে নিম্নচাপ বেশি হয় কেন?
৫| দক্ষিন ভারতের নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন?
৬| দক্ষিন ভারতের নদনদীগুলি নৌচলাচলের জন্য উপযুক্ত নয় কেন?
৭| ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।
৮| মৃত্তিকা ক্ষয় কতপ্রকার এবং কি কি?
৯| ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচি উদ্ভিদের মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো।
১০| ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি উপায় উল্লেখ করো।
১১| টীকা লেখঃ ভারতের উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য
১২| বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝ? উদাহরণ দাও।
১৩| ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব বর্ণনা করো।
১৪| করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে দু-বার বৃষ্টিপাত হয় কেন?

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

১| ভারতের পশ্চিম হিমালয়ের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো,
২| ভারতের উত্তরের সমভূমি অঞ্চলকে কি কি ভাগে ভাগ করা যায়?
৩| উত্তর ও দক্ষিন ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।
৪| ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতিগুলি লেখ।
৫| কৃষিকাজে অতিরিক্ত জলসেচের ফলে কি কি ক্ষতি হয়?
৬| ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব বর্ণনা করো।
৭| ভারতের জলবায়ু নিয়ন্ত্রনের প্রধান কারণগুলি ব্যখা করো।
৮| ভারতে জলবায়ুর বৈচিত্রের কারণ কী?
৯| ভারতের পলি ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো।

ভারতের অর্থনৈতিক পরিবেশ

ব্যাখ্যামূলক প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

১| পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো।
২| ভারতীয় কৃষিতে সবুজবিপ্লব বলতে কী বোঝ?
৩| গম নাতিশীতোষ্ণ জলবায়ুর ফসল হলেও উত্তর – পশ্চিম ভারতে কেন এত গমের উৎপাদন হয়?
৪| ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যখা করো।
৫| বিশুদ্ধ কাঁচামালভিত্তিক শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন?
৬| লৌহ – ইস্পাত শিল্পকে ‘সকল শিল্পের মূল’ বলা হয় কেন?
৭| ভারতের উপকূল অঞ্চলে জনঘনত্বের বৈশিষ্ট্যগুলি লেখো।
৮| আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝ?
৯| ভারতের সড়ক ও রেলপথের প্রতিটির তিনটি করে সুবিধা আলোচনা করো।
১০| ‘সোনালি চতুর্ভুজ’ সম্পর্কে কি জানো তা উল্লেখ করো।
১১| দক্ষিন ভারতের চেয়ে উত্তর ভারতে খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত কেন?
১২| আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝ?
১৩| ভারতে নগরায়নের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

১| গম উৎপাদনের অণুকুল পরিবেশগুলি লেখ।
২| কার্পাস চাষের অণুকুল পরিবেশ লেখ।
৩| ইক্ষু চাষের অণুকুল পরিবেশ উল্লেখ করো।
৪| ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫| পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি উল্লেখ করো।
৬| পূর্ব ও মধ্য ভারতে লোহা ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী?
৭| ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি উল্লেখ করো।
৮| ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো।
৯| ভারতে নগর বা শহর গড়ে ওঠার মূল কারণগুলি ব্যাখ্যা করো।
১০| ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।

উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র

ব্যাখ্যামূলক প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

১| সানসিঙ্ক্রোনাস উপগ্রহ ও জিওস্টেশনারী উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ।
২| দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।
৩| উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
৪| ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি কি?
৫| ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।

File Details:
File Name: মাধ্যমিক 2023 ভূগোল সাজেশন [www.gksolve.in]
File Format: PDF
Quality: High
File Size: 3 Mb
File Location: Google Drive

Click Here to Download

Leave a Comment