মাধ্যমিক 2023 ইতিহাস সাজেশন – Madhyamik 2023 History Suggestion

Rate this post

মাধ্যমিক 2023 ইতিহাস সাজেশন PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Madhyamik 2023 History Suggestion PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক 2023 ইতিহাস সাজেশন PDF.

নিচে Madhyamik 2023 History Suggestion PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মাধ্যমিক 2023 ইতিহাস সাজেশন PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ) [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

১| সামাজিক ইতিহাস কি?
২| ইতিহাসের উপাদানরূপে সাংবাদপত্রের গুরুত্ব কি?
৩| আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন? [মাধ্যমিক ২০১৯]
৪| ‘সরকারী নথীপত্র’ বলতে কি বোঝায়? [মাধ্যমিক ২০১৯]
৫| খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার দুটি গুরুত্ব লেখ।
৬| আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে দুটি পার্থক্য লেখ।
৭| নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কি বোঝ?
৮| পরিবেশের ইতিহাস চর্চা বলতে কি বোঝ?
৯| ফটোগ্রাফিকে ইতিহাস চর্চার অংশ হিসাবে গণ্য করা হয় কেন?
১০| ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব কি?

বিশ্লেষণধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]

১| স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার
২| উপাদানরূপে ব্যবহার করা হয়।
৩| টীকা লেখ – নারী ইতিহাস, বঙ্গদর্শন
৪| আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুলিশ ও গোয়েন্দা বিভাগের ভূমিকা ও তার ব্যবহারের পদ্ধতি লেখ।
৫| নতুন সামাজিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্যগুলি কি কি?

দ্বিতীয় অধ্যায়: সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা

বিশ্লেষণধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]

১| টীকা লেখ – প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব।
২| কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও তার তাৎপর্য বিশ্লেষণ করো
৩| নব্য বেদান্ত সম্পর্কে আলোচনা করো।
৪| গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা ও তার অবদান সম্পর্কে টিকা লেখ।
৫| ‘বঙ্গদর্শন’ এর মাধ্যমে তৎকালীন সমাজে কিভাবে জাতীয়তাবাদী ভাবনার প্রসার ঘটেছিল?
৬| ‘হুতোম প্যাঁচার নকশা’ উপন্যাস থেকে তৎকালীন বাংলার কি সমাজ চিত্র পাওয়া যায়?
৭| বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহরকেন্দ্রিক – মন্তব্যটি বিশ্লেষণ করো।
৮| উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে বেথুন সাহেব কি ভূমিকা গ্রহণ করেছিলেন?
৯| নারীশিক্ষা ও নারীমুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 8]

১| নীলদর্পণ নাটক’ থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়?
২| উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজ কিরূপ ভূমিকা নিয়েছিল?
৩| বিদ্যাসাগর মহাশয় বিধবাবিবাহ আন্দোলনকে কিভাবে সফল করে তুলেছিলেন? এই আন্দোলনের সীমাবদ্ধতা কি কি ছিল?

তৃতীয় অধ্যায়: প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও পর্যালোচনা

বিশ্লেষণধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]

১| নীলবিদ্রোহ কেন ঘটেছিল?
২| কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল?
৩| তিতুমিরের বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল?
৪| চুঁয়াড়-রা কেন বিদ্রোহ করেছিল?
৫| কোল বিদ্রোহের কারন কি ছিল?
৬| কোল বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো।
৭| সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো?
৮| টীকা – সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন
৯| ১৮ -১৯ শতকে ভারতে কৃষক অসন্তোষের বা বিদ্রোহের কারণগুলি কি ছিল?
১০| নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের কি ভূমিকা ছিল?

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন

যে কোন বিদ্রোহ অথবা আন্দোলন থেকে দুই ভাগে প্রশ্ন আসতে পারে।

চতুর্থ অধ্যায়: সংবদ্ধতার গোড়ার কথা

বিশ্লেষণধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]

১| হিন্দুমেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো।
২| ১৮৫৭ এর মহাবিদ্রোহকে কি সামন্তশ্রেণির বিদ্রোহ বলা যায়?
৩| ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভূমিকা বিশ্লেষণ করো।
৪| আনন্দ মঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
৫| রবীন্দ্রনাথের ‘গোরা’ উপন্যাসের মাধ্যমে কিভাবে জাতীয়াতাবাদের উন্মেষ ঘটেছিল?
৬| ‘বর্তমান ভারত’ গ্রন্থটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্ভুদ্ধ করেছিল?
৭| গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?
৮| উনিশ শতকে জাতীয়তাবাদ বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান কি ছিল?
৯| মহারানীর ঘোষণাপত্র – এর (১৮৫৮) মূল উদ্দেশ্যগুলি কি কি ছিল?

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 8]

১| দেশপ্রেমের বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ভূমিকা কি ছিল?
২| উনিশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণসমূহ আলোচনা করো।
৩| সাহিত্য এবং চিত্রশিল্পে জাতীয়তাবোধের বিকাশের বৈশিষ্ট্য আলোচনা করো।
১| মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।

পঞ্চম অধ্যায়: বিকল্প চিন্তা ও উদ্যোগ

বিশ্লেষণধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]

১| ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান লেখ।
২| ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।
৩| উনিশ শতকে বাংলার বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায় অথবা জগদীশচন্দ্র বসুর কি অবদান ছিল?
৪| বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো।
৫| টীকা লেখ – জাতীয় শিক্ষা পরিষদ, ডঃ মহেন্দ্রলাল সরকার, কলকাতা মেডিক্যাল কলেজ, শ্রীরামপুর মিশন প্রেস, বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট (BIT), কলকাতা বিজ্ঞান কলেজ
৬| জাতীয় শিক্ষা প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কি ছিল?
৭| বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষাভাবনার পরিচয় দাও।
৮| রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে আলোচনা করো।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 8]

১| বাংলার কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো।
২| উনিশ শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো।
৩| মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।

ষষ্ঠ অধ্যায়: ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন

বিশ্লেষণধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]

১| ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণির অবদান কি ছিল?
২| ভারতে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণগুলি কি ছিল?
৩| বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ ভূমিকা ছিল?
৪| বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কি ছিল?
৫| টীকা লেখ – একা আন্দোলন, সারা ভারত কিষান সভা, ওয়ার্কার অ্যান্ড পেজেন্টস পার্টি, মিরাট ষড়যন্ত্র মামলা, কংগ্রেস সমাজতন্ত্রী দল, রাম্পা বিদ্রোহ, মানবেন্দ্রনাথ রায়
৬| বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনে বামপন্থীদের কি ভূমিকা ছিল?

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 8]

১| বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি ছিল?
২| জাতীয় কংগ্রেসের ভিতর বামপন্থী মতাদর্শ উদ্ভবের কারণগুলি কি ছিল?
৩| বিশ শতকে ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও।

সপ্তম অধ্যায়: ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

বিশ্লেষণধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]

১| বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রসামজের কি ভুমিকা ছিল?
২| বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনে নারীসমাজ কিরূপ ভূমিকা পালন করে?
৩| বিশ শতকের নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
৪| টীকা লেখ – অনুশীলন সমিতি, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, দীপালি সঙ্ঘ, লীলা নাগ, রসিদ আলি দিবস, গদর দল, অ্যান্টি সার্কুলার সোসাইটি
৫| ‘দলিত’ আন্দোলনে ডঃ আম্বেদকরের ভূমিকা কি ছিল?
৬| ‘দলিত’ আন্দোলন বিষয়ে গান্ধী – আম্বেদকর বিতর্ক নিয়ে আলোচনা করো।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 8]

১| সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
২| বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীসমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল?
৩| বিশ শতকে ভারতের জাতীয় আন্দোলনে ছাত্রসমাজের অবদান কি ছিল?
৪| বাংলায় নমঃশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

অষ্টম অধ্যায়: উত্তর ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের (দ্বিতীয় পর্ব)

বিশ্লেষণধর্মী প্রশ্ন [প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 4]

১| ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করেছিল? এই প্রসঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কিছিল?
২| স্বাধীন ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন নিয়ে কি সমস্যা তৈরি হয়েছিল?
৩| ভাষার ভিত্তিতে স্বাধীনতার পর ভারত কিভাবে পুনর্গঠিত হয়?
৪| কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?
৫| জুনাগড় অথবা হায়দ্রাবাদ অথবা কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়?
৬| টীকা লেখ – দেশবিভাগ জনিত উদবাস্তু সমস্যা, রাজ্য পুনর্গঠন কমিশন

File Details:
File Name: Madhyamik 2023 History Suggestion [www.gksolve.in]
File Format: PDF
Quality: High
File Size: 3 Mb
File Location: Google Drive

Click Here to Download

Leave a Comment